সাংস্কৃতিক স্টল

Alipurduar News: নেপালি সংস্কৃতির স্টলে রকমারি পোশাক, গয়নার সম্ভার

আলিপুরদুয়ার: নতুন বছরকে স্বাগত জানাতে নেপালি সম্প্রদায়ের তরফে পালিত হচ্ছে লোসার উৎসব। এই উপলক্ষে লোসার মেলা আয়োজিত হয়েছে। মেলার একটি স্টলে রয়েছে নেপালি জনজাতিদের পোশাক ও গয়নার সম্ভার।

আরও পড়ুন: সাগরদিঘিতে আবারও ভেসে উঠল দেহ! আতঙ্কে কাঁটা স্থানীয়রা

রাই, লিম্বু, গুরুং, তামাং, মঙ্গর জনজাতির পোশাকে রয়েছে ভিন্নতা। নেপালি মহিলাদের অলঙ্কারের নাম রয়েছে। বর্তমান প্রজন্ম এই পোশাক চেনেই না। মূলত তাদের চেনাতেই এই পোশাক ও অলঙ্কারের স্টল রাখা হয়েছে। নেপালি সম্প্রদায়ের পোশাক ও অলঙ্কার হয় রঙিন। এই স্টলটিতে বিক্রেতারা এসেছেন নেপাল থেকে। জনজাতি ভেদে নেপালি পুরুষদের পোশাক একটাই। যা দৌরা সুরওয়াল নামে পরিচিত।মহিলাদের শাড়ি মখমল ঢাকা শাড়ি নামে পরিচিত। এছাড়াও রয়েছে চোলো, রাই স্কার্ট।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নানান রঙের পুতির মালাও আছে যা টিলহারি নামে পরিচিত। মাথায় দেওয়ার চাঁদা, মাংটিকা রয়েছে।রোহিত তামাং নামে এক বিক্রেতা জানান, নেপাল থেকে সাংস্কৃতিক শাড়ি, অলঙ্কার, ব‍্যাগ নিয়ে এসেছি।যারা আমার স্টলে আসছেন তাঁদের এই জিনিসগুলোর সঙ্গে পরিচয় করিয়ে নিয়ে তারপর বিক্রি করছি। লোসার মেলা কমিটির তরফে জানা গিয়েছে নতুন প্রজন্ম এই পোশাকগুলি চেনে না।তাদের সংস্কৃতির গুরুত্ব বোঝাতে এই স্টল রাখা হয়েছে। এখন শাড়ি তো কেউ পড়ে না, তাই মখমল ঢাকা কুর্তি রাখা হয়েছে।

অনন্যা দে