ব্যবসা-বাণিজ্য Fixed Deposit Interest Rate: এক বছরের ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এই ৭ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা Gallery October 18, 2024 Bangla Digital Desk ফিক্সড ডিপোজিট সবচেয়ে নিরাপদ। টাকা মার যাওয়ার কোন ভয় নেই। রিটার্নেরও গ্যারান্টি পাওয়া যায়। কিন্তু ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার আগে কোন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, সেটা দেখে নেওয়া গ্রাহকের অবশ্য কর্তব্য। দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিটেই সবচেয়ে বেশি হারে সুদ দেয় ব্যাঙ্ক। কিন্তু সবার আর্থিক চাহিদা এক রকমের নয়। অনেকেই স্বল্পমেয়াদি লক্ষ্যপূরণের জন্যও বিনিয়োগ করেন। তাঁদের বেশি সুদ কোন ব্যাঙ্ক দিচ্ছে, তা দেখেই ফিক্সড ডিপোজিট করা উচিত বলে মনে করেন আর্থিক বিশেষজ্ঞরা। এখানে এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, এমন ৭টি ব্যাঙ্কের তালিকা করা হল। তবে দীর্ঘমেয়াদি এফডি অর্থাৎ ৩ বছর বা পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটের চেয়ে এর সুদের হার কম। গত এক বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ব্যাঙ্কগুলি এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.৬০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। সুদের হার ৭.১ শতাংশ। প্রবীণ নাগরিকদের ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেওয়া হয়। অর্থাৎ এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে তাঁরা ৭.৬০ শতাংশ হারে সুদ পান। দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.১০ শতাংশ। চলতি বছরের ২৪ জুলাই থেকে এই হার কার্যকর হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক এক বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের ৬.৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রবীণনাগরিকদের দেওয়া হচ্ছে ৭.২ শতাংশ হারে সুদ। এখন ৭টি ব্যাঙ্কের সুদের হার দেখে নেওয়া যাক। ফেডারেল ব্যাঙ্কে এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকরা ৬.৮ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৩ শতাংশ হারে সুদ পাবেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের ৬.৮ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৩ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে ব্যাঙ্ক অফ বরোদার সুদের হার ৬.৮৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে ৭.৩৫ শতাংশ হারে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআই এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের ৬.৮ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৩ শতাংশ হারে সুদ দিচ্ছে। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে সাধারণ গ্রাহকরা ৭.১ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬ শতাংশ হারে সুদ পাচ্ছেন এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে। এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে আইসিআইসিআই ব্যাঙ্কের সুদের হার ৬.৭ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.২ শতাংশ হারে সুদ। এইচডিএফসি ব্যাঙ্কে সুদের হার ৬.৬০ শতাংশ। প্রবীণ নাগরিকদের ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।