এগারো দলের মধ্যে ৯ নম্বরে ইস্টবেঙ্গল! মিজো ডিফেন্ডারের চুক্তি বাড়িয়ে শুধু প্রচার

#কলকাতা: নতুন ইনভেস্টার সংস্থা কথা দিয়েছিল সেরা দল তৈরি হবে। তারা যে একেবারে চেষ্টা করেনি তা নয়। কিন্তু রেজাল্ট কোথায়? বছর ঘুরে যায়, কিন্তু ইস্টবেঙ্গলের ছবিটা বদল হয় না। কর্মকর্তারাও মুখেই দুনিয়া জেতার স্বপ্ন দেখিয়ে চলেছেন সেই কবে থেকে। গাল ভরা একাধিক কমিটি। কিন্তু খেলার শেষে হতাশাই প্রাপ্তি সমর্থকদের।

রবিবার ছিল ইস্টবেঙ্গলের উদীয়মান ডিফেন্ডার লালচুননুঙ্গার জন্মদিন। আর সেদিনই মিজোরামের এই তরুণ ডিফেন্ডারের সঙ্গে ২০২৫-২৬ মরশুম পর্যন্ত চুক্তি করল লাল-হলুদ ম্যানেজমেন্ট। লালচুননুঙ্গা উঠে এসেছেন আইজল এফসি’র জুনিয়র টিম থেকে। তারপর ২০১৯ সালে আইজলের সিনিয়র টিমের হয়ে আই লিগে তাঁর অভিষেক।

আরও পড়ুন – বিরাট কোহলির ব্যাটিং নিয়ে এবার বিরক্ত ছোটবেলার কোচ! বলছেন পুরোটাই ভুলে ভরা

পাহাড়ি দলটির জার্সি পরে নজর কাড়ায় ২০২১-২২ মরশুমের শুরুতে শ্রীনিধি ডেকান তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করে। গত মরশুমে শ্রীনিধি ডেকানের হয়ে ভালো খেলায় তিনি ইস্ট বেঙ্গলের স্কাউটিংয়ের দায়িত্বপ্রাপ্ত একঝাঁক প্রাক্তন ফুটবলারের নজরে পড়েন। আগস্টে তাঁকে এক বছরের জন্য লিয়েনে নেয় লাল-হলুদ।

রবিবার চুক্তির পর তিনি বলেন, ইস্টবেঙ্গল আমার পরিবারের মতো। লাল-হলুদের ঐতিহ্যই আলাদা। এমন ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে আমি তৃপ্ত। নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য। উল্লেখ্য, লালচুননুঙ্গা এবার আইএসএলের সব ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। পুরো সময় খেলেওছেন। করেছেন ৪৭টি ক্লিয়ারেন্স, ১৮টি ব্লকিং ও ৩৪টি ট্যাকল।

ভারতীয় ফুটবলের আগামী দিনে এই ছেলেটি বড় ডিফেন্ডার হয়ে উঠতে পারেন এমন সম্ভাবনা রয়েছে যথেষ্ট। নিজেদের শেষ দুটি ম্যাচে হায়দারাবাদ এবং মুম্বইর কাছে ৫ গোল হজম করেছে ইস্টবেঙ্গল। শুক্রবার বেঙ্গালুরুর বিরুদ্ধে আবার নামছে লাল হলুদ।