Tag Archives: newtown

Newtown Disha Eye Hospital: নিউটাউনে গড়ে উঠছে দিশার মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল, সুখবর চক্ষুরোগীদের জন্য

Disha Eye Hospital : সামর্থ্যের মধ্যে সর্বসাধারণের জন্য চোখের চিকিৎসা – এই মন্ত্র নিয়েই গড়ে উঠেছে দিশা আই হসপিটালস। ডক্টর দেবাশিস ভট্টাচার্যের নিজের হাতে গড়ে তোলা এই আই হসপিটাল আজ পশ্চিমবঙ্গের সেরা চক্ষু চিকিৎসা কেন্দ্রগুলির একটি। সারা রাজ্যে দিশার ১৮টি হসপিটাল রয়েছে। বছরে দেড় লক্ষেরও বেশি আই সার্জারি হয় এখানে। অন্তত ১১ লক্ষ রোগী সারা বছর এখানে চিকিৎসার জন্য আসেন। চক্ষু চিকিৎসার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ডক্টর দেবাশিস ভট্টাচার্য। All India Ophthalmological Society-র প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন ২০১৫-১৬ সালে। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত দুটি টার্মে AIOS-এর Editor Proceedings এবং ২০১০-১১ সালে AIOS-এর Ethics Committee-র Chairman-এর পদে ছিলেন তিনি। ক্যাটারাক্ট সার্জারি এবং আই-কেয়ার হসপিটাল ম্যানেজমেন্টে ডক্টর দেবাশিস ভট্টাচার্যের জুড়ি মেলা ভার। সদ্য পেশায় যোগ দেওয়া চক্ষু চিকিৎসকদের কাছে ডক্টর দেবাশিস ভট্টাচার্য একজন শিক্ষাগুরু। সূক্ষতার সঙ্গে Cataract Surgery and ফেকোয় পারদর্শী ডক্টর দেবাশিস ভট্টাচার্য বহু ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। ভারতীয় চিকিৎসাক্ষেত্রে Group Practice model-এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি। ডক্টর দেবাশিস ভট্টাচার্যের তত্ত্বাবধানে দিশা আই হসপিটালস চোখের চিকিৎসাকে সাধারণের নাগালের মধ্যে নিয়ে এসেছে। গত ২৫ বছর ধরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে কম খরচে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেছে এই হসপিটাল। তবে আই হসপিটালসের পর এবার সামগ্রিক চিকিৎসায় পা রাখার পালা। নিউটাউনে ৩ একর জমিতে গড়ে উঠছে দিশার ৬০০ শয্যা-বিশিষ্ট Multi-specialty Hospital। এবছরই হাসপাতাল তৈরির কাজ শেষ হতে চলেছে। পূর্ব ভারতে চিকিৎসাক্ষেত্রে দিশা আই হসপিটালস এবং ডক্টর দেবাশিস ভট্টাচার্যের অবদানকে স্বীকৃতি দিতে পেরে গর্বিত নিউজ 18 বাংলা।

Newtown Crime: ক্রাইম সিরিজের মতো রহস্য সমাধান নিউ টাউন খুনের, ২৪ ঘণ্টা ধরে পুলিশ ঠিক কী কী করল?

নিউটাউন:  নাকা চেকিংয়ের সময় অ্যাপ ক্যাবে তল্লাশি চালাতেই গোটা ঘটনার পর্দাফাঁস। নিউ টাউনে খালের ধারে ট্রলির ভিতর বৃদ্ধের দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করল বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত টেকনোসিটি থানার পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত সৌম্যকান্তি জানাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, ধৃত একটি বেসরকারি ব্যাঙ্কের নিমতা শাখার কর্মী। ধৃতকে রবিবার বারাসত আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিন টেকনোসিটি থানায় একটি সাংবাদিক সম্মেলন করে নিউটাউনের ডেপুটি কমিশনার মানব সিঙ্গলা বলেন, ‘ধৃতের সঙ্গে নিহত বৃদ্ধের দেড় থেকে দু’‌বছরের পরিচয়। দু’‌জনের মধ্যে আর্থিক বিবাদ ছিল। ধৃতের থেকে বৃদ্ধ প্রাপ্য টাকা পেতেন। ‌প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। তবে কত টাকার জন্য এই খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন: ট্রলি ব্যাগে মৃতদেহ, নিউ টাউনের খুনের কিনারা করল পুলিশ! কেন খুন? জানলে শিউরে উঠবেন

