FIFA World Cup 2022: টিভিকে ছাপিয়ে গেল ডিজিটাল ! জিও সিনেমায় রেকর্ড সংখ্যায় মানুষ দেখলেন বিশ্বকাপ

দোহা: এক অসাধারণ বিশ্বকাপ ফাইনালের সাক্ষী থাকল গোটা বিশ্ব ৷ কাতার বিশ্বকাপের ফাইনালকে ফুটবলের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর ম্যাচ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রবিবার রাতে ফাইনাল খেলা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ট্যুইট করে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে কুর্নিশ করেছেন এমবাপেদের লড়াইকেও। এ বছর জিও সিনেমা অ্যাপের সৌজন্যে যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ খেলা দেখেছেন, তা এক কথায় অনবদ্য ৷ ১১০ মিলিয়নের বেশি রিচ ৷ কোনও ক্রিকেট ম্যাচের থেকেও বেশি মেট্রিক বা সংখ্যা ৷ বলা যেতে পারে টিভিকে ছাপিয়ে গিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ৷

ফুটবল বিশ্বকাপ চলাকালীন ফ্রি ডাউনলোড করা অ্যাপগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে Jio Cinema। ছাপিয়ে গিয়েছে অতীতের সকল রেকর্ড। ২০ নভেম্বর অর্থাৎ ফুটবল বিশ্বকাপের দিন থেকে শুরু করে IOS এবং Android এবং iOS অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করার পরিসংখ্যানের নিরিখে শীর্ষে Jio Cinema। ইংরেজি, হিন্দি, তামিল, মালায়লাম এবং বাংলা-সহ একাধিক ভাষা লাইভ স্ট্রিমিং করেছে Jio Cinema। অনলাইন সম্প্রচারে সকলের আশাও পূরণ করতে পেরেছে Jio Cinema।

সবচেয়ে বেশি দেখা ফুটবল ইভেন্টে নো-সাবস্ক্রিপশন অফারটি পরিপূরক করতে, JioCinema হাইপ মোডের সঙ্গে দর্শকদের লাইভ অভিজ্ঞতা বাড়িয়েছে। হাইপ মোড একটি লাইভ ম্যাচ চলাকালীন অনুরাগীদের তাদের নখদর্পণে বিভিন্ন অফার-সহ নানা বিষয় নিয়ে আসে। যার মধ্যে রয়েছে ম্যাচের একটি মাল্টি-ক্যাম ভিউ, রিয়াল-টাইমে ট্রিভিয়া, পরিসংখ্যান এবং টাইম হুইল যা দর্শকদের মুগ্ধ করেছে ৷