ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ আজ জামশেদপুরের সঙ্গে! ওড়িশা হার ভুলে জয় চায় লাল হলুদ

#কলকাতা: ইস্টবেঙ্গল আবার কবে জয় ফিরবে? এটাই আজ সবচেয়ে বড় প্রশ্ন সমর্থকদের মনে। জামশেদপুর এফসি’র বিরুদ্ধে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। জোড়া গোল পেয়েছিলেন ক্লেটন সিলভা। শুক্রবার ঘরের মাঠে জয়ের জন্য আরও একবার এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের দিকে তাকিয়ে লাল-হলুদ অনুরাগীরা। তবে কোচ স্টিফেন জানান, জয়ের জন্য প্রত্যেককে সেরাটা মেলে ধরতে হবে।

আরও সংঘবদ্ধ হতে হবে ডিফেন্ডারদের। বৃহস্পতিবার অনুশীলনে ইভান-জেরিদের সেটাই বোঝানোর চেষ্টা করলেন ব্রিটিশ কোচ। চোটের জেরে গত কয়েকটি ম্যাচে অনিয়মিত ছিলেন চারালাম্বোস কিরিয়াকৌউ। তবে জামশেদপুরের বিরুদ্ধে মাঝমাঠে তাঁর অন্তর্ভুক্তি কিছুটা হলেও চিন্তা কমাবে কোচ স্টিফেনের। গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে স্ন্যাচারের অভাবে ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

সাইপ্রাসের ফুটবলারটিও মাঠে নামতে তৈরি। ১২ ম্যাচে মাত্র চারটি জয়। আটটিতে হার। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ন’নম্বরে রয়েছে দল। অতীতে এমন পরিস্থিতিতে কোচ বদলের রব উঠত ইস্টবেঙ্গলে। এখন পরিস্থিতি অবশ্য বদলেছে। তবে এমন চলতে থাকলে তাঁর চাকরিও যে সুরক্ষিত নয়, তা ভালোভাবেই জানেন স্টিফেন।

East Bengal looks to secure maximum points against Jamshedpur FC tonight in Indian super leagueতাই অস্তিত্ব রক্ষার তাগিদে শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে জয় পেতে মরিয়া লাল-হলুদ কোচ। জামশেদপুরের পারফরম্যান্স গ্রাফ অনেকটাই পড়েছে। ১৩ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে এডি বুথরডের দল। তিনি মানছেন ইস্টবেঙ্গল যতই খারাপ ফর্মে থাক, আজ যুবভারতীতে মরিয়া হবে লাল হলুদ ব্রিগেড।