Tag Archives: Viacom18

Womens IPL: প্রায় ১০০০ কোটি টাকায় মহিলা আইপিএলের মিডিয়া রাইটস কিনল Viacom 18

মুম্বই: ২০২৩ সালের শুরুর থেকেই প্রথম মহিলা আইপিএল নিয়ে কোমড় বেঁধে নেমে পড়েছে বিসিসিআই। খুব শীঘ্রই যে মহিলা আইপিএলের নিলাম বসতে চলেছে সেই খবরও সামনে এসেছে। এবার মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্সের ভায়াকম ১৮ পাঁচ বছরের জন্য ৯৫১ কোটি টাকায় মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনল। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই চুক্তি।

মহিলা আইপিলএলের সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে আরও একাধিক বড় প্রতিষ্ঠান ছিল। ডিজনি স্টার, সোনি ও জি-এর মত সংস্থারাও সম্প্রচার স্বত্ব নেওয়ার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে রিলায়্যান্সের ভায়াকম ১৮ কিনে নেয় টেলিভিশন ও ডিজিটাল দু’টি স্বত্বই। এখনও পর্যন্ত জানা যাচ্ছে মোট ২২টি ম্যাচ হবে মহিলা আইপিএলের। ৯৫১ কোটি মানে ম্যাচ পিছু ম্যাচ প্রতি প্রায় ৭.০৯ কোটি টাকায় এই স্বত্ব নিয়েছে মুকেশ আম্বানির সংস্থা।

বিসিসিআই সচিব জয় শাহ নিজে মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রির খবর ট্যুইট করে জানিয়েছেন। ভায়াকম ১৮০কে অভিনন্দন জানিয়ে জয় শাহ ট্যুইটে লিখেছেন, ‘মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব জিতে নেওয়ার জন্য ভায়োকম১৮-কে অভিনন্দন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ভারতীয় মহিলা দলের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। ৯৫১ কোটি টাকায় পাঁচ বছরের জন্য স্বত্ব কিনেছে ভায়োকম১৮।’ এছাড়া মহিলা ক্রিকেটেক উন্নতির জন্য এটি বড় পদক্ষেপ বলেও জানিয়েছেন বিসিসিআই সচিব।

বিসিসিআই সূত্রে খবর মহিলাদের আইপিএলের নিলাম হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। যদিও এখনও পর্যন্ত যা বোর্ড সূত্রে খবর, তাতে মহিলাদের প্রতিযোগিতার নাম আইপিএল হবে না। প্রতিযোগিতার নাম হতে চলেছে ‘উইমেন্স টি-টোয়েন্টি লিগ’। ইতিমধ্যেই নিলাম নিয়ে জোর কদমে কাজও শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিলামের জন্য মহিলা ক্রিকেটারদের নাম নথিভুক্ত করার চূড়ান্ত তারিখ জানিয়ে দিয়েছে বিসিসিআই। ২৬ জানুয়ারির মধ্যে রাজ্য ক্রিকেট সংস্থার মাধ্যমেই এই নাম নথিভুক্ত করতে হবে। ক্রিকেটারদের বেস প্রাইজও ঠিক করে দেওয়া হয়েছে। যাঁরা জাতীয় দলের হয়ে খেলেছেন, তাঁদের জন্য ৩০ লক্ষ, ৪০ লক্ষ এবং ৫০ লক্ষ ন্যূনতম মূল্য রাখা হয়েছে। জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া ক্রিকেটারদের ন্যূনতম দাম রাখা হয়েছে ১০ লক্ষ এবং ২০ লক্ষ টাকা।

 

আরও পড়ুনঃ বছরের প্রথম এল ক্লাসিকোতে বাজিমাত বার্সার, ১৪ তম সুপার কাপ জিতল গাভি-লেওনডস্কিরা

 

শুধু বিসিসিআই নয়, ছেলেদের আইপিএলের যে সক ফ্র্যাঞ্চাইজি মেয়েদের আইপিলেও দল কিনতে আগ্রহী তারা কাজ শুরু করে দিয়েছে বলেই খবর। রাজস্থান, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, পঞ্জাব, চেন্নাই অনেকেই মহিলা টি-২০ লিগে দলকিনতে আগ্রহী। তারা ইতিমধ্যেই কোন কোন মহিলা ক্রিকেটারদের নিয়ে দল গড়তে চান তার পরিকল্পনাও প্রস্তুত করা শুরু করে দিয়েছেন। মহিলা আইপিএল শুরু হলে ভারতীয় মহিলা ক্রিকেটের অনেক উন্নতি হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

FIFA World Cup 2022: টিভিকে ছাপিয়ে গেল ডিজিটাল ! জিও সিনেমায় রেকর্ড সংখ্যায় মানুষ দেখলেন বিশ্বকাপ

