Tag Archives: Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: প্রার্থীদের কাছে এই গ্রামের বাসিন্দাদের দাবি শুনলে চমকে উঠবেন!

বীরভূম: আগামী ১৩ মে বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। তার আগে এখানকার মানুষজনের দাবি-দাওয়া কী, তাঁরা কেমন আছেন, রাজনৈতিক দলগুলোর থেকে কী চাইছেন তা নিয়ে খোঁজ নিলাম আমরা। আর সেখানেই উঠে এল এক চমকে দেওয়া ছবি।

ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের বলুর, নারায়নঘাঁটি ও আকলপুর গ্রামের মানুষের সঙ্গে কথা বলি আমরা। এখানকার গ্রামবাসীরা জানিয়েছেন, কোন দলের প্রার্থী জিতবে তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই। শুধু এলাকার উন্নয়ন চান তাঁরা। গত কয়েক বছরে এলাকায় রাস্তাঘাট, পানীয় জল সহ নানান পরিষেবার উন্নতি ঘটেছে। তবে এই কৃষি প্রধান এলাকায় জল সেচের বড় সমস্যা আছে। চাষের মরশুমে পর্যাপ্ত জল পাওয়া যায় না বলে এলাকাবাসীর অভিযোগ। আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্র থেকে জিতে যিনিই সাংসদ হন না কেন তাঁর কাছে এখানকার মানুষের একটাই দাবি, জল সেচের পরিকাঠামোর উন্নতি করার পাশাপাশি এলাকার কৃষকরা এই কাজে সোলার ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ পেতে চাইছেন। কারণ তাতে খরচ কমবে বলে তাঁদের ধারণা।

আরও পড়ুন: কালবৈশাখীর আগে সিঁদুরে মেঘ! দু’বছর আগের অভিজ্ঞতা আবার হবে না তো?

এই এলাকার গ্রাম গ্রামগুলোতে ঘুরে আমরাও দেখলাম, চাষযোগ্য জমিতে ঠিকমত জল সেচের ব্যবস্থা নেই। বাম আমলের তৈরি পাকা নালার আজ ভগ্নদশা। এখনও বিভিন্ন চাষযোগ্য জমিগুলোতে পাকা নালার অভাবে ঠিকমত হচ্ছে না চাষ।

সৌভিক রায়

Lok Sabha Election 2024: বাড়িতেই বুথ! ঘরে বসে দিব্যি ভোট দিলেন এই জেলার ভোটাররা

নদিয়া: আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে নদিয়ার দুই লোকসভা কেন্দ্রে। তারই প্রাক্কালে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন।

নদিয়ার বিভিন্ন এলাকার প্রবীণ নাগরিকেরা নিজের বাড়িতে বসে এভাবে ভোট দিতে পেরে খুশি। পোলিং অফিসার, সেক্টর ইন্সপেক্টর কেন্দ্রীয় বাহিনী, স্থানীয় বিএলও এবং বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের নিয়ে বাড়ি বাড়ি ভোট সংগ্রহ করা হয়।তবে সাধারণ মানুষের ক্ষেত্রে তা আগ্রহের বিষয় হলেও এলাকায় ঘুরে ঘুরে এই ভোট গ্রহণ ছিল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। সে ক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রভাববিহীন ভোট দান করতে পেরেছেন বলেই জানিয়েছেন ভোটাররা।

আরও পড়ুন: আগে এসেছিলেন শুভেন্দু, সভা শুরুর আগে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করল তৃণমূল

নির্বাচন কমিশন সূত্রে খবর, চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এক বা দুজন রাজ্য পুলিশের কর্মীকে নিয়ে প্রতি টিম এ থাকছেন দু’জন পোলিং অফিসার, একজন মাইক্রো অবজার্ভার, একজন ভিডিওগ্রাফার এবং গোটা প্রক্রিয়া সুপারভাইস করার জন্য সেক্টর অফিসার। সকাল আটটা থেকে ভোট গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু করা হয় সেন্টার থেকে। একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন এই সেন্টারে। যদিও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে আঁটোসাঁটো করা ছিল নিরাপত্তা ব্যবস্থা। একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

মৈনাক দেবনাথ

Lok Sabha Election 2024: আগে এসেছিলেন শুভেন্দু, সভা শুরুর আগে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করল তৃণমূল

দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল কংগ্রেসের হাইভোল্টেজ সভা। সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে আগেই। সভা শুরুর জন্য অপেক্ষা করছে সকলে। কিন্তু তখনই দেখা গেল গোটা মাঠ জুড়ে গঙ্গা জল ছিটোতে শুরু করেছেন একদল মহিলা! ব্যাপারটা ঠিক কী?

