প্রস্তুতি ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের, নজর কাড়লেন ডহার্থি

ইমামি ইস্টবেঙ্গল -৩
( সুহের, মহেশ, এলিয়ান্দ্র )

জর্জ টেলিগ্রাফ – ০

#কলকাতা: ডুরান্ড কাপ অতীত। কলকাতা লিগ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। সুপার সিক্স পর্ব থেকে খেলবে তারা। প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে। কোচ স্টিফেন কনস্ট্যানটাইন দায়িত্ব নেওয়ার পর থেকেই জানিয়ে দিয়েছিলেন যে কোনও দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে ভয় পাবে। চ্যাম্পিয়ন হবেন কিনা আইএসএলে পরের ব্যাপার। কিন্তু লড়াকু ফুটবল উপহার দেবে লাল হলুদ।

আজ রবিবার একটি প্রস্তুতি ম্যাচ রেখেছিল ইস্টবেঙ্গল। এআইএফএফ সেন্টার অফ এক্সিলেন্স মাঠে তাদের প্রতিপক্ষ ছিল জর্জ টেলিগ্রাফ। যদিও প্রতিপক্ষ দল একেবারেই শক্তিহীন, তবুও ফুটবলারদের দেখে নিতে এমন ম্যাচের দরকার আছে মনে করেন কোচ। গোল করেছেন মহেশ সিং, সুহের এবং এলিয়ান্দ্র।

তবে বিপক্ষ দলে তেমন স্ট্রাইকার না থাকায় পরীক্ষা হয়নি লাল হলুদ ডিফেন্সের। সেক্ষেত্রে ব্রাজিলিয়ান এলিয়ান্দ্র গোল করলেও তাকে ফিটনেস নিয়ে এখনও প্রচুর পরিশ্রম করতে হবে সেটা বোঝা গেল। দ্বিতীয়ার্ধে নামানো হল ক্লেটন সিলভা এবং স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেসকে।

ভারতীয় ফুটবলারদের মধ্যে চোখে পড়লেন নবি হোসেন খান। তবে দুরন্ত ফুটবল উপহার দিলেন জর্ডান ডহার্থি। লাল হলুদের অস্ট্রেলিয়ান মিডফিল্ডার প্রচুর পাস বাড়ালেন ফরোয়ার্ডদের জন্য। জায়গা অদল বদল করে খেললেন। কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে খেলতে হবে মহমেডান স্পোর্টিং দলের বিপক্ষে।

সাম্প্রতিক ফর্মের বিচারে যারা যথেষ্ট ভাল ফুটবল উপহার দিয়েছে। ডুরান্ড কাপে সেমিফাইনালে মুম্বই সিটি এফসির কাছে হেরে গেলেও সাদা কালো শিবিরের খেলা নজর টেনেছে। তাই তাদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। স্টিফেন মনে করছেন দলের কম্বিনেশন তৈরি হতে কলকাতা লিগ খুব গুরুত্বপূর্ণ। আইএসএলর আগে দলকে মোটামুটি একটা ভাল জায়গায় নিয়ে আসতে পারবেন তিনি।