কী হতে চলেছে মঙ্গলবার?

Partha Chatterjee: পার্থ আর ‘প্রভাবশালী’ নন, দাবি তাঁর আইনজীবীর

কলকাতা: কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য সওয়াল করতে গিয়ে নাম না করে সদ্য জেল থেকে মুক্ত অনুব্রত মণ্ডলের কথা টেনে আনলেন পার্থের আইনজীবী। শুক্রবার পার্থ ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ, অপূর্ব সাহাদের মতো রাজ্যের প্রাক্তন শিক্ষাকর্তাদের জামিনের মামলার শুনানি ছিল হাই কোর্টে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চে ওই মামলার শুনানি হয়েছে। পার্থের জামিনের বিরুদ্ধে এত দিন সিবিআইয়ের প্রধান এবং মূল যুক্তি ছিল, তিনি ‘প্রভাবশালী’। জামিনে মুক্তি পেয়ে গেলে তিনি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন। প্রভাব খাটাতে পারেন সাক্ষীদের উপরও । তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন । শুক্রবারের শুনানিতে সিবিআইয়ের এই যুক্তি কার্যত উড়িয়ে দেন পার্থের আইনজীবী। তাঁর সওয়াল, পার্থ এখন মন্ত্রী পদে নেই। কোনও রাজনৈতিক প্রভাবশালী নেতাও তাঁর পাশে আপাতত নেই। তিনি এখন সম্পূর্ণ একা। ফলে তাঁর বিরুদ্ধে যে ‘প্রভাবশালী’ তকমা রয়েছে, তা সঠিক নয়। এই প্রসঙ্গেই তিনি নাম না করে টেনে আনেন অনুব্রত প্রসঙ্গও। এছাড়াও অধুনা গ্রেফতারির পর ছাড়া পাওয়া দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিসোদিয়ার নামও উল্লেখ করেন পার্থের আইনজীবী।