ভারতীয় রেল

Indian Railways: হুহু করে বাড়ছে টিকিটের চাহিদা…! দার্জিলিং না পুরী? ১৫ অগাস্টের ছুটিতে কোথায় যাবেন? কোন কোন ট্রেনে Available টিকিট? দেখুন তালিকা

১৫ অগাস্টের ছুটিতে বেড়াতে যাওয়ার হিড়িক পরে গিয়েছে ভ্রমণবিলাসী বঙ্গবাসীর মধ্যে। ফলত সুখবর রেলের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দার্জিলিং ও পুরী যাওয়ার রেল টিকিটের চাহিদা এখন তুঙ্গে।
১৫ অগাস্টের ছুটিতে বেড়াতে যাওয়ার হিড়িক পরে গিয়েছে ভ্রমণবিলাসী বঙ্গবাসীর মধ্যে। ফলত সুখবর রেলের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দার্জিলিং ও পুরী যাওয়ার রেল টিকিটের চাহিদা এখন তুঙ্গে।
পায়ের তলায় সর্ষে। তাই ভ্রমণ পিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার জন্য সেরা পছন্দ ট্রেন। রেলগাড়িতে ভ্রমণ করলে একদিকে যেমন আর্থিক সাশ্রয় হয় তেমনি যাত্রাও হয় উপভোগ্য।
পায়ের তলায় সর্ষে। তাই ভ্রমণ পিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার জন্য সেরা পছন্দ ট্রেন। রেলগাড়িতে ভ্রমণ করলে একদিকে যেমন আর্থিক সাশ্রয় হয় তেমনি যাত্রাও হয় উপভোগ্য।
যেকোনও রকম ছুটির মরসুম এলেই বাঙালির বেড়াতে যাওয়ার সেরা পছন্দের স্থান দার্জিলিং এবং পুরী। বেড়াতে যাওয়ার ডেস্টিনেশন হিসেবে পুরী এমন এক পর্যটন স্থল যেখানে একদিকে যেমন সমুদ্রের গর্জন উপভোগ করা যায় তেমনই জগন্নাথ মন্দির দর্শন করা যায়।
যেকোনও রকম ছুটির মরসুম এলেই বাঙালির বেড়াতে যাওয়ার সেরা পছন্দের স্থান দার্জিলিং এবং পুরী। বেড়াতে যাওয়ার ডেস্টিনেশন হিসেবে পুরী এমন এক পর্যটন স্থল যেখানে একদিকে যেমন সমুদ্রের গর্জন উপভোগ করা যায় তেমনই জগন্নাথ মন্দির দর্শন করা যায়।
অপরদিকে দার্জিলিংয়ে রয়েছে পাহাড়ের সান্নিধ্য। একদিকে হিমালয়ের সৌন্দর্য দেখার আকর্ষণ অন্যদিকে দার্জিলিঙের কেভেন্টার্সের উষ্ণতা।
অপরদিকে দার্জিলিংয়ে রয়েছে পাহাড়ের সান্নিধ্য। একদিকে হিমালয়ের সৌন্দর্য দেখার আকর্ষণ অন্যদিকে দার্জিলিঙের কেভেন্টার্সের উষ্ণতা।
তাই কোন ছুটির মরসুম এলেই দার্জিলিং ও পুরীগামী ট্রেনগুলোতে অসম্ভব ভীড় চোখে পড়ে। কিছুদিনের মধ্যেই সামনেই আসছে ১৫ অগাস্ট। এক দিন অতিরিক্ত ১৬ আগস্ট দিনটি একটি সিএল নিয়ে নিলেই সপ্তাহের শেষে চার দিন টানা ছুটি পেয়ে যাওয়া যায়। সেই সুযোগ বাঙালিরা ছাড়ে? তারই প্রতিফলন দেখা যাচ্ছে ট্রেনগুলির অপেক্ষমান তালিকা দেখে।
