Tag Archives: Jyotipriya Mallick

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় জামিন পাবেন…? সুগার লেভেলের রিপোর্ট নিয়ে সংশয়! এবার ‘অন্য’ হাসপাতাল

কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন ভাগ্য ঝুলে রইল স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে। এবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ইস্টার্ন কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠাল হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে নতুন করে স্বাস্থ্য পরীক্ষা হবে রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের।

আগামী ১১ সেপ্টেম্বর মধ্যে জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। কমান্ড হাসপাতালে জেল কতৃপক্ষের পাশাপাশি ইডি নজরদারিতে থাকবেন জ্যোতিপ্রিয়৷ তাঁর সুগার মাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইডি। ৫০০ বেশি সুগার মাত্রায় HBA1C মাত্রা কীভাবে মাত্র ৭.২। SSKM দেওয়া রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইডি। তারই পরিপ্রেক্ষিতে এবার জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করে দ্বিতীয় মতামত জানতে কমান্ড হাসপাতালকে নিযুক্ত করল হাইকোর্ট। ১২ সেপ্টেম্বর ফের মামলার শুনানি।

আরও পড়ুন: ১৮ দিন সিজিওতে টানা তলব…! দুর্নীতি প্রশ্নে হোঁচটের পর হোঁচট…! ঠিক কী ভাবে CBI জালে সন্দীপ? চমকে দেবে ঘটনা পরম্পরা!

প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর স্বাস্থ্য রিপোর্ট চায় আদালত, সেই রিপোর্ট কোর্টের কাছে জমা দিয়ে জ্যোতিপ্রিয়র জামিন চান তাঁর আইনজীবী। জ্যোতিপ্রিয়র আইনজীবীর দাবি, জ্যোতিপ্রিয় বারবার অসুস্থ হয়ে পড়ছেন। তাঁর বুকে ব্যথা হচ্ছে। ফলে তাঁকে যেন জামিন দেওয়া হয়। এদিকে, ওই রিপোর্ট জমা দেওয়ার পরই সংশয় প্রকাশ করেছে ইডি।

Partha Anubrata Jyotipriya: পার্থ-অনুব্রত-জ্যোতিপ্রিয় গড়েও ঘাসফুল ঝড়! ‘ম্যাজিক ফ্যাক্টর’ আসলে কী? বলে দিল তৃণমূল

কলকাতা: একাধিক দূর্নীতির অভিযোগ। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক। আর এই নেতাদের নিয়েই গত কয়েক মাস ধরে তুমুল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে লোকসভা ভোটের মতো বড় শক্তি পরীক্ষার সময়েই প্রথম সারির এই নেতাদের অভাবে বেগ পেতে হয়েছে স্থানীয় দলীয় সংগঠনগুলোকেও। ‘দাদাদের’ ছাড়াই বীরভূম থেকে বেহালা ও বারাসতের একাংশে ময়দানে নামে তৃণমূল। তবে ফলাফল সামনে আসতেই দেখা গেল বড় চমক। ব্যক্তি ‘গাইড’ নন, দলীয় সংগঠনের তৈরি গাইডবুকেই দিব্যি পেরিয়ে যাওয়া গেল ভোট বৈতরণী।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন কেষ্ট-বালু-পার্থ, এই তিন নেতার জেলে যাওয়ার পরেও ভোট বাক্সে কোনও প্রভাব পড়েনি তৃণমূলের। সবকটি এলাকাতেই তৃণমূল কংগ্রেস তাদের প্রাপ্ত ভোট এবং জয় ছিনিয়ে আনতে পেরেছে শাসক দল। দীর্ঘদিন ধরেই উত্তর ২৪ পরগণা জেলায় একছত্র দাপট ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই জেলায় বনগাঁ বাদে সব আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আবার অনুব্রত-হীন বীরভূমেও দুই লোকসভা আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম থেকেও ভাল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে কার্যত দুর্নীতি-অভিযোগ ও দাদাদের অনুপস্থিতি কিন্তু সে ভাবে ছুঁতে পারেনি ইভিএমের বোতামকে। এর পিছনে আসল কারণ কী? তৃণমূলের অন্দর অবশ্য সংগঠনকেই গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুন: ‘আজ থেকেই আমি এই কাজ শুরু করছি…’, ভোটের ফলাফল সামনে আসতেই বিস্ফোরক দিলীপ ঘোষ!

