প্রতীকী ছবি

নিউটাউনে চলন্ত গাড়িতে আগুন, রবিবারের সন্ধেয় ভয়ানক ঘটনা মাঝরাস্তায়

কলকাতা: নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ে চলন্ত গাড়িতে আগুন। কলেজ মোড়ের দিক থেকে আসছিল গাড়িটি। আকাঙ্ক্ষা মোড়ের দিকে আসছিল। সেই সময় আচমকা আগুন লেগে যায়।

দমকলের ইঞ্জিনকে খবর দেয়া হয়। গাড়ির মধ্যে একজন ছিলেন। অল্পের জন্য রক্ষা পান তিনি। ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ।

গত মঙ্গলবার বিকেলেও একটি বেসরকারি স্কুলের গাড়িতে আগুন লেগেছিল। ছুটির পর ছাত্রীরা পুলকারে সল্টলেক থেকে নিকোপার্ক হয়ে নিউটাউন যাচ্ছিল। সেই সময় সেক্টর ফাইভে নিউ ব্রিজ টু-এর কাছে চলন্ত পুলকারে আগুন লেগে যায়।

আরও পড়ুন- আর একটু গেলেই দিঘা, ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের!সাইকেল-গাড়ি সব ছিন্নভিন্ন

সেই সময় গাড়িতে ধোঁয়া দেখতে পেয়ে চালক গাড়িটিকে একপাশে রেখেই নেমে পড়েন। চলন্ত গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেই ছুটে আসেন বিধাননগর ট্রাফিক পুলিশের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা। তড়িঘড়ি করে ছাত্রীদের গাড়ি থেকে নামান তাঁরা।

এর পর খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তড়িঘড়ি ছাত্রীদের পুলকার থেকে নামানো হয়। না হলে সেদিনও বড়সড় বিপদ হতে পারত।

বারবার কেন চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটছে। যান্ত্রিক গোলযোগ? এক্ষেত্রে বারবার সময়মতো যাত্রীদের না নামানো হলে বড় বিপদের সম্ভাবনা থেকেই যায়।

আরও পড়ুন- দক্ষিণবঙ্গবাংলাদেশের ট্রলার ডুবিতে মানবিক ভারতের মৎসজীবীরা, প্রশংসা কুড়নোর মতো কাজ

এর আগেও একাধিকবার কলকাতার রাস্তায় চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবারই তৎপরতার জেরে প্রাণ বেঁচেছে যাত্রীদের।