এলাকায় যদি একই নামের তিনজন ব্যক্তি থাকেন, কী হবে? উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপবে সন্দেহ নেই। কিন্তু যদি একই নামের তিনটি সিনেমা হয় তাহলে? বলিউডে এমন উদাহরণ ভুরি ভুরি। কিন্তু একই নামের আলাদা আলাদা তিনটি সিনেমাই হিট, এমন উদাহরণ হাতে গোনা। এরকমই একটি সিনেমার উদাহরণ হল ‘জেলর’। ২০২৩ সালে এই নামেই মুক্তি পেয়েছিল রজনীকান্তের ছবি। বক্স অফিসে ব্যাপক হিটও হয়। তবে ‘জেলর’ নামেই বলিউডে আরও সিনেমা হয়েছে। সেগুলোও সুপারহিট।

একই নামের তিনটি সিনেমা! তিনটিই ঝড় তুলেছিল বক্স অফিসে, বলিউডের এই কাহিনি আপনাকেও অবাক করবে

এলাকায় যদি একই নামের তিনজন ব্যক্তি থাকেন, কী হবে? উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপবে সন্দেহ নেই। কিন্তু যদি একই নামের তিনটি সিনেমা হয় তাহলে? বলিউডে এমন উদাহরণ ভুরি ভুরি। কিন্তু একই নামের আলাদা আলাদা তিনটি সিনেমাই হিট, এমন উদাহরণ হাতে গোনা। এরকমই একটি সিনেমার উদাহরণ হল ‘জেলর’। ২০২৩ সালে এই নামেই মুক্তি পেয়েছিল রজনীকান্তের ছবি। বক্স অফিসে ব্যাপক হিটও হয়। তবে ‘জেলর’ নামেই বলিউডে আরও সিনেমা হয়েছে। সেগুলোও সুপারহিট।
এলাকায় যদি একই নামের তিনজন ব্যক্তি থাকেন, কী হবে? উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপবে সন্দেহ নেই। কিন্তু যদি একই নামের তিনটি সিনেমা হয় তাহলে? বলিউডে এমন উদাহরণ ভুরি ভুরি। কিন্তু একই নামের আলাদা আলাদা তিনটি সিনেমাই হিট, এমন উদাহরণ হাতে গোনা।
এরকমই একটি সিনেমার উদাহরণ হল ‘জেলর’। ২০২৩ সালে এই নামেই মুক্তি পেয়েছিল রজনীকান্তের ছবি। বক্স অফিসে ব্যাপক হিটও হয়। তবে ‘জেলর’ নামেই বলিউডে আরও সিনেমা হয়েছে। সেগুলোও সুপারহিট।
১৯৩৮ সাল। স্বাধীনতা পূর্ববর্তী ভারতে মুক্তি পেয়েছিল ‘জেলর’ নামের প্রথম সিনেমা। মিনার্ভা মুভিটোন প্রযোজিত এই ছবির পরিচালক ছিলেন সোহরাব মোদি। কামাল আমরোহির গল্প নিয়ে তৈরি ছবির চিত্রনাট্য লিখেছিলেন জে কে নন্দা। সঙ্গীত পরিচালক ছিলেন মীর সাহেব। পরিচালক সোহরাব মোদি এই ছবিতে অভিনয়ও করেছিলেন। এছাড়া অন্যান্য প্রধান চরিত্রে ছিলেন লীলা চিটনিস, সাদিক আলি, এরুচ তারাপোর, আবু বকর, বেবি কমলা এবং কুসুম দেশপাণ্ডে।
১৯৩৮ সাল। স্বাধীনতা পূর্ববর্তী ভারতে মুক্তি পেয়েছিল ‘জেলর’ নামের প্রথম সিনেমা। মিনার্ভা মুভিটোন প্রযোজিত এই ছবির পরিচালক ছিলেন সোহরাব মোদি। কামাল আমরোহির গল্প নিয়ে তৈরি ছবির চিত্রনাট্য লিখেছিলেন জে কে নন্দা। সঙ্গীত পরিচালক ছিলেন মীর সাহেব।
