East Bengal : আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল হবে ইস্টবেঙ্গলে! মোহনবাগানকে হুঙ্কার লাল হলুদের

#কলকাতা: ডুরান্ড কাপের কলকাতা ডার্বি পিছিয়ে গিয়েছে। আগামী ১৬ আগস্টের বদলে ২৮ আগস্ট বাঙালির বড় ম্যাচ। তার আগে ১ আগস্ট জাঁকজমক করে পালিত হয়েছিল ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। আর ২ আগস্ট কলকাতা একটি পাঁচ তারা হোটেলে জাঁকজমক করে পালিত হল ইনভেস্টার ইমামি এবং ইস্টবেঙ্গলের সই পর্ব।

ইনভেস্টার সংস্থার পক্ষ থেকে ডিরেক্টর আদিত্য আগারওয়াল জানিয়েছেন, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল তৈরি হবে। একটু সময় এবং ধৈর্য চাই সমর্থকদের কাছ থেকে। ইস্টবেঙ্গলের ঐতিহ্য এবং ট্রেডিশন মাথায় রেখেই আগামী দিনের রূপরেখা তৈরি করা হচ্ছে। তার আগে ডুরান্ড কাপ। সেখানেও কলকাতা ডার্বি ২৮ তারিখ।

চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে মাঠেই দেখে নেওয়ার হুঙ্কার ছাড়লেন লাল হলুদ কর্তা। ইস্টবেঙ্গল তার চেনা মেজাজে ডার্বি খেলবে জানাতে ভুললেন না তিনি। ভারতীয় ফুটবলারদের অধিকাংশ সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। চার থেকে পাঁচজন ভাল বিদেশি আনতে পারলে দলের শক্তি অনেকটাই বেড়ে যাবে সন্দেহ নেই। ইনভেস্টরের পক্ষ থেকে ৭৩ শতাংশ এবং ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ২৭ শতাংশ শেয়ার থাকবে।

ডিরেক্টর বোর্ডে ইমামির ৭ জন এবং ইস্টবেঙ্গলের ৩ জন থাকবেন। যথেষ্ট বড় বাজেট নিয়ে কাজ করতে নামা হয়েছে। কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতের প্রাক্তন স্টিফেন কনস্ট্যানটাইনকে। ভারতীয় ফুটবল সম্পর্কে তার অগাধ জ্ঞান কাজে লাগবে ইস্টবেঙ্গল দলের। তবে খেলাধুলায় এই প্রথম নয়, আগেও টাকা ঢেলেছে ইমামি।

সিএবি, মেরি কম, বিজেন্দ্র, সুশীল কুমার বিভিন্ন অ্যাথলিটদের এর আগে স্পন্সর করেছে এই সংস্থা। তবে ইস্টবেঙ্গলে তাদের ভূমিকাটা আলাদা। ইনভেস্টার হিসেবে এসেছেন তারা। এই সম্পর্ক দীর্ঘদিনের হবে আশাবাদী দুই পক্ষ। এদিন উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া বিনো জর্জ।

ছিলেন প্রাক্তন ফুটবলাররা। বিখ্যাত ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় আশাবাদী দেরিতে শুরু হলেও যেভাবে এগোচ্ছে ইস্টবেঙ্গল এবং তাদের ইনভেস্টার, তাতে ট্রফিতে ভেসে যাবে লাল হলুদ। পাশাপাশি মোহনবাগানকে ডার্বিতে দেখে নেওয়ার হুঙ্কারও দিয়ে রাখলেন লাল হলুদ কর্তা এবং ইনভেস্টার।