East Medinipur News: পূর্ব মেদিনীপুর জেলার এই প্রাচীন মন্দির সম্পর্কে জানলে অবাক হবেন আপনিও!

East Medinipur News: পূর্ব মেদিনীপুর জেলার এই প্রাচীন মন্দির সম্পর্কে জানলে অবাক হবেন আপনিও!

তমলুক: পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন মন্দির। বেশ কিছু মন্দিরের তথ্য পাওয়া যায় পুরাণ, মহাভারত সহ বিভিন্ন প্রাচীন গ্রন্থে। তমলুক শহরেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। প্রাচীন এই শিব মন্দিরের অজানা কাহিনি অবাক করবেন আপনাকে। তমলুক রাজ্য তথা দেশের অন্যতম প্রাচীন শহর। যার প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত নগরী। প্রাচীন তাম্রলিপ্ত নগরীতে বেশ কিছু পুরানো মন্দির রয়েছে যার নিদর্শন মহাভারত থেকে পুরাণ এ উল্লেখিত রয়েছে। তমলুক শহরে মহাভারতে উল্লেখিত নানা নিদর্শন পাওয়া যায়।

মহাভারতে বর্ণিত শিব মন্দির আজও বর্তমান তমলুক শহরে।মহাভারতের কাল থেকে আজকের ভারতের প্রবাহমান ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত নগর বা অধুনা তমলুক। রূপনারায়ণ নদে জলের স্রোতের মত প্রবাহমান তমলুক শহরের ইতিহাস। যার নানান নিদর্শন পাওয়া যায় মহাকাব্য মহাভারতে।

তমলুক শহরে রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দির। এই প্রাচীন মন্দির গুলির মধ্যে একটি হল চক্রেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরের নিদর্শন পাওয়া যায় মহাভারতে। কথিত আছে পান্ডবদের অজ্ঞাতবাসের সময় পঞ্চপান্ডবসহ কুন্তী ও দৌপ্রদী পুজো দিয়েছিলেন এই শিব মন্দিরে।চক্রেশ্বর মন্দির মোট চারটি শিবের লিঙ্গ দেখতে পাওয়া যায়। জানা যায় তার মধ্যে একটি স্বয়ং প্রকটিত হয়েছে। কথিত আছে বাকি তিনটি প্রতিষ্ঠিত করেছিলেন যুধিষ্ঠির ভীম ও অর্জুন।

এ বিষয়ে বংশ-পরম্পরায় ওই মন্দিরে পুজো করে আসা পুরোহিত বংশের বর্তমান পূজক অরুন কুমার মিশ্র জানান, ‘চক্রেশ্বর শিব মন্দির বহু প্রাচীন। এই মন্দিরের উল্লেখ রয়েছে মহাভারতে। এই মন্দিরে মোট চারটির শিবলিঙ্গ রয়েছে। একটি স্বয়ং প্রকটিত। এবং অন্য তিনটি প্রথম ৩ পাণ্ডব প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে প্রতিদিন নিত্য পুজো হয় এর পাশাপাশি প্রতি সোমবার বিশেষ পুজো পাঠ চলে। শিবরাত্রি ও চৈত্র মাসের নীল সংক্রান্তির পূজো হয় এই মন্দিরে’

আরও পড়ুন: Budh-Shukra Transit 2024: ১০০ বছর পরে শুয়ে বিশাল ঘটনা! একই দিনে বুধ-শুক্রের রাশি পরিবর্তন, সোনা দিয়ে কপাল বাঁধানো ৩ রাশির

তমলুকের প্রাচীন এই চক্রসার মন্দিরের মহাভারতের যোগসূত্র নিয়ে আঞ্চলিক ইতিহাসবিদ জয়দেব মালাকার জানান,মহাভারতের অজ্ঞাতবাস পর্বে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়।মহাভারতের কাহিনী বা কথিত কাহিনী যাই থাক না কেন এই মন্দিরে ভগবান শিবের পুজো আজও হয়ে আসছে।

আরও পড়ুন: Purulia News : মাত্র ২৫ টাকায় বার্গার! কোথায় মিলছে এই লোভনীয় অফার… শিগগির জানুন

প্রতিদিন সকালে শিবের পুজো হয়। প্রতি সোমবার মহাদেবের বিশেষ পুজো হয়। এছাড়াও শিবচতুর্দশী তিথিতে বিশেষ পুজো পাঠ হয়। প্রতি বছর চৈত্র মাসে গাজন ও চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজো হয়। চক্রেশ্বর শিব মন্দিরটি তাম্রলিপ্ত পৌরভবন এর কাছেই অবস্থিত।

সৈকত শী