পরিচালক সোহরাব মোদি এই ছবিতে অভিনয়ও করেছিলেন। এছাড়া অন্যান্য প্রধান চরিত্রে ছিলেন লীলা চিটনিস, সাদিক আলি, এরুচ তারাপোর, আবু বকর, বেবি কমলা এবং কুসুম দেশপাণ্ডে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেই সময় এই ছবি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। স্বাধীনতার পর ১৯৫৮ সালে ‘জেলর’ নামে তৈরি হয় আরও একটি ছবি। এটা ছিল সোহরাব মোদি পরিচালিত ‘জেলর’-এর রিমেক। এই ছবির পরিচালকও ছিলেন সোহরাব মোদি। প্রযোজক মিনার্ভা মুভিটোন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেই সময় এই ছবি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল।
স্বাধীনতার পর ১৯৫৮ সালে ‘জেলর’ নামে তৈরি হয় আরও একটি ছবি। এটা ছিল সোহরাব মোদি পরিচালিত ‘জেলর’-এর রিমেক। এই ছবির পরিচালকও ছিলেন সোহরাব মোদি। প্রযোজক মিনার্ভা মুভিটোন।
গল্প এবং সংলাপ লিখেছিলেন কামাল আমরোহি। তবে ছবির সঙ্গীত এবং সুরকারের দায়িত্ব বর্তেছিল মদন মোহন এবং রাজেন্দ্র কৃষ্ণের উপর। জেলারের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সোহরাব মোদি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কামিনী কৌশল, গীতা বালি, অভি ভট্টাচার্য, ডেইজি ইরানি, নানা পালসিকার, এরুচ তারাপোর এবং প্রতিমা দেবী।
গল্প এবং সংলাপ লিখেছিলেন কামাল আমরোহি। তবে ছবির সঙ্গীত এবং সুরকারের দায়িত্ব বর্তেছিল মদন মোহন এবং রাজেন্দ্র কৃষ্ণের উপর। জেলারের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সোহরাব মোদি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কামিনী কৌশল, গীতা বালি, অভি ভট্টাচার্য, ডেইজি ইরানি, নানা পালসিকার, এরুচ তারাপোর এবং প্রতিমা দেবী।
১৯৩৮ এবং ১৯৫৮ সালের পর ২০২৩ সালে ‘জেলর’ নামে নতুন একটি ছবি নিয়ে আসেন রজনীকান্ত। এই ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে ঝড় তোলে। আয়ের দিক থেকেও রেকর্ড গড়ে। পিছনে ফেলে দেয় অনেক হিট ছবিকেই।
১৯৩৮ এবং ১৯৫৮ সালের পর ২০২৩ সালে ‘জেলর’ নামে নতুন একটি ছবি নিয়ে আসেন রজনীকান্ত। এই ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে ঝড় তোলে। আয়ের দিক থেকেও রেকর্ড গড়ে। পিছনে ফেলে দেয় অনেক হিট ছবিকেই।
নেলসন দিলীপকুমার পরিচালিত এবং সান পিকচার্সের কালনিথি মারান প্রযোজিত রজনীকান্তের ‘জেলর’ অ্যাকশনে ভরপুর। এই ছবিতে রজনীকান্ত ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিনায়কন, রাম্যা কৃষ্ণান, বসন্ত রবি, তামান্না, সুনীল, মিরনা মেনন এবং যোগী বাবু।
নেলসন দিলীপকুমার পরিচালিত এবং সান পিকচার্সের কালনিথি মারান প্রযোজিত রজনীকান্তের ‘জেলর’ অ্যাকশনে ভরপুর। এই ছবিতে রজনীকান্ত ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিনায়কন, রাম্যা কৃষ্ণান, বসন্ত রবি, তামান্না, সুনীল, মিরনা মেনন এবং যোগী বাবু।