খোঁজ নিয়ে জানা গেল শতাধিক মহিলা গঙ্গাজল নিয়ে আসছেন মাঠে। সভা শুরুর আগে মাঠ ধোওয়া হবে। এরপরই শুরু হবে সভা। এমনই দৃশ্য নজরে এলো দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে। আসলে কৃষ্ণচন্দ্রপুর বিবেক ময়দানে কয়েকদিন আগেই তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সেই একই মাঠে সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সভা শুরুর আগে তৃণমূলের মহিলা কর্মীরা গঙ্গাজল ছিটিয়ে গোটা জায়গাটিকে ‘পরিশুদ্ধ’ করেন।

আরও পড়ুন: কচি নয়, এখানে লাউ পাকলে তবেই বিক্রি হয়! মেলে বেশি দাম

এই মাঠ শুদ্ধিকরণের জন্য স্থানীয় পাতালগঙ্গা থেকে মেয়েরা জল নিয়ে আসে। লাইনে দিয়ে জল ছড়িয়ে ছড়িয়ে মাঠে আসতে থাকে তারা। এরপর এই মাঠের চারিদিকে জল ছড়ায়। এরপর স্টেজেও জল ছড়ায়। তারপরই শুরু হয় তৃণমূলের সমাবেশ। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়িক লাভলি মৈত্র বলেন, বাংলার যেখানে যেখানে শুভেন্দু অধিকারী যাবেন, সেই মাটি ধুতেই হবে। এই উদ্যোগ বাংলার মায়েদেরই নিতে হবে।

নবাব মল্লিক

105 Years Old Voter: দেশের ১ম লোকসভা নির্বাচনের ভোটার! কিন্তু এবার ভোট দিতে চান না ১০৫ বছরের বৃদ্ধ, অভিমানের কারণ শুনে চোখে জল আসবে

হলদিয়া: যে কোনও নির্বাচনে নিয়ম করে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। কিন্তু এবার লোকসভা ভোটের আগে অভিমান জেলার সবচেয়ে বয়স্ক ভোটারের। পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ ২৫ মে। তমলুক লোকসভার অন্তর্গত সুতাহাটা ব্লকের পরেশ চন্দ্র বেতাল। বয়স ১০৫ বছর ছুঁই ছুঁই। প্রতিবার যে কোনও নির্বাচনে নিজের বুথ কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। কিন্তু এবার ভোট দিতে উৎসাহিত নন তিনি। এবার লোকসভা নির্বাচনে ভোট দিতে অভিমান করেছেন জেলার এই প্রবীণ ভোটার। আর এই অভিমানের কারণ শুনলে অবাক হবেন আপনিও!

স্বাধীনতার পর যতগুলি নির্বাচন হয়েছে, তাঁর অংশগ্রহণ নজির গড়েছে। এমন মানুষ নির্বাচন কমিশনের ভোটদান নিয়ে মডেল হতে পারেন। শতায়ু পরেশচন্দ্র বেতাল হেঁটেই যান ভোট কেন্দ্রে। গত বছর পঞ্চায়েত ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রে নিজেই লাঠি ঠুকে ঠুকে বুথ কেন্দ্রে পৌঁছে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে দিয়েছেন ভোট। কিন্তু তিনি এবার ভোট দেওয়ার বিষয়ে অভিমান করেছেন।

কোনওরকম সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ার কারণে অভিমান হয়েছে তাঁর। পরেশ চন্দ্র বেতালের অভিযোগ, তিনি পান না বার্ধক্য ভাতা, এমনকি চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে তাঁর রেশন।

আরও পড়ুন: ‘হীরক রাজা’ হলেন রুদ্রনীল, আসল লক্ষ্য কিন্তু ‘হীরক রানি’! কে সে? তোলপাড় ফেলে দিলেন অভিনেতা