প্রসঙ্গত, বীরভূমে তৃণমূল মানেই দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। ২০২২ সালের অগাস্ট মাসে সিবিআইয়ের (CBI) হাতে অনুব্রত গ্রেফতার হন গরু পাচার কেলেঙ্কারি মামলায়। বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি কেষ্ট মণ্ডল। কিন্তু দেখা গেল ‘রাঙা মাটির দেশে’ কেষ্ট মণ্ডলের প্রভাব এতটাই বেশি যে সশরীরে না থেকেও জেলা নির্বাচনী ময়দানে অলক্ষে খেলোয়াড় ছিলেন তিনিই! দেওয়ালে দেওয়ালে লেখা স্লোগানেও জ্বলজ্বল করছিল অনুব্রতর নাম।

আরও পড়ুন: অখিলেশের বাড়িতে অভিষেক, নাড্ডার বাড়িতে শাহ…! নয়া সমীকরণের ইঙ্গিত? NDA-INDIA তৎপরতা তুঙ্গে

অন্যদিকে, হাবড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে। এলাকার সংগঠনের অনেকটাই তাঁর হাতে তৈরি। ফলে নির্বাচনের সময়ে তাঁর অনুপস্থিতির একটা প্রভাব থাকবে বলে ধারণা ছিল দলের অন্দরেও। তবে সেক্ষেত্রেও সে ভাবে দাঁত ফোটাতে পারেনি দুর্নীতি ইস্যু।

দীর্ঘদিন জেলেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় প্রবীণ রাজনীতিক। ভোটের প্রচারে বা সংগঠনের কাজে তাঁর অভিজ্ঞতায় নির্ভর করতেন স্বয়ং দলনেত্রীও। এহেন পার্থর অনুপস্থিতিতে লোকসভা নির্বাচনের অনেক আগে থেকে এই এলাকা দেখার জন্য আলাদা কমিটি গড়ে দেয় রাজ্য নেতৃত্ব। জেলা সভাপতি দেবাশিস কুমারের নেতৃত্বে সেই কমিটিই সবটা নজরে রেখেছে। আর পাশের কেন্দ্র বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় নিজে সংগঠন ও প্রচারের বিষয়টি দেখেছেন। বিশেষ দায়িত্বে আছেন প্রার্থী মালা রায় নিজেও। সর্বোপরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট থেকে জয়, সবটাই হয়েছে মসৃণভাবেই।

Jyotipriya Mallick: ছুটে গেলেন ডাক্তাররা, জেলের মধ্যে কী হল জ্যোতিপ্রিয় মল্লিকের! তুমুল চাঞ্চল্য

কলকাতা: প্রবল গরম বাইরে। আর এরই মধ্যে সংশোধনাগারের মধ্যেই গরমে অসুস্থ হয়ে পড়েছেন রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, শনিবার দুপুরে সংশোধনাগারের মধ্যেই চরম অসুস্থ হয়ে পড়েছেন তিনি। নাক দিয়ে রক্তও পড়ে বলে খবর জেল সূত্রে। প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা প্রাক্তন খাদ্যমন্ত্রীর। এ ছাড়াও হাইপারটেনশন সহ একাধিক সমস্যা থাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

প্রাথমিক ভাবে শারীরিক পরীক্ষা করার পর, প্রেসিডেন্সি জেল হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিক এবং কার্ডিয়োলজিস্ট চিকিৎসকদের ডেকে পাঠানো হয়েছিল। দুপুর থেকে চিকিৎসার পর রাতের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় জ্যোতিপ্রিয়র। জেল সূত্র খবর, অত্যধিক গরমের কারণে প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হয়েছিল।

আরও পড়ুন: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট! চলবে তাপপ্রবাহ! বৃষ্টির দিনক্ষণও জানাল হাওয়া অফিস

