প্রতীকী ছবি

পিঠে জ্বলন্ত রড, হাতির মৃত্যু ঘিরে তোলপাড় ঝাড়গ্রাম! বনমন্ত্রীর বিরুদ্ধেও তুমুল ক্ষোভ

ঝাড়গ্রাম: পিঠে জ্বলন্ত রড দিয়ে হামলা, সেই আহত হাতির মৃত্যু হল শুক্রবার। গতকাল হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে গুরতর আহত করে হুলা সদস্যরা। তারপরেই অভিযোগ ওঠে বনমন্ত্রী বিরবাহা হাঁসদার বিরুদ্ধে। টাকা নিয়ে যোগ্য লোকেদের বাদ দিয়ে অনভিজ্ঞ লোক নিয়োগ হয়েছে বলে দাবি তোলা হয়।

বৃহস্পতিবার সকালে দুটি শাবক নিয়ে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ে পাঁচটি হাতির একটি দল। হামলায় মারা যায় এক ব্যাক্তির। এরপরেই ডাক পড়ে হুলা পার্টির। অভিযোগ, অগোছালো কাজের ফলে হাতিকে শহর থেকে বার করা সম্ভব হয়নি। একটি হাতিকে ঘুম পাড়ানি গুলি করে অন্যত্র সরানো হয়। হুলা পার্টির সদস্যদের রডের আঘাতে আর এক হাতির জখম হওয়া ঘিরে গতকাল দিনভর তুলকালাম কাণ্ড চলে। আহত হাতির মৃত্যু হয় আজ। অনভিজ্ঞ লোক দ্বারা তৈরি হুলা টিমের জন্য হাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বনমন্ত্রীর বিরুদ্ধে বাড়তে থাকে ক্ষোভ।

অভিযোগ,  হুলা দলের এক সদস্য হাতির পিঠে রড ঢুকিয়ে দিলে উত্তেজনা ছড়ায়। অনভিজ্ঞ হুলাদের সেখান থেকে বার করে দেওয়ার দাবি ওঠে। ঘেরাও করা হয় বনদফতরের কর্মীদের। শুরু হয় চিকিৎসা। তবে শেষ রক্ষা হয়নি।