গরমের মধ্যেও বাড়ির বাইরে বসে শুকনো নারকেল পাতা ছাড়াচ্ছেন। চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। শরীর খুব ভাল নেই। কিন্ত বিশ্রাম নিতে চান না তিনি। বরং কাজের মধ্যেই আরাম পান ওই শতায়ু বৃদ্ধ। হলদিয়ার কিশমত শিবরামনগর গ্রামের বাসিন্দা ১০৫ বছরের পরেশচন্দ্র বেতাল। বৃদ্ধের দাবি, রেশন বন্ধ হয়ে গিয়েছে, মৃত্যুকালে পৌঁছে গেলেও বার্ধক্য ভাতা পান না। তাই আর ভোট দেওয়ার ইচ্ছে নেই। এতদিন ভোট দিয়ে এসেছি অথচ সেভাবে সরকারি সুযোগ সুবিধা কিছুই পাননি। কাকে ভোট দেবেন তিনি খুঁজে পাচ্ছে না? কারণ কেউ তো আর তাঁর কথা রাখল না।

বৃদ্ধের স্মৃতিচারণে উঠে আসে ভারত ছাড়ো আন্দোলনের কথা। উঠে আসে দেশের প্রথম নির্বাচনের কথা। আদ্যোপান্ত কংগ্রেসি ভাবধারায় বিশ্বাসী পরেশ চন্দ্র ১৯৫২ সালের প্রথম নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সতীশ চন্দ্র সামন্তকে ভোট দিয়েছিলেন বলে জানান।

জানা যায়, বৃদ্ধ রেশন পেতেন। কিন্ত বর্তমানে রেশনের দোকানে রেশন তুলতে হলে হাতের আঙুলের ছাপ চাই। বয়সের জন্য হাতের সব আঙুল বেঁকে গিয়েছে এবং হাতের রেখাও অস্পষ্ট। তাই হাতের ছাপ মেলে না বলেই রেশন চূড়ান্ত অনিশ্চয়তায়। একই কারণে ব্যাংকের অ্যাকাউন্ট নতুন করে না খুলতে পারায় বার্ধক্য ভাতাও মেলেনি। হলদিয়ার শতায়ু বৃদ্ধ ভোটার চাইছেন কখনও তাঁর কেন্দ্রের প্রার্থীদের সামনে পেলে জানাবেন তিনি কতদিন আর বাঁচবেন, অন্তত বার্ধক্য ভাতাটা তাঁকে যেন দেওয়া হয়। এ বিষয়ে হলদিয়া ব্লকের বিডিও জানান, ওই বৃদ্ধের রেশন ব্যবস্থা যাতে দ্রুতই চালু হয় সেই ব্যবস্থা তারা করছে। চলতি মে মাস থেকেই রেশন ব্যবস্থা চালু হয়ে যাবে। বৃদ্ধ পরেশ চন্দ্র বেতালের জন্য বার্ধক্য ভাতা চালু করতে ব্যাংকের সঙ্গে কথা বলবেন।’

শতায়ু এই ভোটারের স্মৃতিতে উঠে আসে স্বাধীনতা সংগ্রামের ভারত ছাড়ো আন্দোলনের নানা কাহিনি। উঠে আসে গান্ধিজির প্রসঙ্গ। স্মৃতিচারণে বৃদ্ধ জানার গান্ধিজি যখন মহিষাদলে এসেছিলেন, তাকে দেখতে তিনিও গিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় সুতাহাটা থানা অভিযানে ও অংশগ্রহণ করেছিলেন তিনি। দেশের প্রথম লোকসভা নির্বাচনের পর পর যত নির্বাচন হয়েছে তিনি কংগ্রেস ভাবধারায় বিশ্বাসী হয়ে ভোট দিয়ে এসেছেন। তবে এবার ভোট দিতে অভিমান করেছেন পরেশ চন্দ্র বেতাল।

সৈকত শী

Lok Sabha Election 2024: সভা থেকে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনায় আহত ২০ তৃণমূল সমর্থক

দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের শাসক দল তৃণমূলের নির্বাচনী সভা সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন ২০ জন। রায়দিঘির ঘটনা। ইঞ্জিন ভ্যান উলটে ২০ জন তৃণমূল কর্মী-সমর্থক আহত হন।

মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদারের সমর্থনে সভা ছিল। সেই সভা সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তৃণমূল কর্মীর সমর্থকরা। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন তৃণমূল প্রার্থী বাপী হালদার। সূত্রের খবর, রায়দিঘির মান্নার চকের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ইঞ্জিনভ্যানটির সামনে একটি বাইক চলে এসেছিল। তাকে বাঁচানোর জন্য ইঞ্জিনভ্যানের চালক সজোরে ব্রেক কষেন। তাতেই ইঞ্জিনভ্যানটি উল্টে যায়।

আরও পড়ুন: বাঘের আক্রমণে নয়, নদীতে মাছ ধরতে গিয়ে অন্য কারণে সুন্দরবনের মৎস্যজীবীর মৃত্যু

ওই ইঞ্জিনভ্যানের পিছনে পিছনে আসা আরও একটি ভ্যান’ও এরফলে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর আশেপাশে থাকা তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান। আহতরা সকলেই দিঘিরপাড়ের বকুলতলা গ্রামের বাসিন্দা। আহত ২০ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ডায়মন্ডহারবার মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান বিধায়ক অলক জলদাতা। গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপী হালদার। এই ঘটনার পর বৃহস্পতিবার বাপী হালদার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

নবাব মল্লিক

Lok Sabha Election 2024: যোগ্যতা অনুযায়ী চাই কর্মসংস্থান! আর কী কী দাবি নতুন ভোটারদের?

পশ্চিম মেদিনীপুর: হাতেগোনা কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন। পক্ষ-প্রতিপক্ষ, প্রচার-পাল্টা প্রচার মিলিয়ে বেশ জমজমাট রাজ্য-রাজনীতি। সাধারণ মানুষের ভোটে জিতে কোনও একটি রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে গিয়ে মানুষের হয়ে সাওয়াল করবেন। তুলে ধরবেন তার লোকসভা এলাকার নানান সমস্যার কথা। তবে নির্বাচনে ভোটার তালিকায় রয়েছে যুবরাও। যারা প্রায় ছাত্র এবং নতুন ভোটার।

স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে শিক্ষাক্ষেত্রে উন্নতির দাবি জানিয়েছেন সকলে। ১৮ বছর অতিক্রম হলেই বেশিরভাগ ছেলেমেয়ে কলেজে ভর্তি হয়। সেক্ষেত্রে তাদের উপর চাপে সাংসারিক দায়বদ্ধতা এবং নিজের পড়াশোনার উন্নতি। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে যুব প্রজন্মের দাবি, পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন পর্যাপ্ত বৃত্তি, যাতে পড়াশোনাটা স্বপ্ন না হয়ে বাস্তব রূপ পায়।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

এছাড়াও বর্তমান দিনে প্রতিটি ব্লকে রয়েছে একটি করে কলেজ এবং গ্রাম কিংবা শহরে রয়েছে বিদ্যালয়ও। প্রাথমিকভাবে পড়াশোনার পরিকাঠামো থাকলেও বিভিন্ন বৃত্তিমূলক পড়াশোনাবা উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা সুগমের দাবি জানিয়েছেন সকলে। কেউ দ্বিতীয়বার, কেউ আবার প্রথমবার ভোট দেবে। স্বাভাবিকভাবে ভোটের নানা গল্প শুনেছে তারা কিন্তু বাস্তবে তাদের কাছে বেশ রোমাঞ্চকর ভোট দান।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

তবে ভোট দেওয়ার পরে প্রতিটি মানুষেরই দাবি থাকে। নতুন ভোটার বা যুব প্রজন্মের মূল দাবি শিক্ষা ক্ষেত্রে উন্নতি এবং কর্মসংস্থান। ছাত্রী তথা নতুন ভোটার ভাস্বতি সাহু, তপতী শী রা বলেন, নতুন ভোটার যারা হয় তারা মূলত হয় শিক্ষার্থী তাই শিক্ষা ক্ষেত্রে উন্নতি এবং কর্মসংস্থান প্রয়োজন। তবে এই দাবি কতটা সফল হয় তার আশায় সকলে।