দোহা: এক অসাধারণ বিশ্বকাপ ফাইনালের সাক্ষী থাকল গোটা বিশ্ব ৷ কাতার বিশ্বকাপের ফাইনালকে ফুটবলের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর ম্যাচ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রবিবার রাতে ফাইনাল খেলা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ট্যুইট করে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে কুর্নিশ করেছেন এমবাপেদের লড়াইকেও। এ বছর জিও সিনেমা অ্যাপের সৌজন্যে যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ খেলা দেখেছেন, তা এক কথায় অনবদ্য ৷ ১১০ মিলিয়নের বেশি রিচ ৷ কোনও ক্রিকেট ম্যাচের থেকেও বেশি মেট্রিক বা সংখ্যা ৷ বলা যেতে পারে টিভিকে ছাপিয়ে গিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ৷

ফুটবল বিশ্বকাপ চলাকালীন ফ্রি ডাউনলোড করা অ্যাপগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে Jio Cinema। ছাপিয়ে গিয়েছে অতীতের সকল রেকর্ড। ২০ নভেম্বর অর্থাৎ ফুটবল বিশ্বকাপের দিন থেকে শুরু করে IOS এবং Android এবং iOS অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করার পরিসংখ্যানের নিরিখে শীর্ষে Jio Cinema। ইংরেজি, হিন্দি, তামিল, মালায়লাম এবং বাংলা-সহ একাধিক ভাষা লাইভ স্ট্রিমিং করেছে Jio Cinema। অনলাইন সম্প্রচারে সকলের আশাও পূরণ করতে পেরেছে Jio Cinema।

সবচেয়ে বেশি দেখা ফুটবল ইভেন্টে নো-সাবস্ক্রিপশন অফারটি পরিপূরক করতে, JioCinema হাইপ মোডের সঙ্গে দর্শকদের লাইভ অভিজ্ঞতা বাড়িয়েছে। হাইপ মোড একটি লাইভ ম্যাচ চলাকালীন অনুরাগীদের তাদের নখদর্পণে বিভিন্ন অফার-সহ নানা বিষয় নিয়ে আসে। যার মধ্যে রয়েছে ম্যাচের একটি মাল্টি-ক্যাম ভিউ, রিয়াল-টাইমে ট্রিভিয়া, পরিসংখ্যান এবং টাইম হুইল যা দর্শকদের মুগ্ধ করেছে ৷

FIFA World Cup 2022: সঙ্গে ছিল ৫০-এর বেশি ব্র্যান্ড, ভারতে দুর্দান্ত বিশ্বকাপ সম্প্রচার ভায়াকম18 স্পোর্টসের

দোহা: গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছিল টুর্নামেন্ট ৷ আজ, ১৮ ডিসেম্বর ফাইনাল ৷ অর্থাৎ এক মাসের কিছুটা কম সময়ে শেষ হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ ৷ অসাধারণ একটা টুর্নামেন্টের সাক্ষী থাকল গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা ৷ এ বছর ভারতে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টিংয়ের দায়িত্বে ছিল ভায়াকম১৮ সংস্থা ৷ রেকর্ড সংখ্যায় মানুষ এ বছর স্পোর্টস১৮, এমটিভি এইচডি এবং জিও সিনেমা অ্যাপে বিশ্বকাপের খেলা দেখেছেন ৷ আজ, ফাইনাল ম্যাচও টিভিতে এবং অনলাইনে দেখার জন্য তৈরি ভারতীয়রা ৷

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে রয়েছে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান। এক মাসের ফুটবল যজ্ঞ শেষ হবে আনুষ্ঠানিক ভাবে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপ্তি অনুষ্ঠানেও ফুটবলপ্রেমীদের চমকে দিতে প্রস্তুত কাতার বিশ্বকাপের আয়োজকরা। এ বারের বিশ্বকাপে ভায়াকম১৮ স্পোর্টসের সঙ্গে জুড়েছে ৫০-এর বেশি-কমার্স, ব্যাঙ্কিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস, অটোমোবাইল, ফ্যাশন, হসপিটালিটি এবং ফিনটেক সংস্থার ব্র্যান্ড ৷ যা এককথায় দুর্দান্ত ৷ ভারতীয় দর্শকদের কাছে দারুণ একটা টুর্নামেন্ট সাফল্যের সঙ্গে সম্প্রচার করতে সফল ভায়াকম১৮ স্পোর্টস ৷

সমাপ্তি অনুষ্ঠানের জন্য শনিবার থেকে সাজানো হয়েছে লুসাইল স্টেডিয়াম। বিশ্বকাপ ফাইনালের ঠিক দেড় ঘণ্টা বা ৯০ মিনিট আগে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টায় শুরু হবে বিশ্বকাপের ক্লোজিং সেরেমনি অনুষ্ঠান ৷