দিল্লি যাচ্ছেন রাজ্যপাল

Lok Sabha Election 2024: বিধিভঙ্গ হতে পারে! ভোটের সময় রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার পরামর্শ কমিশনের

কলকাতা: ভোট চলাকালীন রাজ্যপালের গতিবিধি নিয়ে একাধিক নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ রাজ্যপাল বলেছিলেন, তিনি কোচবিহাত যেতে চান৷ কিন্তু সেই নিয়ে বিরোধিতা প্রকাশ করেছিল তৃণমূল৷ নির্বাচন কমিশনও জানিয়ে দিল, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে রাজ্যপাল উত্তরবঙ্গে গেলে৷ এখন ভোটের প্রচারকার্য শেষ হয়েছে, সেখানে চলছে সাইলেন্স পিরিয়ড৷ তাই সেখানে ভোটার ছাড়া আর কেউ যেতে পারবেন না৷ রাজ্যপাল গেলেও তা বিধিভঙ্গের সামিল হবে৷

LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট

মনে রাখতে হবে, শুক্রবার রাজ্যে হতে চলেছে প্রথম দফায় নির্বাচন৷ নির্বাচন হবে রাজ্যের তিনটি আসন, কোচবিহার, আলিপুরদুয়ার ও কোচবিহারে৷ রাজ্যপাল এর মধ্যে বলেছিলেন, তিনি যেতে চান কোচবিহার জেলায়৷ সেখানে নির্বাচনের আয়োজন খতিয়ে দেখবেন, নিরাপত্তা ব্যবস্থা দেখবেন৷ সেই সফর নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল৷ এ বার কমিশনও সেই সফরে নিষেধাজ্ঞা দিল৷

কোচবিহার বারংবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে৷ শেষ বারের ভোটে শীতলখুচিতে গুলি চালনার ঘটনা নিয়ে কার্যত তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহলে৷ সেখানেই এ বার নির্বাচন৷ স্বাভাবিক ভাবে শান্তি-শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন আছে৷ এ ছাড়া, ভোটের আগে শীতলখুচিতে বুধবারও রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দিয়েছে৷ সেখানে তৃণমূলের কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ সব মিলিয়ে কোচবিহার উত্তপ্ত রয়েছেন৷

নির্বাচনী আচরণবিধির পাশাপাশি, রাজ্যপালের সে জেলায় না যাওয়ার পিছনে কমিশনের থেকে এই কারণও দেওয়া হয়েছে, যে সেখানে রাজ্যপালের জন্য নির্বাচনের মধ্যে যথেষ্ট নিরাপত্তা আয়োজন করা সম্ভব নয়, সেই কারণেও এই সফর বাতিল করতে বলা হয়েছে৷

LIVE | West Bengal Lok Sabha Election 2024 Phase one Voting in Cooch Behar, Alipurduar and Jalpaiguri