ফেডেরার, সেরেনা অতীত! টেনিস বিশ্বের নতুন রাজা এবং রানীকে চিনে নিন

#নিউ ইয়র্ক: চল্লিশের বাতাস সরিয়ে বিশ্ব টেনিসে এখন একুশে হাওয়া। গত দু’সপ্তাহের মধ্যে অবসর ঘোষণা করেছেন দুই মহাতারকা সেরেনা উইলিয়ামস (৪০) ও রজার ফেডেরার (৪১)। আগামী সপ্তাহে লেভার কাপই সুইস কিংবদন্তির শেষ টুর্নামেন্ট। সেরেনার জায়গায় বর্তমানে মহিলা সিঙ্গলসে টেনিসের উজ্জ্বল মুখ ইগা সুইয়াটেক। বয়স ১৯। পুরুষ বিভাগে ‘সেনসেশন’ ২১ বছর বয়সি স্পেনের কার্লোস আলকারাজ।

এর মধ্যে পোল্যান্ডের ইগা সুইয়াটেকের নামের পাশে এখনই রয়েছে তিনটি গ্র্যান্ড স্ল্যাম। ‘হল অব ফেম’ কোচ নিক বলটেয়ারি বলছেন, ‘রজার ও সেরেনাকে টেনিস সাম্রাজ্যে খুবই মিস করব। কিন্তু নতুনদের জায়গা করে দেওয়ার জন্য পুরনোদের বিদায় তো নিতেই হবে। এটাই বাস্তব। মনে রাখবেন, সুইয়াটেক ও আলকারাজ এখন বিশ্বের এক নম্বর প্লেয়ার।’

আরও পড়ুন – হতাশ করলেন সেহওয়াগ, পঙ্কজের ৫ উইকেট এবং ইউসুফের লড়াই, জমজমাট লেজেন্ডস ক্রিকেট ইডেনে

টেনিস যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা নিক অতীতে সেরেনা, ভেনাস, আন্দ্রে আগাসি, জিম কুরিয়র, মনিকা সেলেস, মারিয়া শারাপোভাদের সঙ্গে কাজ করেছেন। মহিলা টেনিস তারুণ্যের জয়গান গাইলেও পুরুষ বিভাগে বিচরণ করছেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। দু’জনে মিলে এবছর চারটির মধ্যে তিনটি গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হয়েছেন।

নাদাল ও জকোভিচের ক্যাবিনেটে রয়েছে যথাক্রমে ২২ ও ২১টি গ্র্যান্ড স্ল্যাম। বিশ্ব টেনিসের ইতিহাসে লেখা থাকবে সেরেনা উইলিয়ামস ও রজার ফেডেরারের দাপট। দু’জনেই জিতেছেন যথাক্রমে ২৩ ও ২০টি গ্র্যান্ড স্ল্যাম। দুই তারকার ঝুলিতেই রয়েছে একাধিক ট্রফি, ওলিম্পিক পদক। গড়েছেন প্রায় একশো সপ্তাহ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকার নজিরও।

ছ’মাস আগে অ্যাশলি বার্টি অবসর নেওয়ার পর শীর্ষস্থানে উঠে আসেন ইগা সুইয়াটেক। যিনি ২০১৬ সালের পর প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে একই বছরে দু’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। গত সোমবার পুরুষ সিঙ্গলসে শীর্ষস্থানে উঠে এসেছেন কার্লোস আলকারাজ।

বিশ্ব টেনিসে সর্বকনিষ্ঠ এক নম্বর। টেনিস বিশেষজ্ঞরা বলছেন, কোনও অঘটন না ঘটলে দুই মহাতারকার দেখানো পথেই সাম্রাজ্য বিস্তার করবেন সুইয়াটেক ও আলকারাজ।