গোয়ার বিরুদ্ধেও হার, প্রবল চাপ ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত৷

East Bengal vs FC Goa: প্রাক্তনীর হ্যাটট্রিকে আইএসএল-এ হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের! ‘গো ব্যাক’ শুনলেন কুয়াদ্রাত

কলকাতা: গত মরশুমের মাঝপথেই তাঁকে ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল৷ দলের প্রাক্তন স্প্যানিশ তারকা বোরহার হ্যাটট্রিকেই এবারের আইএসএল-এর হারের হ্যাটট্রিক হল লাল হলুদ শিবিরের৷ ছন্নছাড়া লাল হলুদ ব্রিগেড যে জিততে পারে, গোটা ম্যাচে কখনও মনে হয়নি৷ বরং শেষের প্রায় ১৫ মিনিট দশ জনে খেলেও পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল এফসি গোয়া৷

শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ কার্যত অগ্নিপরীক্ষা ছিল ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের সামনে৷ যদিও গোটা ম্যাচে দলের খেলোয়াড়দের মধ্যে সেই তাগিদটাই চোখে পড়ল না৷ বরং ১৩, ২১ এবং ৭১ মিনিটে গোল করে হ্যাটট্রিক করে গেলেন বোরহা৷ স্বাভাবিক ভাবে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি৷ এর মধ্যে শেষ দুটি গোলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল রক্ষণের অন্যতম ভরসা হিজাজি মাহেরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য৷

আরও পড়ুন: হুকিং করতে গিয়ে শেষ পরিবার! জলপাইগুড়িতে একই বাড়িতে শিশু সহ চারজনের মৃত্যু

বিশেষত দ্বিতীয় গোলের সময় যেভাবে হেলতে দুলতে থাকা হিজাজির পায়ের নীচ থেকে বল নিয়ে চলে গেলেন প্রতিপক্ষ খেলোয়াড়, তাতে বিদেশি এই খেলোয়াড়ের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলতে পারেন খেলোয়াড়রা৷

ইস্টবেঙ্গলের হয়ে এ দিন একমাত্র উজ্জ্বল ছিলেন মাঝমাঠের বিদেশি মেহেদি তালাল৷ ২৯ মিনিটে তারই চেষ্টায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল৷ গোল করতে ভুল করেননি তালাল৷ ম্যাচের ৮১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন গোয়ার বিদেশি কার্ল ম্যাকহাগ৷ ৮৫ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান ডেভিড৷ এর পরই তেড়েফুঁড়ে অন্তত এক পয়েন্ট পেতে মরিয়া হয়ে ওঠেন ক্লেইটন, আনোয়াররা৷ যদিও শেষ পর্যন্ত হারের মুখই দেখতে হয় ইস্টবেঙ্গলকে৷

ম্যাচের পরই গ্যালারি থেকে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতকে গো ব্যাক স্লোগান দেন সমর্থকরা৷ ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ৫ অক্টোবর জামশেদফুর এফসি-র বিরুদ্ধে৷ সেই ম্যাচে লাল হলুদের কোচের ভূমিকায় কুয়াদ্রাত থাকেন কি না, সেটাই দেখার৷