তৃণমূল প্রার্থী জুন

Loksabha Election 2024: বেজে গিয়েছে নির্বাচনের দামামা! ঢাক বাজিয়ে, মন্দিরে পুজো দিয়ে প্রচার জুনের

পশ্চিম মেদিনীপুর: শিয়রে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে জোর বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে প্রচার চালাচ্ছে বিভিন্ন  দলের প্রার্থীরা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। অপরদিকে বিপক্ষ প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। স্বাভাবিকভাবে দুই দলের জোর টক্কর শুরু হয়েছে। প্রচারে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

বুধবার, মেদিনীপুর শহরের বটতলা চকে কালী মন্দিরে পুজো দিয়ে দলীয় প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এরপর পুজো দিয়ে এক কর্মীর বাইকে চেপে এলাকা ঘোরেন তিনি। পাশাপাশি লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ সারেন প্রার্থী।

পাশাপাশি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল আকারের দলীয়পতাকা হাতে নিয়ে মেদিনীপুর শহরে প্রচার চালান তৃণমূল প্রার্থী। বেশ কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে ঢাক বাজিয়ে প্রচার করেন জুন। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার বিপক্ষ প্রার্থী অগ্নিমিত্রা পালকে বন্ধু বলেও সম্মোধন করেন। বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। কখনও পায়ে হেঁটে আবার কখনও টোটোতে চেপে এলাকায় ঘুরেন। এছাড়াও একাধিক মন্দিরে পুজো এবং আরতিও করেন প্রার্থী। স্বাভাবিকভাবে এই নির্বাচনী কেন্দ্রে কে জয়লাভ করে তা দেখার।

নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে মরিয়া শাসক বিরোধী দুইপক্ষ। দুই বিরোধী রাজনৈতিক দলের দুই প্রার্থীই এখানে মহিলা এবং বিধায়ক। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

রঞ্জন চন্দ