বিরাট কোহলিকে প্রণাম করে জড়িয়ে ধরেন! জেলে গিয়ে জীবন বদলে গেল এই যুবকের

ইন্দোর: ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফর্ম করছে। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। সিরিজ ইতিমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। ওই ম্যাচে ভারত একতরফা খেলে জিতেছিল। কিন্তু একটি কারণে এই ম্যাচে কিছুটা বিঘ্ন ঘটে।

বিরাট কোহলির এক ভক্ত মাঠে এসে বিরাটের পা ছুঁয়েছিলেন। তার পর কোহলিকে জড়িয়ে ধরেন তিনি। পরে বিরাটের ওই ভক্তকে পুলিশ থানায় নিয়ে যায়। তবে শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যান তিনি। আর তার পরই যেন তাঁর জীবনটাই বদলে গিয়েছে!

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের আগে ভারতের শেষ ম্যাচ, কারা পাবে নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ

১৪ মাস পর T20 আন্তর্জাতিক ম্যাচ খেলতে ফিরেছেন বিরাট। দ্বিতীয় ম্যাচটি হয়েছিল ১৫ জানুয়ারি। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন কোহলি। কিন্তু এর পর আর কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি কোহলি।

কোহলি যখন ফিল্ডিং করছিলেন, তখন তাঁর সেই ভক্ত মাঠে বেআইনিভাবে ঢুকে কোহলির পা ছুঁতে শুরু করেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ওই ভক্তকে বাইরে নিয়ে যান। ওই ভক্তকে আসতে দেখে ভয় পেয়ে যান কোহলি।

পুলিশ এই যুবককে হেফাজতে নিয়েছিল। পুলিশ এই ভক্তকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এখন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, ওই ভক্তের বন্ধুরা তাঁকে গলায় মালা পরিয়ে স্বাগত জানাচ্ছেন গ্রামে।

আরও পড়ুন- ‘আপনিও আসবেন’, আমন্ত্রণপত্র পেলেন বিরাট কোহলি, ২২শে জানুয়ারি যাবেন?

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বলে পাঁচটি চারের সাহায্যে ২৯ রান করেন কোহলি। কোহলির এই ইনিংস দলের জন্য খুব দরকারী প্রমাণিত হয়েছিল। সেদিন খাতা না খুলেই আউট হয়ে যান রোহিত। আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার শেষ টি-টোয়েন্টি ম্যাচ আজই।