হিমেশ রেশমিয়া

Singer: ২২ বছরের সংসার ভেঙে স্ত্রীর বন্ধুকে বিয়ে, অটো চালিয়েছেন রাস্তায়! বলিউডে হিট গান মানেই তিনি! চিনতে পারছেন?

*বলিউডের এই গায়ক তাঁর গলার জন্য সমালোচিত এবং বিখ্যাত। তিনি একাধারে গায়ক, সঙ্গীত পরিচালক, গীতিকার, প্রযোজক এবং অভিনেতা। তাই সাধারণ মানুষ তাঁকে সম্পূর্ণ প্যাকেজ বলে। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও বারে বারে খবরের শিরোনামে এসেছেন এই সঙ্গীত শিল্পী। বিবাহিত অবস্থায় তিনি প্রেমে পড়েন এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী বন্ধুর সঙ্গে। এই গায়ক অটোও চালিয়েছেন দু-মুঠো খাবারের জন্য। তবে আজ তিনি কোটি কোটি টাকার মালিক। কে এই গায়ক বুঝতে পারলেন?
*বলিউডের এই গায়ক তাঁর গলার জন্য সমালোচিত এবং বিখ্যাত। তিনি একাধারে গায়ক, সঙ্গীত পরিচালক, গীতিকার, প্রযোজক এবং অভিনেতা। তাই সাধারণ মানুষ তাঁকে সম্পূর্ণ প্যাকেজ বলে। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও বারে বারে খবরের শিরোনামে এসেছেন এই সঙ্গীত শিল্পী। বিবাহিত অবস্থায় তিনি প্রেমে পড়েন এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী বন্ধুর সঙ্গে। এই গায়ক অটোও চালিয়েছেন দু-মুঠো খাবারের জন্য। তবে আজ তিনি কোটি কোটি টাকার মালিক। কে এই গায়ক বুঝতে পারলেন?
*এই গায়ককে বলা হয় ইন্ডাস্ট্রির কমপ্লিট প্যাকেজ। কাজের পাশাপাশি নিজের প্রেম জীবন নিয়েও খবরের শিরোনামে ছিলেন তিনি। বিবাহিত অবস্থায় তিনি প্রেমে পড়েন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রীর বন্ধুর সঙ্গে। এই গায়ক অটোও চালিয়েছেন এবং আজ তিনি কোটি টাকার মালিক।
*এই গায়ককে বলা হয় ইন্ডাস্ট্রির কমপ্লিট প্যাকেজ। কাজের পাশাপাশি নিজের প্রেম জীবন নিয়েও খবরের শিরোনামে ছিলেন তিনি। বিবাহিত অবস্থায় তিনি প্রেমে পড়েন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রীর বন্ধুর সঙ্গে। এই গায়ক অটোও চালিয়েছেন এবং আজ তিনি কোটি টাকার মালিক।
*'ঝলক দিখলা যা', 'তেরা সুরুর', 'আশিক বানায়া আপনে'র মতো অসংখ্য গান গেয়ে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন এই গায়ক। আর কেউ নন, তিনি হিমেশ রেশমিয়া। আজ হিমেশ রেশমিয়ার ৫১তম জন্মদিন। জন্মদিনে জানুন তাঁর সম্পর্কিত কিছু বিশেষ গল্প। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*’ঝলক দিখলা যা’, ‘তেরা সুরুর’, ‘আশিক বানায়া আপনে’র মতো অসংখ্য গান গেয়ে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন এই গায়ক। আর কেউ নন, তিনি হিমেশ রেশমিয়া। আজ হিমেশ রেশমিয়ার ৫১তম জন্মদিন। জন্মদিনে জানুন তাঁর সম্পর্কিত কিছু বিশেষ গল্প। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*১৯৭৩ সালের ২৩ জুলাই হিমেশ রেশমিয়া জন্ম। বাবা গুজরাটি সংগীত পরিচালক বিপিন রেশমিয়া। ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে গানের তালিম নেন হিমেশ। বলিউড জগতে নিজের গান ও ভিন্ন স্টাইল দিয়ে মানুষের মনে জায়গা করে নেন। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*১৯৭৩ সালের ২৩ জুলাই হিমেশ রেশমিয়া জন্ম। বাবা গুজরাটি সংগীত পরিচালক বিপিন রেশমিয়া। ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে গানের তালিম নেন হিমেশ। বলিউড জগতে নিজের গান ও ভিন্ন স্টাইল দিয়ে মানুষের মনে জায়গা করে নেন। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*হিমেশ রেশমিয়া বরাবরই অভিনেতা হতে চেয়েছিলেন, গায়ক নয়। 'আশিক বানায়া আপনে', 'ঝলক দিখলা জা'-র মতো সুপারহিট গান গেয়ে বাবার ইচ্ছে পূরণ করতেই গায়ক হয়েছিলেন হিমেশ। আসলে হিমেশের বাবার ইচ্ছা ছিল তাঁর ছেলে বড় গায়ক হোক। হিমেশ সঙ্গীত জগতে পা রেখেছিলেন এবং তাঁর প্রথম অ্যালবাম 'আপ কা সুরুর' দুর্দান্ত হিট হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এটি এখনও ভারতীয় সঙ্গীত শিল্পের ইতিহাসে সর্বাধিক বিক্রিত অ্যালবাম। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*হিমেশ রেশমিয়া বরাবরই অভিনেতা হতে চেয়েছিলেন, গায়ক নয়। ‘আশিক বানায়া আপনে’, ‘ঝলক দিখলা জা’-র মতো সুপারহিট গান গেয়ে বাবার ইচ্ছে পূরণ করতেই গায়ক হয়েছিলেন হিমেশ। আসলে হিমেশের বাবার ইচ্ছা ছিল তাঁর ছেলে বড় গায়ক হোক। হিমেশ সঙ্গীত জগতে পা রেখেছিলেন এবং তাঁর প্রথম অ্যালবাম ‘আপ কা সুরুর’ দুর্দান্ত হিট হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এটি এখনও ভারতীয় সঙ্গীত শিল্পের ইতিহাসে সর্বাধিক বিক্রিত অ্যালবাম। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে ছিলেন হিমেশ। ১৯৯৫ সালে কোমলকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন হিমেশ। ২২ বছর পর কোমলকে ডিভোর্স দিয়ে সোনিয়া কাপুরকে বিয়ে করেন হিমেশ। তবে তার আগের প্রায় দেড় বছর সংবাদমাধ্যমে তাঁদের সম্পর্কের অবনতির খবর সামনে আসছিল। হিমেশা রেশমিয়া এবং কোমলের এক ছেলে রয়েছে। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে ছিলেন হিমেশ। ১৯৯৫ সালে কোমলকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন হিমেশ। ২২ বছর পর কোমলকে ডিভোর্স দিয়ে সোনিয়া কাপুরকে বিয়ে করেন হিমেশ। তবে তার আগের প্রায় দেড় বছর সংবাদমাধ্যমে তাঁদের সম্পর্কের অবনতির খবর সামনে আসছিল। হিমেশা রেশমিয়া এবং কোমলের এক ছেলে রয়েছে। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*কয়েক বছরের মধ্যেই সঙ্গীতজগতে বড় নাম হয়ে ওঠেন হিমেশ। মুম্বইয়ে পরিবারের সঙ্গে থাকেন হিমেশ রেশমিয়া। তাঁর জীবনে সবচেয়ে বড় মোড় নেয় যখন তার স্ত্রী কোমলের বন্ধু সোনিয়া কাপুরের বাড়িতে আসা-যাওয়া শুরু হয়। হিমেশের পাশের বিল্ডিংয়ে থাকতেন সোনিয়া কাপুর। ২০০৬ সাল নাগাদ হিমেশ ও সোনিয়া ভাল বন্ধু হয়ে ওঠেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০০৬ সালে হিমেশ রেশমিয়া এবং তাঁর স্ত্রী কোমলের সম্পর্কের অবনতি হতে শুরু করে। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*কয়েক বছরের মধ্যেই সঙ্গীতজগতে বড় নাম হয়ে ওঠেন হিমেশ। মুম্বইয়ে পরিবারের সঙ্গে থাকেন হিমেশ রেশমিয়া। তাঁর জীবনে সবচেয়ে বড় মোড় নেয় যখন তার স্ত্রী কোমলের বন্ধু সোনিয়া কাপুরের বাড়িতে আসা-যাওয়া শুরু হয়। হিমেশের পাশের বিল্ডিংয়ে থাকতেন সোনিয়া কাপুর। ২০০৬ সাল নাগাদ হিমেশ ও সোনিয়া ভাল বন্ধু হয়ে ওঠেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০০৬ সালে হিমেশ রেশমিয়া এবং তাঁর স্ত্রী কোমলের সম্পর্কের অবনতি হতে শুরু করে। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*২০০৬ সালে হিমেশ ও সোনিয়া একে অপরের সঙ্গে ডেটিং শুরু করেন, যা কোমল জানতেন না। হিমেশ সোনিয়ার প্রেমে পাগল ছিলেন। কোমলের সঙ্গে ২২ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর ২০১৭ সালে কোমলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় হিমেশের। দীর্ঘদিনের বান্ধবী সোনিয়া কাপুরকে বিয়ে করেন হিমেশ রেশমিয়া। ২০১৮ সালের ১১ মে লোখান্ডওয়ালার অ্যাপার্টমেন্টে গাঁটছড়া বাঁধেন এই জুটি। বিয়েটা খুব গোপনে হয়েছিল, যেখানে শুধু পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*২০০৬ সালে হিমেশ ও সোনিয়া একে অপরের সঙ্গে ডেটিং শুরু করেন, যা কোমল জানতেন না। হিমেশ সোনিয়ার প্রেমে পাগল ছিলেন। কোমলের সঙ্গে ২২ বছরের বিবাহিত সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর ২০১৭ সালে কোমলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় হিমেশের। দীর্ঘদিনের বান্ধবী সোনিয়া কাপুরকে বিয়ে করেন হিমেশ রেশমিয়া। ২০১৮ সালের ১১ মে লোখান্ডওয়ালার অ্যাপার্টমেন্টে গাঁটছড়া বাঁধেন এই জুটি। বিয়েটা খুব গোপনে হয়েছিল, যেখানে শুধু পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জার্মানির রাস্তায় অটো চালাতেন হিমেশ। ২০০৭ সালে 'আপ কা সুরুর' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন হিমেশ রেশমিয়া। এই ছবির শুটিংয়ের জন্য হিমেশ একটি ভারতীয় অটো নিয়ে জার্মানিতে গিয়েছিলেন। ২০০৭ সালে এই দৃশ্যের শুটিং করতে প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছিল। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জার্মানির রাস্তায় অটো চালাতেন হিমেশ। ২০০৭ সালে ‘আপ কা সুরুর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন হিমেশ রেশমিয়া। এই ছবির শুটিংয়ের জন্য হিমেশ একটি ভারতীয় অটো নিয়ে জার্মানিতে গিয়েছিলেন। ২০০৭ সালে এই দৃশ্যের শুটিং করতে প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছিল। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*হিমেশ রেশমিয়া প্রথম ভারতীয় যিনি লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে পারফর্ম করেছেন। প্রায় ২৪ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন হিমেশ রেশমিয়া। তিনি এমন একজন তারকা যিনি মিউজিক ভিডিও এবং লাইভ শো থেকে প্রচুর আয় করেন। হিমেশের মোট সম্পত্তির পরিমাণ ৮০ কোটি টাকারও বেশি। কোটি টাকার বিলাসবহুল গাড়ি রয়েছে হিমেশের। এইচআর নামে তাদের একটি মিউজিক স্টুডিও রয়েছে। গান গাওয়ার পাশাপাশি স্টেজ শো থেকেও প্রচুর অর্থ উপার্জন করেন হিমেশ রেশমিয়া। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম
*হিমেশ রেশমিয়া প্রথম ভারতীয় যিনি লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে পারফর্ম করেছেন। প্রায় ২৪ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন হিমেশ রেশমিয়া। তিনি এমন একজন তারকা যিনি মিউজিক ভিডিও এবং লাইভ শো থেকে প্রচুর আয় করেন। হিমেশের মোট সম্পত্তির পরিমাণ ৮০ কোটি টাকারও বেশি। কোটি টাকার বিলাসবহুল গাড়ি রয়েছে হিমেশের। এইচআর নামে তাদের একটি মিউজিক স্টুডিও রয়েছে। গান গাওয়ার পাশাপাশি স্টেজ শো থেকেও প্রচুর অর্থ উপার্জন করেন হিমেশ রেশমিয়া। ছবি সৌজন্যে-@realhimesh/ইনস্টাগ্রাম