‌এদিন অ্যাপ ক্যাবটির পরীক্ষা করে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশ জানিয়েছে, বৃদ্ধের মাথায় গভীর ক্ষত ছিল। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়েছে। তবে এদিন সন্ধে পর্যন্ত কোনও অস্ত্র উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, জোরে ধাক্কা দেওয়ায় বৃদ্ধের মাথা ফেটে গেছিল। তার জন্যই মাথায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তবে এ বিষয়টি তদন্ত সাপেক্ষ। ডিসি (‌নিউটাউন)‌ জানান, ২২ মার্চ বিকেল সাড়ে ৪টে থেকে সাড়ে ৫টার মধ্যে সুবোধ সরকার (‌৮২)‌–‌এর খুন করে সৌম্যকান্তি। ব্যারাকপুর থানা এলাকায় যেখানে ধৃত থাকত, সেখানেই খুন বলে অনুমান।

এরপর লাল রঙের নতুন ট্রলিতে মৃতদেহ ভরে লোপাটের পরিকল্পনা করে সে। সন্ধে ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সে আন্তঃশহর অ্যাপ ক্যাব বুক করে। চালকের সহযোগিতায় গাড়ির ডিকিতে ট্রলিটি তোলে সৌম্যকান্তি। ক্যাব চালক ট্রলির ওজন বেশি হওয়ার কারণ জিজ্ঞেস করায় ধৃত যুবক বলে, ‘এর ভিতর বেশকিছু ‌ভারী বই রয়েছে।’‌ রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে কারিগরি ভবনের পিছনে পাচুরিয়া খালের ১৫০ মিটার আগে চালককে গাড়ি থামাতে বলে সৌম্যকান্তি। জানায়, ‘‌তুমি একটু দাঁড়াও। আমি ট্রলিটি এক আত্মীয়ের বাড়িতে দিয়েই আবার আসছি।’

এরপর খালে মৃতদেহ‌টি ফেলে সে ওই অ্যাপ ক্যাবে চেপে এগরার উদ্দেশে রওনা দেয়। এতটা রাস্তা ভাগাভাগি করে চালানোর জন্য গাড়িতে চালকের এক বন্ধুও ছিল।

এদিকে শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ দেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজে বিধাননগর এলাকায় অ্যাপ ক্যাবটি দেখা যায়। পরে জানা যায়, ওইদিন ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকায় নাকা তল্লাশির সময় গাড়িটি আটক করা হয়েছে। ডিকির ম্যাট তুলতেই দেখা যায় চাপ–‌চাপ রক্ত।

তখন গাড়িচালক পুলিশকে গোটা ঘটনা জানান। তড়িঘড়ি টেকনোসিটি থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছে সৌম্যকান্তিকে গ্রেফতার করে। ডিসি (‌নিউটাউন) মানব সিঙ্গলা বলেন, ‘‌আপাতত ব্যাঙ্ক কর্মীকেই গ্রেফতার করা হয়েছে। কেউ আটক নেই। তদন্ত চলছে।’ এদিন উপস্থিত ছিলেন নিউটাউনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উৎসা শ্রীমানি ও টেকনোসিটি থানার ইনস্পেক্টর ইনচার্জ সোমনাথ ভট্টাচার্য।

Newtown Crime: ট্রলি ব্যাগে মৃতদেহ, নিউ টাউনের খুনের কিনারা করল পুলিশ! কেন খুন? জানলে শিউরে উঠবেন

নিউটাউন: রবিবার সকাল থেকেই নিউটাউনের খুনের ঘটনাকে কেন্দ্র করে শিউরে উঠেছে গোটা রাজ‍্য। ট্রলি ব‍্যাগের ভিতর থেকে উদ্ধার হয় মৃতদেহ। কিন্ত কেন এই ভয়ঙ্কর খুন? জানা গেল আসল কারণ। তদন্তে উঠে এল চাঞ্চল‍্যকর তথ‍্য।

