Viral Video: প্রথমে লোন নিয়ে কিনলেন ট্রাক্টর… শোধ করলেন না কিস্তি! ব্যাঙ্ক বাড়ি পৌঁছতেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন মহিলা… এমনও হয়? দেখুন সেই ভিডিও

জয়পুর: যখনই অর্থের প্রয়োজন হয়, তখন কমবেশি সকলেই লোন নেন। তা সে ব্যাঙ্ক হোক বা কোনও অর্থবাহী সংস্থা কিংবা কোনও ব্যক্তি। লোন নিয়ে নেওয়া এসব জিনিসের কিস্তি নির্ধারিত থাকে এবং প্রতিমাসে তা পরিশোধ করতে হয়। অনেক সময় ঋণ নেওয়ার পর তা পরিশোধ করতে পারে না কেউ কেউ। সেক্ষেত্রে ঋণদাতা ঋণ দিয়ে কেনা জিনিস ফেরত নেয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ঘটনা দেখা গিয়েছে, যেখানে ঋণ পরিশোধ তো করেইনি, উপরন্তু অর্থদাতাকে হুমকিও দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার এই পদ্ধতিটিও বেশ ফিল্মি। প্রথমে নাটক, এরপর গালিগালাজ, সবশেষে বিভিন্ন হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে অর্থদাতার সামনে এক মহিলাকে অদ্ভুত আচরণ করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন-  ভারতেই আছে এমন এক জায়গা যার নাম উল্টো সোজা যেভাবেই লিখুন একই হবে, তাও তিন ভাষায়! আপনি গিয়েছেন কিন্তু

আরও পড়ুন-  ছ’টা প্রেম, পরকীয়া, ‘নায়ক’-এর সঙ্গে অবৈধ সম্পর্কের মায়াজাল… টেকেনি দু’টো বিয়ে, শেষে মহিলা ম্যানেজারের সঙ্গে সম্পর্ক নায়িকার? ধাঁধার থেকেও জটিল জীবন

ভাইরাল হওয়া এই ভিডিওটি বাঁশওয়াড়ার। তবে, নিউজ18 বাংলা এর সত্যতা নিশ্চিত করে না। ভিডিওর ক্যাপশনে উল্লেখ, একজন কৃষক ঋণে ট্রাক্টর কিনলেও তার কিস্তি জমা দেননি। এমন পরিস্থিতিতে ফাইন্যান্সার যথারীতি ট্রাক্টর নিতে এলে বাড়ির মহিলা হাত তুলে অর্থদাতাকে অভিশাপ দিতে থাকেন। বলেন,তিনি যদি ট্রাক্টরটি নিয়ে যান তবে তিনি ক্রোধের মুখোমুখি হবেন।

এই ভিডিওটি শেয়ার করা মাত্রই মানুষ বুঝতে পেরেছেন যে মহিলা অভিনয় করছেন। কমেন্ট সেকশনে বিপুল সমালোচিত হয়েছে সেই ভিডিও।

( Disclaimer: নিউজ ১৮ বাংলা কোনওরকম কুসংস্কারকে মান্যতা বা প্রশ্রয় দেয় না।)