স্পেশাল অবজারভারদের দায়িত্ব কী?

Election 2024: স্পেশাল অবজারভারদের দায়িত্ব কী? বাংলা-সহ ৬ রাজ্যের ‘পর্যবেক্ষকদের’ বড় কাজ বাতলে দিল কমিশন!

নয়াদিল্লি: স্পেশাল অবজারভারদের কী কী দায়িত্ব? তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ, বিহার, ওডিশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের জন্য এবার বিশেষ পুলিশ এবং সাধারণ পর্যবেক্ষক নিযুক্ত করেছে কমিশন। একইরকম ভাবে বিশেষ ‘এক্সপেন্ডিচার’ অবজারভার নিয়োগ করা হয়েছে পাঁচ রাজ্যের জন্য।

কী কী কাজ তাঁদের—
* সংশ্লিষ্ট রাজ্যের হেড কোয়ার্টারে থাকবেন তাঁরা। প্রয়োজন মতো সংবেদনশীল জায়গায় যাবেন।

* ⁠সীমান্তবর্তী এলাকার দিকে বাড়তি গুরুত্ব দেবেন

* ⁠স্থানীয় নোডাল এজেন্সিদের থেকে নিয়মিত ইনপুট নেবেন

* ⁠প্রত্যেক লোকসভা কেন্দ্রের অবজারভারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। প্রয়োজন মতো তাঁদের থেকে ইনপুট নেবেন

কমিশনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছ নির্বাচন করানো, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, সব পক্ষের উপর নজর রাখাই কাজ হবে এই স্পেশাল অবজারভারদের কাজ। কিন্তু প্রশ্ন হল, কেবল মাত্র এই কটি রাজ্যেই কেন স্পেশাল অবজারভাররা আসছেন? কমিশনের যুক্তি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্রের জনসংখ্যা ৭ কোটির উপরে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ ও ওডিশায় একইসঙ্গে চলবে বিধানসভা নির্বাচনও। তাই স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে এই দুই রাজ্যেও।

মৈত্রেয়ী ভট্টাচার্য