রঞ্জন চন্দ

Lok Sabha Election 2024: নেতাজিকে প্রণাম করে সুভাষগ্রামে প্রচারে সৃজন

দক্ষিণ ২৪ পরগনার: সুভাষগ্রামের নাম উঠলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা মনে পড়ে যায়। এটি হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ভিটে। সুভাষগ্রামের কোদালিয়াতে তাঁর পৈতৃক ভিটে। আর সেই থেকে এলাকার নাম সুভাষগ্রাম হয়ে ওঠে। সেখানেই এবার ভোট প্রচারে গেলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজীর পৈত্রিক ভিটেতে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করে আশেপাশের এলাকায় প্রচার করেন যাদবপুর কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি এদিন সুভাষগ্রাম এলাকার প্রতিটা মানুষের সঙ্গে দেখা করে ভোট দেওয়ার আহ্বান জানায় এবং এদিন তিনি প্রচারের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেন রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধানের সঙ্গে।

আরও পড়ুন: গাছের ডালে বাঁধা হাঁড়িতে রাখা জল মেটাচ্ছে পাখিদের তৃষ্ণা

পরে সৃজন বলেন, প্রচারের পথে তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের বাড়ি পড়লে সেখানে গিয়েও ভোট চাইবেন। তিনি জানান, যাদবপুরের সব ভোটারের কাছে যাচ্ছেন। তাই কে তৃণমূল, কে বিজেপি দেখছেন না। নেতাজীর মুর্তিতে মাল্যদান করে তিনি বলেন, বাংলার এইসব আইকনরা আর‌এস‌এস-এর হাতে পড়ে বিপন্ন হয়ে পড়েছে। তিনি বাংলার এই ঐতিহ্য বজায় রাখার লড়াই’ও লড়ছেন।

সুমন সাহা

Lok Sabha Election 2024: আসানসোলে শত্রুঘ্ন’র প্রচারে চমক

পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে তৃণমূল ও বিজেপির হাইভোল্টেজ প্রচার শেষ হতেই আসানসোলে প্রচারে চমক দেখালেন বলিউডের ‘শটগান’ তথা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। করলেন বর্ণাঢ্য রোড শো। বারাবনি বিধানসভার আছড়ায় তৃণমূলের কার্যালয় থেকে রূপনারায়নপুরের দলীয় কার্যালয় পর্যন্ত রোড শো হয়। সঙ্গে ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। হুড খোলা গাড়িতে উঠে কর্মী সমর্থকদের অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে প্রচার সারেন শত্রুঘ্ন সিনহা।

এদিন প্রচারে দেখা গিয়েছেন নানা রকমচমক। শত্রুঘ্ন সিনহার প্রচারে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের কাটআউট হাতে নিয়ে হাজির থাকতে দেখা গিয়েছে। আবার তৃণমূল প্রার্থীর প্রচারে বিভিন্ন রকম সাজে দেখা গিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের।তাছাড়াও এদিন তৃণমূল প্রার্থীর প্রচারে ছিল গানবাজনার চমক। তারকা অভিনেতার প্রচারে দেখা গিয়েছে ব্যান্ড পার্টি। সবমিলিয়ে আসানসোলে শত্রুঘ্ন সিনহার প্রচার ঘিরে কার্যত উৎসবের মেজাজে দেখা যায় তৃণমূল নেতাকর্মীদের।

আরও পড়ুন: ভারতের এই রেস্তোরাঁয় অতিথিদের খেতে দিচ্ছে রোবট ‘পালকি’!

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারের দিন যত শেষ হয়ে আসছে, ততই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রার্থীদের হয়ে প্রচার করছেন দলের শীর্ষ নেতা-নেত্রীরা। পাশাপাশি সমস্ত প্রার্থীরা প্রচারে নিজেদের সেরা দিতে চাইছেন। সেই কারণেই প্রচারে নানা রকম চমক দেখা দিচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রচারের একদম শেষ পর্যায়ে এসে চমক আরও বাড়বে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। কিন্তু সেই হারানো মাটি ফিরে পেতে চাইছে বিজেপি। বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ছুটছেন। সোমবার সকালে তিনি বারাবনি বিধানসভা এলাকায় প্রচারে গিয়ে চমক দিয়েছেন। মালা পড়িয়েছেন তৃণমূল নেতার মূর্তিতে। আর সেদিনই এলাকায় প্রচারে অন্যরকম চমক দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

নয়ন ঘোষ

Lok Sabha Election 2024: ভোটের পর জমিদারদের তৈরি এই প্রাচীন মন্দিরের সংস্কার চায় গোটা গ্রাম

