সেকেন্ড হ্যান্ড ‘এই’ গাড়িই পছন্দ নেতাদের! কারণটা অবাক করে দেবে

উত্তর ২৪ পরগনা: জানেন কি, সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়ির মধ্যে সবচেয়ে চাহিদায় তুঙ্গে থাকে এসইউভি-র এই মডেলের গাড়ি। সাদা অথবা কালো, বহু মানুষের এখন প্রথম পছন্দের সেকেন্ড হ্যান্ড এই গাড়ি জেলার বাজারে সবচেয়ে অধিক পরিমাণে বিক্রি হয় বলেই জানাচ্ছেন বিক্রেতারা।

এর পেছনে রয়েছে বিশেষ কারণ। যা শুনলে রীতিমতো হতবাক হতে হয়। বর্তমানে রাজ্যে সেকেন্ড হ্যান্ড বা ব্যবহার করা গাড়ির বাজার অনেকটাই বেড়েছে। রাজ্যের নানা প্রান্তে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাবেচার রমরমাও লক্ষ্য করা যায়।

আরও পড়ুন- ১৯৮৩ সালে এল, ২০১৪-তে বিদায়! মধ্যবিত্তের ‘স্বপ্ন’ ছিল এই গাড়ি, এখন অতীত!

কম দাম দিয়ে অত্যাধুনিক উন্নত প্রযুক্তির সেকেন্ড হ্যান্ড গাড়ির খোঁজ করেন ক্রেতারা। সেই জায়গা থেকে জেলার নানা গাড়ি শোরুমগুলিতে খোঁজ নিয়ে জানা গেল, সব থেকে এগিয়ে মাহিন্দ্রা কোম্পানির স্করপিও মডেল।

এই গাড়ি নিত্য দিন যাতায়াতের ক্ষেত্রে একেবারে পারফেক্ট আম আদমীর জন্যও। কিন্তু বাজেটের কারণে সবাই তো আর নতুন ঝকঝকে গাড়ি কিনতে পারেন না। সেই ইচ্ছা কিছুটা কমিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়িতেই সন্তুষ্ট থাকেন অনেকে।

আর সেই জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড স্করপিও গাড়ি চাহিদা তুঙ্গে থাকে বলছেন বিক্রেতারা। তবে সাদা অথবা কালো স্করপিও সবথেকে পছন্দের রাজনৈতিক ব্যক্তিত্বদের, মানছেন বিক্রেতারাও। যা কিনতে সাত পাঁচ ভাবছেন না স্থানীয় নেতার কর্মী থেকে সাধারণ মানুষজন।

ভাল ডিল পেলেই লুফে নিচ্ছেন অধিকাংশ মানুষ। এমনকী অগ্রিম বুকিংও করে রাখছেন এই গাড়ির জন্য। ৭ লক্ষ টাকা থেকে শুরু করে ১৬-১৭ লক্ষ টাকা পর্যন্ত এই গাড়ির জন্য ব্যয় করতে প্রস্তুত অনেকেই।

সিটি রাইডিংয়ের পাশাপাশি অফ-রোডিংয়েও দুরন্ত বিকল্প এই গাড়ি। তাই যে কোনো জায়গায় পৌঁছে যাওয়ার জন্য রাজ্যের নেতা মন্ত্রী থেকে বিধায়কদেরও ব্যবহার করতে দেখা যায় এই এসইউভি গাড়ি।

আরও পড়ুন- বাজ পড়লে বাড়ির ফ্রিজ, টিভি, সুরক্ষিত রাখবেন কী করে? এই টিপস কাজে লাগবে

আর সেই কারণেই আভিজাত্য দেখাতে এখন সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে স্করপিও গাড়ি বেশি পছন্দ স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের একাংশের। তবে এই বিষয়টি নিয়েও কটাক্ষের সুর বিরোধীদের গলায়।

Rudra Narayan Roy