Fire At Dumdum: আগুনে পুড়ে ছাই দমদমের ঝুপড়ির ৫০টি বাড়ি, নেই হতাহতের খবর

শনিবারের সকালে হঠাৎই বিধ্বংসী আগুনে তীব্র আতঙ্ক ছড়াল দমদমের ছাতাকল সংলগ্ন৷ আগুনে পুড়ে গিয়েছে প্রায় ৪০-৫০টি ঘরবাড়ি৷ ঘটনার পর এলাকায় পৌঁছে গিয়েছে ১০টি দমকলের ইঞ্জিন৷ শোনা গিয়েছে, ঘটনাস্থলে ছিল প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ৷ সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ প্রশাসনের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু৷ এ দিন সকালে ছাতাকলের পার্শ্ববর্তী ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে৷ মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে৷ পুড়ে যায় ঝুপড়ির প্রায় ৪০-৫০টি বাড়ি৷ বলা হয়, যে সময়ে আগুন লাগে, সেই সময় এই ঝুপড়ির বাসিন্দাদের অধিংকাশ মানুষ কাজে বেরিয়ে গিয়েছিলেন৷ সেই কারণে ভিতরে আটকে থাকার কোনও খবর নেই৷ তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।