দানার প্রভাব কতখানি পড়েছে পুরুলিয়ায়

Purulia News: কোথায় যাবেন! কি করবেন! ঘূর্ণিঝড় দানার বৃষ্টিতে দিশেহারা পুরুলিয়ার চাষিরা

পুরুলিয়া : ঘূর্ণিঝড় দানার প্রকোপ প্রত্যক্ষভাবে না পড়লেও পরোক্ষভাবে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। পুরুলিয়া জেলাতেও টানা ঝড়-বৃষ্টি হতে দেখা গিয়েছে। এর ফলে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষকেরা। মরশুমের এই সময় ধানের উত্তোলন হয়‌। এই সময় ঝড় বৃষ্টি হওয়ার ফলে ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই পাশাপাশি অন্যান্য সবজি চাষের ক্ষেত্রেও ক্ষতির মুখে পড়তে হয়েছে জেলার কৃষকদের। চরম সংগঠনের মধ্যে রয়েছে জেলার কৃষকরা।

এ বিষয়ে জেলার কৃষকেরা জানান, বছরে একবার তারা ধান চাষ করার সুযোগ পান। তার উপর এই অকাল দুর্যোগ। এতে তাদের ধান নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা তাই তারা সমস্যায় পড়েছেন। সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি রাখেন তারা।

আরও পড়ুন: ফের আবহাওয়া বদলের ইঙ্গিত, ওঠানামা করছে তাপমাত্রার পারদ!

ঘূর্ণিঝড়ের পূর্বে জেলার কৃষকদের সতর্ক করা হয়েছে। বিশেষত যারা ধান চাষি তাদের অগ্রিম সতর্ক করা হয়েছে‌‌। এছাড়াও বারবার মাইকিং-এর মাধ্যমে প্রচার করা হয়েছে বলে দাবি জেলা কৃষি আধিকারিক আদিত্য দুয়ারির।

আরও পড়ুন: ‘দানা’র দাপট কমলেও রেহাই নেই বাংলার! কাঁপিয়ে ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি…! ভাসবে ৩ জেলা, কালীপুজোও কি ভেস্তে যাবে? জানিয়ে দিল IMD

আকস্মিক এই ঝড় বৃষ্টির ফলে বেশ খানিকটা ক্ষয়ক্ষতির সম্মুখে জেলা পুরুলিয়া চাষিরা। ‌ শুধু ধান নয় একইসঙ্গে অন্যান্য চাষের ক্ষেত্রেও ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। অনেকেই বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে চাষ করেন।‌ হঠাৎ এই বৃষ্টিতে তারা দিকশূন্য হয়ে পড়েছে। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি