শেষ যাত্রাতেও নজির গড়ল কোয়ান্টাসের Boeing 747, আকাশে ক্যাঙারু আঁকল ‘কুইন অফ দ্য স্কাই’

#সিডনি: বোয়িং-৭৪৭ ৷ বোয়িংয়ের এই বিমান ‘কুইন অফ দ্য স্কাই’ নামেই পরিচিত ৷ সত্তরের দশক থেকেই বিভিন্ন দেশে পরিষেবা দিয়ে আসছে বোয়িং-৭৪৭ বিমানগুলি ৷ চার ইঞ্জিনের এই ‘জাম্বো জেট’ খুব কম মানুষই আছেন, যাদের চড়ে পছন্দ হয়নি ৷ কিন্তু সবকিছুরই একটা শেষ থাকে ৷ এবার ধীরে ধীরে বোয়িং-৭৪৭ অবলুপ্তির পথে ৷

শেষবার ওড়ার আগে বিমানবন্দরে কোয়ান্টাসের বোয়িং ৭৪৭
শেষবার ওড়ার আগে বিমানবন্দরে কোয়ান্টাসের বোয়িং ৭৪৭

ব্রিটিশ এয়ারওয়েজ কিছুদিন আগেই তাদের বোয়িং-৭৪৭ বিমানগুলির রিটায়ারমেন্টের কথা ঘোষণা করেছিল ৷ এবার সেই পথেই হেঁটে শেষবারের মতো উড়ল অস্ট্রেলিয়ার বিমানসংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের শেষ বোয়িং ৭৪৭ বিমানটি ৷

শেষ যাত্রাতেও অবশ্য একটা মনে রাখার মতোই কাজ করলেন বিমানের পাইলটরা ৷ কোয়ান্টাসের প্রতীক ক্যাঙারুর আকারে আকাশে লাইন একে দিলেন শেষবারের মতো ওড়া বোয়িং ৭৪৭-এর পাইলটরা ৷ যে ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয় কোয়ান্টাস এয়ারওয়েজের পক্ষ থেকে ৷

১৯৭১ সালে কোয়ান্টাসের বিমান তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এই বোয়িং ৭৪৭ বিমানের যাত্রা অবশেষে শেষ হল ৷ আমেরিকার পথে রওনা হওয়ার আগে এই সুন্দর দৃশ্যের উপহার দিলেন পাইলটরা ৷ গত প্রায় ৪০ বছরে ২৫০ মিলিয়নেরও বেশি যাত্রীদের পরিষেবা দিয়েছে কোয়ান্টাসের বোয়িং-৭৪৭ বিমানগুলি ৷ ভিভিআইপি যাত্রীদের তালিকায় রয়েছেন কুইন এলিজাবেথ দ্বিতীয় এবং ১৯৮৪ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রতিবারের অস্ট্রেলিয়ান অলিম্পিক দল ৷

একসময় কোয়ান্টাস এয়ারওয়েজ বিশ্বের একমাত্র বিমানসংস্থা ছিল, যাদের প্রত্যেকটি বিমানই ছিল বোয়িং ৭৪৭ ৷ করোনার জেরে এখন বিপর্যস্ত বিমানশিল্প ৷ চার ইঞ্জিনের জাম্বো জেটগুলি রক্ষণাবেক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে অধিকাংশ বিমানসংস্থাগুলির পক্ষেই ৷ তাই ধীরে ধীরে বিশ্বের বিমান মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে ‘কুইন অফ দ্য স্কাই’ বোয়িং ৭৪৭ ৷