Election 2024 Voting Updates: ৩ টে পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল ত্রিপুরায়, তারপর মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, শেষে মহারাষ্ট্র

নয়াদিল্লি: ভোট শতাংশের বিচারে দুপুর তিনটে পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল ত্রিপুরায়৷ সেখানে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে মোট ৬৮.৯২ শতাংশ৷ আর তার পরে ভোটের হারের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে মণিপুর, সেখানে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬৮.৪৮ শতাংশ৷ উত্তরপূর্বের এই দুই রাজ্যই শতাংশের বিচারে তৈরি তালিকায় রয়েছে প্রথম দু’টি স্থানে৷

পিছিয়ে নেয় পশ্চিমবঙ্গও৷ আজ, শুক্রবার পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসনে ভোট হচ্ছে৷ এর মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্র৷ এই কেন্দ্রগুলিতে কোথাও-কোথাও ত্রিমুখী লড়াই হচ্ছে বলেও রাজনৈতিক মহলের মত৷ এই তিন কেন্দ্রে সব মিলিয়ে ভোটের হার রয়েছে দুপুর তিনটে পর্যন্ত ৬০.৬০ শতাংশ৷ এর পরে রয়েছে উত্তরপূর্বের রাজ্য অসম৷ সেখানে ভোটের হার তিনটে পর্যন্ত ৬০.৩২ শতাংশ৷

আরও পড়ুন –  West Bengal Lok Sabha Election 2024 LIVE: বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল! হাইকোর্টের দ্বারস্থ দেবাশিস ধর

একদিকে প্রচণ্ড গরম, তীব্র জলকষ্ট, কোথাও কোথাও তাপমাত্রার দাপটে ভোট কম পড়েছে বলে মনে করা হচ্ছে৷ বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে ভোটের হার অনেকটাই কম৷ মাঝামাঝি, ভোটের হারের পরিমাণ কর্নাটক, কেরল, জম্মু ও কাশ্মীরে৷ সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, ভোটের শতাংশের হিসাব ৪৩.০১৷ উত্তরপ্রদেশে তিনটে পর্যন্ত ভোটের হারের পরিমাণ ৪৪.১৩ শতাংশ৷

তবে পশ্চিমবঙ্গে ভোটের হাল সেই হিসাবে ভাল বলাই চলে৷ তাপমাত্রার পারদ মাথাছাড়া থাকা সত্ত্বেও রাজ্যের তিনকেন্দ্রে ভোটের শতাংশের হিসাব ৬০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে৷ এ বার দেখার, নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ভোটের শতাংশের হিসাব কোথায় গিয়ে দাঁড়ায়৷