নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে গোল পেলেন রোনাল্ডো, স্বস্তির নিঃশ্বাস ম্যান ইউ সমর্থকদের

ম্যান ইউ – ২
শেরিফ -০

#লন্ডন: শেষ কয়েকটা মাস নিজের পেশাদার জীবনের অন্ধকার পর্ব কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফর্ম নেই, গোল নেই। ইউনাইটেড ছাড়ার ইচ্ছে থাকলেও অন্য কেউ তাকে দলে নিতে রাজি হননি। আধুনিক সময়ের অন্যতম সেরা ফুটবলারের কাছে এমন প্রত্যাখ্যান অপমানের শামিল। চলতি মৌসুমের শুরু থেকে গোলের সঙ্গে যেনো একপ্রকার বিচ্ছেদই চলছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর।

আরও পড়ুন – মূর্খ প্রধান নির্বাচক! বিশ্বকাপে পাকিস্তান দল দেখে আঁতকে উঠলেন শোয়েব আখতার

অফ ফর্মের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে মূল একাদশে জায়গাও হারিয়েছেন এ পর্তুগিজ যুবরাজ। অবশেষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে খেলতে নেমে মৌসুমের প্রথম গোলের দেখা পেলেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী তারকা। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে শেরিফ তিরাসপোলের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন রোনালদো।

তার আগে জেডন সানচো করেন ম্যাচের প্রথম গোল। সবমিলিয়ে শেরিফকে ২-০ গোলে হারিয়ে চলতি ইউরোপায় নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে গিয়েছিল ইউনাইটেড। এবার শেরিফের মাঠে গিয়ে আর ভুল করেনি এরিক টেন হাগের শিষ্যরা।

ম্যাচে রীতিমতো একচ্ছত্র দাপটই ছিল ইউনাইটেডের। প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখে গোলের জন্য লক্ষ্য বরাবর চারটি শট করেছে তারা। ম্যাচের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে মাত্র ১৭ মিনিট পর্যন্ত। ডি-বক্সের মাথায় সানচোর উদ্দেশ্যে দারুণ এক পাস এগিয়ে দেন ক্রিশ্চিয়ান এরিকসেন।

বাম পায়ে বলটি রিসিভ করেই নিখুঁত ফিনিশিংয়ে ডান দিকের জাল কাঁপান ২২ বছর বয়সী উইঙ্গার সানচো। ইউনাইটেড ডাচ ম্যানেজার তেন হ্যাগ দারুন খুশি রোনাল্ডো গোল পাওয়ায়। তিনি জানিয়ে দিয়েছেন আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য একটি গোল দরকার ছিল পর্তুগিজ মহা তারকার। অবশেষে সেই গোল এসে গেল।

এখন আর আটকানো মুশকিল হবে রোনাল্ডোকে। ক্রিশ্চিয়ানো নিজেও যেন কিছুটা স্বস্তি পেয়েছেন। অনেকদিন পর হয়তো রাতে ঘুমাতে পারবেন। তবে বছর শেষের বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে নিজের সবকিছু উজাড় করে দিতে চান পর্তুগিজ ফুটবলের যুবরাজ।