পুলিশ সূত্রে খবর, আর্থিক সংক্রান্ত মামলাকে সামনে রেখেই খুন করা হয়েছে সুবোধ সরকারকে।পুলিশের পক্ষ থেকে জানানো হয় ২২ তারিখ অর্থাত্‍ শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে ৫টার মধ্যেই ওই ব‍্যক্তিকে খুন করা হয়। সেই দেহ ৯টা থেকে সাড়ে নটা নাগাদ নিউটাউনের কারিগরি ভবনের পেছনে খালে ফেলা হয় এবং টেকনোসিটি থানার পুলিশ পরের দিন অর্থাৎ শনিবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে উদ্ধার করেন।
ইতিমধ্যে ঘটনায় ১ জন গ্রেফতার। অভিযুক্তকে ৭ দিন পুলিশ হেফাজত দেওয়া হয়েছে।

এই ট্রলি ব্যাগ বন্দি মৃতদেহ একটি অ্যাপ ক্যাব গাড়িতে করে ফেলে পালাচ্ছিল ধৃতরা। সেই গাড়িটিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে উদ্ধার করা হয়। গাড়ির পিছনে রক্তের স্পষ্ট দাগ দেখা যাচ্ছিল। তারপরই সন্দেহ হয় পুলিশের, তৎক্ষণাৎ আটক করা হয় গাড়িটি।

আজ সকালে টেকনোসিটি থানায় নিয়ে আসা হয় আপ ক্যাবটিকে।ইতিমধ্যেই ফরেন্সিকের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছয়। ফরেন্সিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ঠিক কী ঘটনা ঘটেছিল? এই নৃশংস হত্যার পিছনে আর কারা কারা জড়িত ? সবটাই তদন্ত করছে টেকনো সিটি থানার পুলিশ।

Crime News : খাস নিউটাউনে উদ্ধার ট্রলি বন্দি দেহ ! বীভৎস হত্যাকাণ্ডে এবার নয়া মোড়…হল ফরেন্সিক

নিউটাউন : শনিবার ভয়ঙ্কর কাণ্ড ঘটে নিউটাউনে। ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল মৃতদেহ। একটি অ্যাব ক্যাপের গাড়িতে করে ট্রলিটি আনা হয়েছিল। তবে তখনি গাড়িটি উদ্ধার করা যায়নি পড়ে সেই গাড়িটি উদ্ধার করা হয়।  এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় গাড়িটির সম্পূর্ণ ফরেন্সিক পরীক্ষা করা হবে। তাই ইতিমধ্যেই ২ জন ফরেন্সিক আধিকারিক নমুনা সংগ্রহ করেছেন।

শনিবার সকালে নিউটাউন কারিগরি ভবনের পিছনে লাল ট্রলি ব্যাগ বন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে টেকনোসিটি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে। মৃত ব্যক্তির নাম সুবোধ সরকার।

এই ট্রলি ব্যাগ বন্দি মৃতদেহ একটি অ্যাপ ক্যাব গাড়িতে করে ফেলে পালাচ্ছিল ধৃতরা। সেই গাড়িটিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে উদ্ধার করা হয়। গাড়ির পিছনে রক্তের স্পষ্ট দাগ দেখা যাচ্ছিল। তারপরই সন্দেহ হয় পুলিশের, তৎক্ষণাৎ আটক করা হয় গাড়িটি।

আজ সকালে টেকনোসিটি থানায় নিয়ে আসা হয় আপ ক্যাবটিকে।ইতিমধ্যেই ফরেন্সিকের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছয়। ফরেন্সিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ঠিক কী ঘটনা ঘটেছিল? এই নৃশংস হত্যার পিছনে আর কারা কারা জড়িত ? সবটাই তদন্ত করছে টেকনো সিটি থানার পুলিশ।

নিউটাউনে জমজমাট মহিলাদের ক্রিকেট, ম্যাচ ঘিরে উৎসবের মেজাজ

কলকাতা: যাঁরা রাঁধেন, তাঁরা চুলও বাঁধেন। এই প্রবাদ বাক্যই যেন সত্যি হল নিউটাউনে! নিউটাউন সিই ব্লকের মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারদের ম্যাচ হল জমজমাট।

বিগত বছরের মতো এবারও নিউ টাউন সিই ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন ওই ব্লকের মহিলা গ্রুপের একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। জমজমাট সেই ম্যাচ নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছিল দেখার মতো।

আরও পড়ুন- ‘এটাই’ ভারতের বিশ্বকাপের দল! বিরাট কোহলির জায়গা নেই, কারা কারা থাকবেন দলে?

