Salman Khan News: এবার সলমন খানের বাড়ির বাইরে গুলি চালনার ঘটনায় উদ্ধার দ্বিতীয় বন্দুক

মুম্বই: ১৪ এপ্রিল রবিবার ভোরে সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে গুলি চলার কাণ্ডে উদ্ধার আরও একটি বন্দুক৷ এই নিয়ে দ্বিতীয় বন্দুক উদ্ধার হল সুরাতের তাপী নদী থেকে৷ এরই পাশাপাশি মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকারা বন্দুকের ৩টি ম্যাগাজিনও উদ্ধার করেন৷ ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে৷

সোমবার থেকেই শুরু হয়েছিল তল্লাশি অভিযান৷ এখনও পর্যন্ত মোট ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন এবং ১৩টি বুলেট উদ্ধার করা গিয়েছে৷

১২ জন আধিকারিক এবং এনকাউন্টার স্পেশ্যালিস্ট সিনিয়ার পুলিশ ইনস্পেক্টার দয়া নায়ক চালাচ্ছেন এই অভিযান৷ স্কুবা ড্রাইভার দিয়ে চলছে তল্লাশি৷ এই ঘটনায় ইতিমধ্যেই ভিকি গুপ্ত ও সাগর পালকে গ্রেফাতার করা হয়েছে৷

বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। গোটা ঘটনার ভিডিও সিসিটিভি-তে উঠে এসেছে৷ পুলিশ অভিনেতার বাড়ি থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে একটি দুই চাকার গাড়ি অর্থাৎ বাইক উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, তারা দু’জনে ওই বাইকে চেপেই এসেছিল।

আরও পড়ুনKalki Koechlin: আইফেল টাওয়ার-স্ট্যাচু অফ লিবার্টির সঙ্গে চিরকাল জুড়ে বলি নায়িকা কল্কির নাম, কীভাবে? জানলে চমকে যাবেন

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দু’জন ব্যক্তি চার রাউন্ড গুলি চালায় যে সময় অভিনেতা ছিলেন তাঁর অ্যাপার্টমেন্টে৷ ভোর ৫টা নাগাদ গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এই ঘটনার পর থেকে সলমন খানের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত বছরের মার্চ মাসে, সলমনকে হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয় তাঁর অফিসে। যার পরে মুম্বই পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে আইপিসি ধারা ১২০-বি (অপরাধী ষড়যন্ত্র), ৫০৬-II (অপরাধীর ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য)-তে মামলা নথিভুক্ত হয়। তার আগে ২০২২ সালের জুনে একজন অজ্ঞাত ব্যক্তি একটি হাতে লেখা নোটের মাধ্যমে সলমনকে হুমকি দিয়েছিল।

এই সেই মূল চক্রীর হল কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা৷ মুম্বইয়ের অন্যতম কুখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোই কাজ করে এই গোদারার অঙ্গুলিহেলনেই৷ গত রবিবারই সলমনের বাড়ির বাইরে ঘটা ঘটনার দায় স্বীকার করেছে এই গ্যাং লরেন্স বিষ্ণোই৷