সূত্রের খবর, জেল হাসপাতাল বা অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি জ্যোতিপ্রিয়কে। জেলের সেলের মধ্যেই চিকিৎসা হয় তাঁর। দফায় দফায় চিকিৎসকরা এসে দেখে যান তাঁকে। জেল হাসপাতালে চিকিৎসকেরা আপাতত কয়েক দিন পর্যবেক্ষণে রাখবেন জ্যোতিপ্রিয়কে। গত বছর ২৬ অক্টোবর রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

এরপর দিন আদালতে পেশ করা হলে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পরেই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক দিন পরে হাসপাতাল থেকে ইডির হেফাজতে ফেরানো হয় তাঁকে। জেলে অসুস্থ হয়ে পড়ায় গত বছর নভেম্বর মাসে এসএসকেএম হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল জ্যোতিপ্রিয়কে। তার পর থেকে তিনি সেখানেই ছিলেন। চলতি বছর ১৩ জানুয়ারি এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে ফেরানো হয় জ্যোতিপ্রিয়কে। তবে, শনিবার অসুস্থ হলেও তাঁকে বাইরের কোনও হাসপাতালে ভর্তি করানো হয়নি।

Scam: রেশন দুর্নীতিতে বিশ্বজিৎ বসুর নাম! আলোচনায় ৩৫০ কোটি! কে এই বিশ্বজিৎ? পরিচয় শুনলে তাজ্জব হয়ে যাবেন

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় তৃতীয় চার্জশিট পেশ করতে চলেছে ইডি। এই তৃতীয় চার্জশিটে থাকছে ব্যবসায়ী বিশ্বজিৎ বসুর নাম। ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নগদ রেশন বন্টন দুর্নীতি মামলায় ৩৫০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চার্জশিটে সেই বিষয়ে উল্লেখ থাকতে চলেছে।

ইডি সূত্রে দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের এজেন্ট মারফত বিশ্বজিৎ বসুর কাছে টাকা পৌঁছে যেত। এছাড়া হাওয়ালার মাধ্যমেও বিদেশে টাকা পাচার করা হয়েছিল, এই সমস্ত তথ্য উঠে এসেছিল তাঁর বিরুদ্ধে। বিশ্বজিৎ বসুর যে সোনার ব্যবসা ছাড়াও একাধিক ব্যবসার হদিশ মিলেছে নতুন করে, সেই সমস্ত বিষয় উল্লেখ করা থাকবে চার্জশিটে।

আরও পড়ুন: ‘মাছের মাথা আর লেজ’…! NRC-CAA নিয়ে তীব্র ‘কটাক্ষ’, পরিযায়ীদের বিশেষ বার্তা মমতার

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমানের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিয়েছিল ইডি। সেখানে অন্তত ২০ হাজার কোটি টাকা রেশন দুর্নীতি মামলায় বিদেশে পাচার করা হয়েছে বলে ইডি চার্জশিটে উল্লেখ করেছে। ইডি-র দাবি, সেই টাকা শঙ্কর আঢ্য নামে বিদেশে পাচার করা হয়েছে। সেই সূত্রেই শঙ্করকে গ্রেফতার করা হয়। শঙ্করের নামও দ্বিতীয় চার্জশিটে উল্লেখ করে ইডি।

এবার তৃতীয় চার্জশিটে থাকতে চলেছে বিশ্বজিৎ বসুর নাম। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বিশ্বজিৎ পাঁচ শতাংশ কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির টাকা বিদেশ পাচারে কাজ করতেন। ২০১৪-২০১৫ সালে রেশন দুর্নীতির সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন তিনি। ইডি’র অভিযোগ, এজেন্ট মারফত জ্যোতিপ্রিয়র রেশন দুর্নীতির নগদ টাকা পৌঁছে যেত এই ব্যবসায়ীর কাছে। এরপর তিনি সেই টাকা বিদেশে পাঠিয়ে দিতেন হাওয়ালার মাধ্যমে বলে অভিযোগ।