PF অ্যাকাউন্টে কবে ঢুকবে সুদের টাকা? অবশেষে জানাল EPFO, দেখে নিন

এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ডে কবে ঢুকবে সুদ? এর উত্তরের অপেক্ষায় রয়েছেন কয়েক লক্ষ চাকরিজীবী। সরকার প্রতি মাসে পিএফের জন্য কর্মচারীদের বেতন থেকে কেটে নেওয়া অর্থের উপর বার্ষিক সুদ দেয়। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরের সুদের টাকা এখনও জমা পড়েনি। এই বিষয়ে প্রশ্ন করেছিলেন এক কর্মী। তার জবাবে কবে সুদ জমা পড়বে তা জানিয়েছে ইপিএফও।
এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ডে কবে ঢুকবে সুদ? এর উত্তরের অপেক্ষায় রয়েছেন কয়েক লক্ষ চাকরিজীবী। সরকার প্রতি মাসে পিএফের জন্য কর্মচারীদের বেতন থেকে কেটে নেওয়া অর্থের উপর বার্ষিক সুদ দেয়। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরের সুদের টাকা এখনও জমা পড়েনি। এই বিষয়ে প্রশ্ন করেছিলেন এক কর্মী। তার জবাবে কবে সুদ জমা পড়বে তা জানিয়েছে ইপিএফও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ক্যুইজ পোস্ট করেছিল ইপিএফও। সেখানেই এক গ্রাহক জিজ্ঞেস করেছিলেন, ২০২৩-২৪ অর্থবর্ষের ইপিএফের সুদ কবে মিলবে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ক্যুইজ পোস্ট করেছিল ইপিএফও। সেখানেই এক গ্রাহক জিজ্ঞেস করেছিলেন, ২০২৩-২৪ অর্থবর্ষের ইপিএফের সুদ কবে মিলবে?
তার জবাবে সংস্থার তরফে জানানো হয়, “প্রক্রিয়ার কাজ চলছে। যে কোনও সময় সুদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে। যখনই দেওয়া হোক না কেন, পুরো টাকা পাঠানো হবে। গ্রাহকরা সুদ থেকে বঞ্চিত হবেন না”। বর্তমানে ইপিএফ সুদের হার ৮.২৫ শতাংশ।
তার জবাবে সংস্থার তরফে জানানো হয়, “প্রক্রিয়ার কাজ চলছে। যে কোনও সময় সুদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে। যখনই দেওয়া হোক না কেন, পুরো টাকা পাঠানো হবে। গ্রাহকরা সুদ থেকে বঞ্চিত হবেন না”। বর্তমানে ইপিএফ সুদের হার ৮.২৫ শতাংশ।
ইপিএফের সুদ নিয়ে দীর্ঘসময় ধরে টালবাহানা চলছে। ইপিএফও এই কথা আগেও বলেছে। তাই সুদ কবে আসবে, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সুদ জমা হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। যাইহোক, ইপিএফের সুদের টাকা ঢুকেছে কি না, অনলাইনেই দেখে নেওয়া যায়। গ্রাহক ইপিএফও-র দেওয়া পাসবুক দেখতে পারেন। এছাড়া ইপিএফও পোর্টাল, মিসড কল, উমঙ্গ অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও জেনে নিতে পারেন।
ইপিএফের সুদ নিয়ে দীর্ঘসময় ধরে টালবাহানা চলছে। ইপিএফও এই কথা আগেও বলেছে। তাই সুদ কবে আসবে, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সুদ জমা হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। যাইহোক, ইপিএফের সুদের টাকা ঢুকেছে কি না, অনলাইনেই দেখে নেওয়া যায়। গ্রাহক ইপিএফও-র দেওয়া পাসবুক দেখতে পারেন। এছাড়া ইপিএফও পোর্টাল, মিসড কল, উমঙ্গ অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও জেনে নিতে পারেন।
প্রথম ধাপ – ইপিএফও-এর অফিসিয়াল পোর্টাল https://www.epfindia.gov.in/site_en/index.php -এ যেতে হবে।
প্রথম ধাপ – ইপিএফও-এর অফিসিয়াল পোর্টাল https://www.epfindia.gov.in/site_en/index.php -এ যেতে হবে।
দ্বিতীয় ধাপ – ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর দিয়ে লগ ইন করার পর ক্লিক করতে হবে ‘আওয়ার সার্ভিস’ অপশনে।
দ্বিতীয় ধাপ – ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর দিয়ে লগ ইন করার পর ক্লিক করতে হবে ‘আওয়ার সার্ভিস’ অপশনে।
তৃতীয় ধাপ – এর পর ড্রপ ডাউন মেনুতে গিয়ে ‘ফর এমপ্লয়ী’-তে ক্লিক করে ‘মেম্বার পাসবুক’ অপশন সিলেক্ট করতে হবে।
তৃতীয় ধাপ – এর পর ড্রপ ডাউন মেনুতে গিয়ে ‘ফর এমপ্লয়ী’-তে ক্লিক করে ‘মেম্বার পাসবুক’ অপশন সিলেক্ট করতে হবে।
চতুর্থ ধাপ – এবার ইউএএন নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে এলজি ইন করতে হবে।
চতুর্থ ধাপ – এবার ইউএএন নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে এলজি ইন করতে হবে।
পঞ্চম ধাপ – লগ ইন করার পর মেম্বার আইডি দিলে ইপিএফ ব্যালেন্স দেখা যাবে।
পঞ্চম ধাপ – লগ ইন করার পর মেম্বার আইডি দিলে ইপিএফ ব্যালেন্স দেখা যাবে।
এছাড়া ০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসড কল দিয়েও পিএফ ব্যালেন্স দেখা যায়। পাশাপাশি EPFOHO UAN ENG লিখে ৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস করেও ইপিএফ ব্যালেন্স জানা যাবে।
এছাড়া ০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসড কল দিয়েও পিএফ ব্যালেন্স দেখা যায়। পাশাপাশি EPFOHO UAN ENG লিখে ৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস করেও ইপিএফ ব্যালেন্স জানা যাবে।