অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হলে ছাঁটাই হতে পারেন রাহুল! বোমা ফাটালেন কার্তিক

#চেন্নাই: ভারতের টেস্ট ক্রিকেটে শেষ কয়েক বছর ধরে নিজেকে প্রমাণ করেছিলেন কে এল রাহুল। শুধু টেস্ট নয়, সাদা বলের ক্রিকেটেও রাহুল নিজেকে মেলে ধরেন সম্পূর্ণভাবে। কিন্তু শেষ কয়েকটা মাস নিজের সেরা ছন্দের ধারে কাছে নেই তিনি। জার্মানি থেকে অপারেশন করিয়ে আসার পর নিজের ফর্ম নিয়ে খুশি হতে পারছেন না বেঙ্গালুরু তারকা ব্যাটসম্যান।

টানা ভাল খেলতে পারছেন না, মাঝে মাঝে পারফর্ম করছেন। কিন্তু টেস্ট ক্রিকেটে রাহুলের অবস্থা আরো খারাপ। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম এবং মিরপুরে ভারত জিতলেও কঠিন লড়াই হয়েছে। আর ব্যাট হাতে রাহুল করেছেন ২২, ২৩, ১০ এবং ২। একজন ওপেনারের পক্ষে যেটা অত্যন্ত খারাপ বিজ্ঞাপন। তার টেস্টের গড় এই মুহূর্তে মাত্র ৩০ এর আশেপাশে।

রাহুলের খারাপ ফর্ম নিয়ে মুখ করেছেন দীনেশ কার্তিক। টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি রাহুলের বড় ভক্ত। কিন্তু এই মুহূর্তে রাহুলকে দেখে কষ্ট হচ্ছে তার। আসলে রাহুলের থেকে ভারতীয় দল অনেক বেশি আশা করে। কে এল রাহুল এমন একজন ব্যাটসম্যান যার হাতে বিরাট এবং রোহিতের থেকেও বেশি শট আছে।

কার্তিক বলছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে শুরু হতে চলা বর্ডার গাভাসকার সিরিজ রাহুলের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। তারকা ওপেনারের ওপর নজর থাকবে বোর্ডের কর্তাদের। কার্তিক মনে করেন রাহুলকে চাপে রাখবে শুভমন গিলের ধারাবাহিক পারফরমেন্স। এমনিতেও গিল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। তাই অস্ট্রেলিয়া সিরিজ রাহুলের অগ্নিপরীক্ষা হতে চলেছে তাতে সন্দেহ নেই।

এদিকে বাংলাদেশের বিরুদ্ধে রাহুলের কুলদীপকে দলে না রাখা নিয়ে সমালোচনা হচ্ছে চারিদিকে। কে এল রাহুল অবশ্যই জানিয়েছেন টেস্ট ক্রিকেটে যদি আইপিএল এর মত ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গা থাকত, তিনি কুলদীপকে অবশ্যই খেলাতেন। তবে ভারতের কোচ রাহুল দ্রাবিড় মনে করেন কে এল রাহুলকে নিয়ে চিন্তায় এত কিছু নেই।

তিনি জাত ব্যাটসম্যান। তাছাড়া তার আঙুলে ব্যথা রয়েছে। সেটা হয়তো তার স্বাভাবিক পারফরমেন্স তুলে ধরার ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করেছে। তবে কোচ যা ইচ্ছে বলতে পারেন, রাহুলের টানা ব্যর্থতা কিন্তু এবার তার জায়গা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।