খালি গায়ে মেসির উদ্দাম নাচ, মেক্সিকো ম্যাচ জয়ের পর উৎসবে মাতল আর্জেন্টিনা

#লুসেইল স্টেডিয়াম: সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল। প্লেয়ার ঘরেই বেশি সময় কাটানোর পাশাপাশি কমিয়ে দিয়েছিলেন কথা বলাও। লিওনেল স্কালোনির দলে সেই খোলামেলা পরিবেশটা যেন থমকে গিয়েছিল। কিন্তু মেক্সিকোর বিরুদ্ধে একটা জয় গোটা পরিবেশটাই এক লহমায় পাল্টে দিল। নাচে-গানে-উৎসবে মেতে উঠল নীল-সাদা ব্রিগেড।

কাতার বিশ্বকাপে টিকে থাকতে হলে মেক্সিকোর বিরুদ্ধে জয় পাওয়াটা অত্যাবশ্যক ছিল আর্জেন্টিনার। ডু অর ডাই ম্যাচে লিওনেল মেসি ও এনজো ফার্নান্ডেজের গোলে ৩ পয়েন্ট ঘরে তোলে স্কালোনির ছেলেরা। আর মাঠে বিজয় পতাকা ওড়ানোর পর মেসি আর্জেন্টিনীয় সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে তুমুল সেলিব্রেশনে মাতলেন। নিজের টুইটার হ্যান্ডল থেকে আর্জেন্টিনীয় ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি শেয়ার করলেন সেই আনন্দের ভিডিও। যা মুহূর্তেই ভাইরাল।

সেই ভিডিওতে দেখা যায় ড্রেসিং রুমের বিরুদ্ধে দলের সঙ্গে নাচে-গানে তাল দিচ্ছেন লিওনেল স্কালোনি। সবাই মিলে গানের তালে লাফাচ্ছেন। মেসি খালি গায়ে লাফাচ্ছেন, নাচছেনস গাইছেন। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে টেবিলেপ উপর উঠে লাফাতে দেখা যায়। ৯০ মিনিটের বেশি সময় মাঠে ঘাম ঝরানোর পর আরও এক ঘণ্টা নেচে গেয়ে কাটালেন মেসি, ডি মারিয়া, ফার্নান্ডেজরা।

 

আরও পড়ুনঃ ব্রাজিল বিশ্বকাপ জিতলেই বিলি করবেন নগ্ন ছবি, ঘোষণা নেইমারের দেশের সুপার সেক্সি মডেলের

 

 

গ্রুপ রাউন্ডে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ পয়াল ডিসেম্ব ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে। প্রতিপক্ষ রবার্ট লেওনডস্কির পোল্যান্ড। শেষ ষোলোয় যেতে হলে সেই ম্যাচও ডু অর ডাই মেসিদের কাছে। যদিও মেক্সিকো হারানের পর উৎসব শেষে মেসি জানিয়ে দিয়েছেন,অবশেষে বিশ্বকাপে ঢুকে পড়েছে আর্জেন্টিনা।