উদ্ধার হওয়া হলুদ বা সোনালী মনিটর গিরগিটি

Cooch Behar News: মাছ ধরতে গিয়ে এ কী উঠল জালে! বিকট দর্শন প্রাণীকে দেখে মাথা ঘুরে গেল সকলের

শীতলকুচি: মাছ ধরার জালের মধ্যে উঠল এক বিশেষ প্রাণী। যাকে দেখতে খানিকটা গিরগিটির মতো। ঘটনায় মহুর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, পাঁচ বন্ধু মিলে মাছ ধরতে গিয়েছিল। তখনই আচমকা মাছ ধরার জালের মধ্যে উঠে এল এই গিরগিটির মতো দেখতে প্রাণীটি। তারপর সকলে মিলে প্রাণীটিকে বাড়ি নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের মধ্য গোলেনাওহাঁটি এলাকার পশ্চিমদলা ভারত বাংলাদেশ সীমান্তের জলা এলাকায়। ঘটনার পর বন দফতরের কাছে খবর পাঠানো হয়।

প্রাণীটি লম্বায় প্রায় দুই ফুট সমান এবং প্রাণীটির ওজন আনুমানিক দুই কেজির মতো। আচমকা মাছ ধরার জালের মধ্যে সোনালী রঙের এই প্রাণীটি উঠে আসার ফলে ভয় পেয়ে যায় সকলে। প্রাণীটিকে ধরে বাড়িতে নিয়ে আসে সকলে।  উৎসুক গ্রামবাসীরা ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করে তাঁদের বাড়িতে।

জেলার এক প্রাণী উদ্ধারকারী জানান, প্রাণীটি আসলে একটি হলুদ বা সোনালী মনিটর গিরগিটি। এটি আর্দ্র অঞ্চলে, বনের প্রান্তে এবং মানুষের বসতি ও কৃষি জমির কাছাকাছি বাস করে। জলা জমিতে থাকতেই এরা বেশি পছন্দ করে। তবে এই প্রাণীটি এখন অনেকটাই বিলুপ্তির পথে।