স্পেনকে হারিয়ে ঘরের মাঠে হকি বিশ্বকাপে দুর্দান্ত শুরু ভারতের, নায়ক অমিত এবং হার্দিক

ভারত – ২
স্পেন – ০

#রাউরকেলা: টোকিও অলিম্পিকের পর ভারতীয় হকি দলকে নিয়ে মানুষের মধ্যে আশা প্রত্যাশা বেড়ে গিয়েছিল। সেটা অবশ্যই স্বাভাবিক প্রতিক্রিয়া। ৪১ বছর পর অলিম্পিকে পদক পেলে সেটাই স্বাভাবিক। আজ স্পেনের বিরুদ্ধে ভারতের প্রথম হকি বিশ্বকাপের ম্যাচ, লড়াইটা কঠিন হতে চলেছে জানা ছিল। প্রথম কোয়ার্টারে ভারতকে গোল করে এগিয়ে দেন অমিত রহিদাস।

দ্বিতীয় কোয়াটারে একটি দুর্দান্ত দৌড়ে প্রায় তিনজন খেলোয়াড়কে পরাস্ত করে গোল করেন হার্দিক সিং। স্পেনের এক ডিফেন্ডারের স্টিকে লেগে বল জালে জড়িয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে স্পেনের দাপট একটু বেশি ছিল। কিন্তু ভারতীয় ডিফেন্স কঠিন লড়াই করে যায়। কিন্তু চতুর্থ অর্থাৎ শেষ কোয়াটারের শুরুতেই ভারতের হয়ে জঘন্য ফাউল করেন অভিষেক।

তাকে ১০ মিনিট বাইরে রাখার নির্দেশ দেন রেফারি। অর্থাৎ একটা নিজেদের দখলে থাকা ম্যাচকে অভিষেকের ভুলে স্পেনের অ্যাডভান্টেজ বানিয়ে দেয় ভারত। তার চেয়ে বড় দুঃখের ব্যাপার ভারত বেশ কয়েকটা পেনাল্টি কর্নার আলাদা করে থাকলেও কোনটাই কাজে লাগাতে পারছিল না। বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার হরমনের এদিন নিজের স্বাভাবিক গোল স্কোরিং ক্ষমতার দেখা পাওয়া গেল না।

তবে ভারতের শামসের, বরুণ কুমার, হার্দিক, সুরেন্দ্র কুমার বুদ্ধি করে খেলেন। স্পেন দাপট দেখালেও দীর্ঘ সময় একজন কম নিয়ে খেলেও তাদের গোল করতে দেয়নি ভারত। ভারতের কোচ গ্রাহাম রিড ম্যাচ শেষে জানালেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় অন্যরকম চ্যালেঞ্জ। কিন্তু আজ যেভাবে গোল করে এগিয়ে যাওয়ার পরেও ছেলেরা শেষ পর্যন্ত গোল ধরে রাখতে সক্ষম হয়েছে সেটা অনেক কিছু বার্তা দেয়।

তাছাড়া ওড়িশার মাঠে এই জনসমর্থন দুর্ধর্ষ ব্যাপার। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে এই ভারতীয় দল আরও ভাল পারফরম্যান্স করবে আশাবাদী অস্ট্রেলিয়ান কোচ। তবে পেনাল্টি কর্নার কাজে লাগাতে না পারা অনুশীলনের মাধ্যমে কেটে যাবে আশাবাদী রিড। ভারতের গোলরক্ষক কৃষাণ পাঠক এদিন বেশ কয়েকটি দেখার মত সেভ করেন।