Eastern Railway: পূর্ব রেলে রেকর্ড প্যাসেঞ্জার রেভেনিউ… এ বছরের আয় ভেঙে দিল সব রেকর্ড

কলকাতা: পূর্ব রেলে রেকর্ড প্যাসেঞ্জার রেভেনিউ হল চলতি আর্থিক বর্ষে। প্রায় ৩৬০০ কোটি টাকা প্যাসেঞ্জার রেভেনিউ বাবদ পূর্ব রেলে আয় হয়েছে ২০২৩-২৪ আর্থিক বছরে, যা সর্বকালীন রেকর্ড। পূর্বরেলের এই প্যাসেঞ্জার রেভেনিউ গতবছরের তুলনায় প্রায় ৯ % বৃদ্ধি পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল শহরতলির মানুষজন পূর্বরেলের উপর ভরসা রেখেছেন এবং রেলের মাধ্যমেই তারা যাতায়াত করেন। ৬৩৬ কোটি টাকা পূর্ব রেল রোজগার করেছে শুধুমাত্র সাবার্বান প্যাসেঞ্জার সার্ভিস বাবদ।  শহর ও শহরতলীর মানুষজন পূর্ব রেলের উপর অগাধ আস্থা রাখেন, এটাই তার প্রমাণ।

এবার আসা যাক প্যাসেঞ্জারের সংখ্যার ক্ষেত্রে।  ২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেলওয়ের মাধ্যমে প্রায় ১১৫১ মিলিয়ন প্যাসেঞ্জার যাত্রা করেছে – তার মধ্যে সাবার্বান যাত্রীর সংখ্যা প্রায় ৯৬৫ মিলিয়ন যারা শহরতলি থেকে কলকাতায় নিয়মিত যাতায়াত করেন।  এর থেকে বোঝা যাচ্ছে পূর্ব রেলের উপর মানুষের সম্পূর্ণ আস্থা এবং ভরসা আছে।  নন-সাবার্বান যাত্রীসংখ্যার ক্ষেত্রেও এক বিপুল বৃদ্ধি হয়েছে যা প্রায় গত বছরের তুলনায় ৯% । ২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেলওয়ে প্রায় ১৮৬ মিলিয়ন নন-সাবার্বান যাত্রী নিয়ে যেতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: বাড়ির সবাই একই সাবান দিয়ে স্নান করছেন? জানুন রোগ ছড়ানোর ঝুঁকি কতটা

আরও একটি ট্রেন্ড যা এইবছর এপ্রিল মাসে দেখা গেছে যে, প্রবল দাবদাহের্ কারণে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কিছু কর্মস্থল বন্ধ থাকা সত্ত্বেও এবছর এপ্রিল মাসে প্যাসেঞ্জের রেভেনিউ বাবদ পূর্ব রেলের প্রচুর রোজগার হয়েছে।  শুধুমাত্র এই এপ্রিল মাসে প্রায় ১০৭৩ কোটি টাকা আয় করেছে পূর্ব রেল যা একটি উল্লেখযোগ্য রেকর্ড এবং একটি মাইলস্টোন।পূর্ব রেল সূত্রে খবর, বহু জায়গায় যাত্রীদের টিকিট কাটার সুবিধার জন্য টিকিট ভেন্ডিং মেশিন রাখা হয়েছে৷ আবার ইউটিএস ব্যবহারের প্রবণতা বেড়েছে৷ সর্বোপরি বিনা টিকিটে যাতায়াতের সংখ্যা যাত্রীদের মধ্যে অনেকটাই কমে গিয়েছে। এই অবস্থায় যাত্রীদের থেকে এই আয় হবার ফলে অপারেটিং রেশিও অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে।