Jyotipriya Mallick: ৩৫০ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ কোটির লেনদেন! ইডি-র নতুন চার্জশিটে বালুর চাপ বাড়ল?

কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে ১০০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে চার্জশিটে দাবি করল ইডি৷ বেআইনি এই লেনদেনে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও জড়িত বলে চার্জশিটে দাবি করল ইডি৷ এ দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে রেশন দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি৷ সেই চার্জশিটেই বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

১৫৭ পাতার নতুন এই চার্জশিটের সঙ্গে প্রমাণ হিসেবে প্রায় তিন হাজার নথি জমা দিয়েছে ইডি৷ তদন্তকারী সংস্থার দাবি, রেশন দুর্নীতির বেআইনি লেনদেনের সূত্র ধরে ৩৫০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে৷

আরও পড়ুন: আরজি কর কাণ্ড নিয়ে ছবিতে অভিনয়, রাজন্যাকে সাসপেন্ড করল টিএমসিপি! শাস্তি প্রান্তিককেও

চার্জশিটে ইডি দাবি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত আনিসূর এবং আলিফের মাধ্যমেই মূলত আর্থিক লেনদেন হত৷ তবে চার্জশিটে জ্যাতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমানের সঙ্গেও লেনদেনের উল্লেখ করা হয়েছে৷ এর পাশাপাশি চার্জশিটে দুই রেশন ডিস্ট্রিবিউটর ও চার সংস্থার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে ইডি৷ এই দুই ব্যবসায়ীর মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় হাজার কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি চার্জশিটে৷

জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তথা বাকিবুর রহমানের আত্মীয় দুই ভাই আনিসূর ও আলিফকে ২ অগস্ট গ্রেফতার করে ইডি৷ গ্রেফতারের আগে দেগঙ্গার এই ব্যবসায়ীর বাড়ি, ধান ও চাল কলে অভিযান চালায় ইডি৷

নিয়োগ দুর্নীতি, গরু পাচার মামলায় তৃণমূলের একাধিক নেতার জামিনের পর জ্যোতিপ্রিয় মল্লিকেরও জামিনের আশা উজ্জ্বল হচ্ছিল বলে মনে করছিলেন তাঁর ঘনিষ্ঠরা৷ প্রাক্তন খাদ্য মন্ত্রী নিজেও বার বার অসুস্থার কারণ দেখিয়ে আদালতে জামিনের আর্জি জানিয়েছে৷ ইডি-র এই নতুন চার্জশিটের ফলে জ্যোতিপ্রিয়র জেলে মুক্তি আরও কঠিন হয় কি না, সেটাই এখন দেখার৷