পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার এই শিক্ষকের কাণ্ড দেখলে রীতিমতো অবাক হবেন। কালীপুজো উপলক্ষে তিনি যা করে দেখালেন তা সত্যিই অভিনব।
কলাগাছের শুকনো পাতা এবং তার ছাল দিয়ে তৈরি করলেন কালী প্রতিমা। শুকনো কলাপাতা দিয়েই তৈরি করলেন আকর্ষণীয় মা কালীর প্রতিমা। শুনতে কিছুটা অবাক লাগলেও আদতে এটাই সত্যি।
নিজের শিক্ষকতার পেশা সামলেও রাত দিন পরিশ্রম করে তিনি এই প্রতিমা তৈরি করেছেন। এই প্রতিমা তৈরিতে তার সময় লেগেছে দু মাসেরও বেশি। বিভিন্ন জায়গা থেকে কলা গাছ সংগ্রহ করে সেগুলোকে শুকিয়ে তারপর তিনি এই প্রতিমা তৈরি করছেন।
আরও পড়ুন- প্রায় ৪০০ কেজি ভোগপ্রসাদ রান্না করা হয় শান্তিপুরের এই প্রাচীন কালীপুজোয়
মা কালীর খাঁড়া থেকে শুরু করে মহাদেবের ডুগডুগি সবই তৈরি হয়েছে এই শুকনো কলাপাতা এবং তার ছাল দিয়ে।
এই প্রসঙ্গে স্কুল শিক্ষক তপন দাস জানিয়েছেন, \”কলা গাছের শুকনো পাতা এবং শুকনো ছাল দিয়ে এই প্রতিমা তৈরি করেছি। বিভিন্ন জায়গা থেকে কলা গাছ এনে সেগুলোকে রোদে শুকিয়ে তারপর আমাকে কাজ করতে হয়েছে।
পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা তপন দাস। তপনবাবু গুসকরার রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠ-এর শিক্ষক। জানা গিয়েছে, শিক্ষকতার সঙ্গে সঙ্গে তপনবাবুর সাহিত্য, সৃজনী, শিল্প, খেলাধুলো এই সমস্ত বিষয়গুলির উপর এক আলাদা আগ্রহ রয়েছে।
এর আগেও তপনবাবু বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে সকলকে অবাক করেছিলেন। রথযাত্রার সময়েও তিনি বাতিল সামগ্রী দিয়ে কোনারকের সূর্য মন্দির তৈরি করেছিলেন। সেরকমই এবার কালীপুজোয় শুকনো কলাপাতা এবং তার ছাল দিয়ে মা কালীর প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন।
আরও পড়ুন- খিচুড়ি, পোলাও, পোড়া শোল মাছ, মাংস…কী কী থাকে তারাপীঠে কালীপুজোর ভোগে? জানুন
তবে শুকনো কলা পাতা এবং তার ছাল দিয়ে এই প্রতিমা তৈরির কি কারণ রয়েছে? এই প্রসঙ্গে পেশায় শিক্ষক তপন দাস আরও জানিয়েছেন, আগে কলাপাতা, শালপাতার প্রচলন ছিল কিন্তু এখন প্লাস্টিক এবং থার্মোকলের রমরমা বাজার।
এই প্লাস্টিক এবং থার্মোকল ব্যবহারের কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। তাই আমি এই শুকনো কলা পাতা দিয়ে প্রতিমা তৈরি করে পরিবেশ সচেতনতার বার্তাও দিতে চাইছি। এই প্রতিমা তৈরি করতে আমার ৬৬ দিন সময় লেগেছে।
গুসকরা শহরের একটি কালীপুজোর মন্ডপে বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শিত হবে এই কালী প্রতিমা। এই প্রতিমা দেখলে মুগ্ধ হবেন অনেকেই। দীর্ঘ পরিশ্রমের দ্বারা তৈরি এই প্রতিমা সত্যিই অসাধারণ।
পেশায় শিক্ষক পূর্ব বর্ধমানের তপন বাবুর হাতের জাদুতে যেন অন্য রূপ পেয়েছে এই কলাপাতার কালী প্রতিমা। সবমিলিয়ে কালীপুজোতে মা কালীর প্রতিমা তৈরি করে আবারও একবার নতুন চমক দিলেন পূর্ব বর্ধমানের তপন দাস।
বনোয়ারীলাল চৌধুরী