তাই কোন ছুটির মরসুম এলেই দার্জিলিং ও পুরীগামী ট্রেনগুলোতে অসম্ভব ভীড় চোখে পড়ে। কিছুদিনের মধ্যেই সামনেই আসছে ১৫ অগাস্ট। এক দিন অতিরিক্ত ১৬ আগস্ট দিনটি একটি সিএল নিয়ে নিলেই সপ্তাহের শেষে চার দিন টানা ছুটি পেয়ে যাওয়া যায়। সেই সুযোগ বাঙালিরা ছাড়ে? তারই প্রতিফলন দেখা যাচ্ছে ট্রেনগুলির অপেক্ষমান তালিকা দেখে।
12343  শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে ১৪ অগাস্ট তারিখে স্লিপার ক্লাসে ১০০ এর উপর ওয়েটিং লিস্ট রয়েছে এবং 3AC-তেও ওয়েটিং লিস্ট  ১০০ ছাড়িয়েছে। তেমনই 12377 পদাতিক এক্সপ্রেসে ১৪ অগাস্ট স্লিপার ক্লাসে  ওয়েটিং লিস্ট ১০০ রয়েছে এবং 3AC-তে তা ইতিমধ্যেই দাঁড়িয়েছে ৫২ তে।
12343  শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে ১৪ অগাস্ট তারিখে স্লিপার ক্লাসে ১০০ এর উপর ওয়েটিং লিস্ট রয়েছে এবং 3AC-তেও ওয়েটিং লিস্ট  ১০০ ছাড়িয়েছে। তেমনই 12377 পদাতিক এক্সপ্রেসে ১৪ অগাস্ট স্লিপার ক্লাসে  ওয়েটিং লিস্ট ১০০ রয়েছে এবং 3AC-তে তা ইতিমধ্যেই দাঁড়িয়েছে ৫২ তে।
22201 শিয়ালদহ - পুরী দূরন্ত এক্সপ্রেসে ১৪.০৮.২০২৪ স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট ১২৩ রয়েছে।এছাড়াও 12041 হাওড়া - নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস-এর  ভিস্টা ডোম কোচে ১৩.০৮.২০২৪, ১৪.০৮.২০২৪ এবং ১৫.০৮.২০২৪ তারিখে এখনও  কিছু সিট উপলব্ধ আছে।
22201 শিয়ালদহ – পুরী দূরন্ত এক্সপ্রেসে ১৪.০৮.২০২৪ স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট ১২৩ রয়েছে।এছাড়াও 12041 হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস-এর  ভিস্টা ডোম কোচে ১৩.০৮.২০২৪, ১৪.০৮.২০২৪ এবং ১৫.০৮.২০২৪ তারিখে এখনও  কিছু সিট উপলব্ধ আছে।
যাত্রীরা যাঁরা এখনও বর্ষণ মুখর প্রকৃতিকে উপভোগ করতে করতে হিমালয়ের কোলে যেতে চান তাঁরা সত্বর টিকিট বুক করুন। আর বেশি সময় নেই হাতে।
যাত্রীরা যাঁরা এখনও বর্ষণ মুখর প্রকৃতিকে উপভোগ করতে করতে হিমালয়ের কোলে যেতে চান তাঁরা সত্বর টিকিট বুক করুন। আর বেশি সময় নেই হাতে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র বলেন, “যারা এই ছুটির দিনগুলিতে ট্রেনে চড়ে ভ্রমণ করতে ইচ্ছুক, তাঁরা যেন সঠিক সময়ে টিকিট বুক করে নির্ঝঞ্ঝাট ভ্রমণ উপভোগ করেন।“এছাড়া যাত্রী চাহিদা যদি বাড়ে তাহলে আগামী দিনে স্পেশাল কোচ যুক্ত করতে পারে রেল।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, শ্রী কৌশিক মিত্র বলেন, “যারা এই ছুটির দিনগুলিতে ট্রেনে চড়ে ভ্রমণ করতে ইচ্ছুক, তাঁরা যেন সঠিক সময়ে টিকিট বুক করে নির্ঝঞ্ঝাট ভ্রমণ উপভোগ করেন।“এছাড়া যাত্রী চাহিদা যদি বাড়ে তাহলে আগামী দিনে স্পেশাল কোচ যুক্ত করতে পারে রেল।