দলগঠন হয় তরুণ এবং প্রবীণ নাগরিকদের নিয়ে। দুই দলের মধ্যে অনেকেই গৃহবধূ। সারা বছর তাঁদের হাতেই সেজে ওঠে সংসার। তাঁরা একটা দিন মাঠে নেমে জমিয়ে ক্রিকেট খেললেন। মাঠে নামা প্রতিটি মহিলার মধ্যে উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

দুই দলের ক্রিকেটাররা খেললেন মনের আনন্দে। একটা দিনের এই ক্রিকেট ম্যাচ ঘিরে যেন ছিল উৎসবের মেজাজ।

Devi Shetty’s Narayana Hrudayalaya: নিউটাউনে হাসপাতাল তৈরি করবেন চিকিৎসক দেবী শেট্টি, ৭.২ একর জমি দিল রাজ্য সরকার

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৭.২ একর জমি দিল চিকিৎসক দেবী শেট্টিকে৷ তাঁর নেতৃত্বাধীন শেট্টি নারায়ণা হৃদয়ালয় একটি হাসপাতাল তৈরি করবে ওই জমিতে৷ বেঙ্গালুরুতে এই হাসপাতালের মূল কেন্দ্র৷ এটি নিউটাউনে মোট ১ হাজার শয্যার বিশাল হাসপাতাল তৈরি করবে৷ মনে করা হচ্ছে এই হাসপাতালে দৈনিক ৫ হাজার থেকে ৭ হাজার আক্রান্তের চিকিৎসা করা যাবে এক দিনে৷

এই হাসপাতালটি একটি ১ হাজার কোটির প্রজেক্ট, পরিচালনা করবে নারায়ণা হেল্থ চেইন৷ হিডকোর তরফ থেকে জানানো হয়েছে, এই জমি ওই সংস্থাকে দেওয়া হয়েছে, কারণ সেখানে একটি মেডিক্যাল প্রতিষ্ঠান যাতে গড়ে তোলা যায়৷ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাছেই এই হাসপাতাল তৈরি করা হবে৷

সাংবাদিকদের দেবী শেট্টি জানিয়েছেন, ‘আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নগরোন্নয়ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে এই জমি আমাদের দেওয়া হয়েছে৷ আগামী ছ’মাসের মধ্যে আমরা হাসপাতাল তৈরির কাজ শুরু করে দিতে চাইছি৷ দু’টি ধাপে এই প্রজেক্ট শেষ হবে৷ আগামী দু’বছরের মধ্যে প্রথম ধাপের কাজ শেষ করে চিকিৎসা শুরু করতে আমরা চাইছি আর দেড় বছরে এই হাসপাতালের একটি সফট লঞ্চ হবে৷’

শেট্টি জানিয়েছেন, ‘এই হাসপাতালে থাকবে কাটিং এজ সুবিধা থাকবে৷ এটি একটি ডিজিটাল হাসপাতাল হতে চলেছে৷’ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, এই হাসপাতালে চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের ব্যবস্থা থাকবে৷ এই সংস্থা সারা দেশে ৫০টি হাসপাতাল ও ক্লিনিক তৈরি করার পরিকল্পনা করছে৷

North 24 Parganas News: শেষকৃত্যে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা! বাসের ধাক্কায় গাড়ি উল্টে আহত একাধিক

উত্তর ২৪ পরগনা: শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে চারচাকা গাড়ির রেষারেষি। আর তাতেই ব্যস্ত রাস্তায় বাসের ধাক্কায় উল্টে গেল গাড়িটি। গুরুতর জখম হলেন একাধিক ব্যক্তি। চিনার পার্ক সংলগ্ন সিসি-২-এর কাছে ঘটে এই ঘটনা৷

জানা গিয়েছে, দেহ সৎকার করে ওই গাড়িতে ফিরছিলেন ২০ থেকে ২২ জন। চিনার পার্ক সংলগ্ন সিসি ২-র সামনে দু’টি গাড়িতে রেষারেষি করতে গিয়েই ঘটে এই বিপত্তি।

আরও পড়ুন: ‘ইন্দিরা গান্ধির পরে..,’ মোদিকে নিয়ে প্রণব যা লিখে গিয়েছেন ডায়েরিতে, এতদিন পরে এল প্রকাশ্যে

বারাসত বি গার্ডেন রুটের একটি বাসের সঙ্গে রেষারেষি করতে দেখা যায় ওই টাটা ৪০৭ গাড়িটিকে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় টাটা ৪০৭ গাড়িটি। গাড়িতে থাকা মহিলারা সহ সবাই কমবেশি আহত হন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে।

আরও পড়ুন: মমতাকে ফোন করেছিলেন স্বয়ং রাহুল! বৈঠক নিয়ে মিটল জটিলতা… কী জানালেন তৃণমূলনেত্রী?

দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট হয় চিনার পার্ক থেকে নিউটাউনমুখী রাস্তায়। বাসটিকে আটক করেছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে।

Rudra Narayan Roy

Trampling Tark: নাতি নাতনিদের সঙ্গে শৈশবের আনন্দ ফিরে পেতে আসতে হবে নিউটাউনের এই পার্কে

এই প্রথম কলকাতার বুকে চালু হয়েছে 'জাস্ট জাম্পিং' ট্রাম্পলিং পার্ক, অন্যান্য রাজ্যে থাকলেও এতদিন কলকাতায় ছিল না বড়দের এই ফান জোন
এই প্রথম কলকাতার বুকে চালু হয়েছে ‘জাস্ট জাম্পিং’ ট্রাম্পলিং পার্ক, অন্যান্য রাজ্যে থাকলেও এতদিন কলকাতায় ছিল না বড়দের এই ফান জোন।
ছোট কচিকাঁচাদের মত এখন এই পার্কে আনন্দ করতে পারবেন সকল বয়সের মানুষেরাই। বিভিন্ন রকমের এক্টিভিটিস থাকছে এই পার্কে।
ছোট কচিকাঁচাদের মত এখন এই পার্কে আনন্দ করতে পারবেন সকল বয়সের মানুষেরাই। বিভিন্ন রকমের এক্টিভিটিস থাকছে এই পার্কে।
নিউটাউনে ইকো পার্কের উল্টো দিকে এবিসি স্কোয়ার মলে চালু হওয়া এই পার্কে শৈশবে ফিরে যাওয়ার আনন্দ নিতে হাজির হতে পারবেন বয়স্করাও।
নিউটাউনে ইকো পার্কের উল্টো দিকে এবিসি স্কোয়ার মলে চালু হওয়া এই পার্কে শৈশবে ফিরে যাওয়ার আনন্দ নিতে হাজির হতে পারবেন বয়স্করাও।
৬৫০ টিকিট ও ৬০ টাকার এক ধরনের বিশেষ মোজা কিনে ভিতরে প্রবেশের পরই পেয়ে যাবেন হরেক রকমের গেম এক্টিভিটিস।
৬৫০ টিকিট ও ৬০ টাকার এক ধরনের বিশেষ মোজা কিনে ভিতরে প্রবেশের পরই পেয়ে যাবেন হরেক রকমের গেম এক্টিভিটিস ।
ভেতরে প্রবেশের পর থেকে ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় পাবেন বিভিন্ন এক্টিভিটি ট্রাই করার জন্য, যেখানে থাকছে রক ক্লাইম্বিং থেকে জাম্পিং ঝপাং সহ আরও অনেক কিছু
ভেতরে প্রবেশের পর থেকে ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় পাবেন বিভিন্ন এক্টিভিটি ট্রাই করার জন্য, যেখানে থাকছে রক ক্লাইম্বিং থেকে জাম্পিং ঝ।পাং সহ আরও অনেক কিছু।
তাই এই পার্কের আনন্দ নিতে এখন নাতি-নাতনী ছেলে-মেয়েদের সঙ্গে ভিড় জমাচ্ছেন বাবা-মা, দাদু দিদারাও, জমিয়ে করছেন হুল্লোড়।
তাই এই পার্কের আনন্দ নিতে এখন নাতি-নাতনী ছেলে-মেয়েদের সঙ্গে ভিড় জমাচ্ছেন বাবা-মা, দাদু দিদারাও, জমিয়ে করছেন হুল্লোড়।

Newtown Land Scam: জলা ভরাট করে বেআইনি নির্মাণে বিস্ফোরক আরাবুল ইসলাম

Newtown Land Scam : জলা ভরাটে বিস্ফোরক Arabul Islam! একা কেউ একাজ করতে পারে না। জলা ভরাটে সবাই জড়িত। মন্তব্য ভাঙড়ের তৃণমূল নেতার। নিউটাউনের কাছে জলা বুজিয়ে বেআইনি নির্মাণের খবর গতকালই দেখাই আমরা। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