বীরভূম: দিন গোনার প্রহর শুরু, হাতে আর মাত্র চারটে দিন। তারই মধ্যে দিনরাত এক করে চলছে রাজনৈতিক দলগুলির ভোট প্রচার। আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট গ্রহণ হবে বীরভূমের দুটি লোকসভা আসনে। এই শেষ বেলায় এসে প্রচারে এতটুকু ঢিলে দিতে রাজি নয় কোন‌ও রাজনৈতিক দল। তবে এই প্রচার পর্বেই বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের। নানান দাবির কথা উঠে আসছে

এই নির্বাচনে যারা রায়দান করবেন সেই জনতা জনার্দন কেমন আছে? তা জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুর লোকসভার অন্তর্গত ময়ূরেশ্বর জমিদারি গ্রামে। আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন প্রিয়া সাহা, তৃণমূলের প্রার্থী এখানকার বিদায়ী সাংসদ অসিতকুমার মাল এবং সিপিএম প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে।

আরও পড়ুন: গ্রামের ভরসাতেই টিকে হাতপাখা

একসময় জমিদাররা এই গ্রামে বসবাস করতেন। তা থেকেই এমন নামকরণ। এই গ্রামের মধ্যেই অবস্থিত রয়েছে জমিদারদের তৈরি করে যাওয়া সর্বমঙ্গলা মন্দির। তবে কালের করাল গ্রাসে একদিকে যখন জমিদারদের আধিপত্য কমেছে, ঠিক তেমনই এই মন্দিরের অবস্থাও ভগ্নপ্রায়। জমিদার আমলের এই সর্বমঙ্গলা মন্দির আজ প্রায় ধ্বংসের পথে। এই অবস্থায় লোকসভা ভোটের আগে বীরভূমের এই গ্রামের বাসিন্দারা চাইছেন, যে প্রার্থীই জয়ী হোক না কেন অতি প্রাচীন এই সর্বমঙ্গলা মন্দির সংস্কারের দায়িত্ব যেন নেয়। এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে হাজার অজানা ইতিহাস। দুর্গাপুজোর পর দ্বাদশীর দিন এই মন্দিরে বড় পুজোর আয়োজন করা হয়। এলাকার বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে প্রায় কয়েক হাজার মানুষ এখানে ভোগ গ্রহণ করতে আসেন।

সৌভিক রায়

Lok Sabha Election 2024: তৃতীয় দফাতেই ভোট আসানসোলে!

তৃতীয় দফার ভোট গ্রহণের দিন অবাক কাণ্ড আসানসোলে। সেখানেও চলল ভোটগ্রহণ। চতুর্থ দফায় ভোট হবে আসানসোলেন। কিন্তু তার আগে হয়ে গেল বিশেষ ভোট।
তৃতীয় দফার ভোট গ্রহণের দিন অবাক কাণ্ড আসানসোলে। সেখানেও চলল ভোটগ্রহণ। চতুর্থ দফায় ভোট হবে আসানসোলেন।
কিন্তু তার আগে হয়ে গেল বিশেষ ভোট।
আসানসোলে এদিন ছিল পোস্টাল ব্যালটের ভোট। যে সমস্ত সরকারি কর্মচারীরা নির্বাচনের কাজে যুক্ত থাকবেন এদিন তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল আসানসোলে।
আসানসোলে এদিন ছিল পোস্টাল ব্যালটের ভোট। যে সমস্ত সরকারি কর্মচারীরা নির্বাচনের কাজে যুক্ত থাকবেন এদিন তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল আসানসোলে।
আসানসোলের ডিএভি স্কুলে পোস্টাল ব্যালটের ভোটদানের ব্যবস্থা করা হয়েছিল। সকাল থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ পর্ব। ছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও।
আসানসোলের ডিএভি স্কুলে পোস্টাল ব্যালটের ভোটদানের ব্যবস্থা করা হয়েছিল। সকাল থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ পর্ব। ছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও।
প্রসঙ্গত, সকাল ন'টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। ৭ মে থেকে ৯ মে পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে।
প্রসঙ্গত, সকাল ন’টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। ৭ মে থেকে ৯ মে পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে।
উল্লেখযোগ্য, চলতি বছরে সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফে।
উল্লেখযোগ্য, চলতি বছরে সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফে।