বন্যা পরিস্থিতি, তৎপরতা নবান্নে

Flood Situation: দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি, বিরাট তৎপরতা নবান্নে! ১০ জেলায় ছুটছেন ১০ সচিব

কলকাতা: লাগাতার বৃষ্টির মধ্যেই ডিভিসির জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি রাজ্যে। ক্রমশ বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে নবান্নে সাংবাদিক বৈঠক করে একাধিক সিদ্ধান্তের বিষয়ে জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “মাইথন, দুর্গাপুর, পাঞ্চেত জলাধার থেকে যে জল ছাড়া হচ্ছে তার জন্য দামোদর নিম্ন অবাবহায়িকা অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ জন সিনিয়র আইএএসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুজোর মুখে রেশন নিয়ে বিরাট আপডেট…! ৩০ সেপ্টেম্বরের মধ্যে ‘এই’ কাজটি করা মাস্ট! জানুন স্টেপ বাই স্টেপ ‘সঠিক’ নিয়ম

আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের ১০ জেলায় ১০ সচিব যাচ্ছেন। ডিভিসির সঙ্গে কথা বার্তা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরানোর কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ও জেলাশাসকদের।

আরও পড়ুন: ‘বয়স’ ও ‘উচ্চতা’ অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত…? ১ মিনিটে বুঝে নিন হিসেব! দেখে নিন চার্ট

নবান্নে সূত্রে খবর, এনডিআরএফ-এর আটটি টিম মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই জেলায়। হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে ১৭ টি এসডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত দু’জন মারা গিয়েছেন। ১৬ সেপ্টেম্বর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দুজন মারা গিয়েছেন। যার মধ্যে একজন দেওয়াল চাপা পড়ে, আরেকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

৭৯৫২ জন মানুষকে ইতিমধ্যেই ক্যাম্পে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ১৮০ টি ক্যাম্প চলছে রাজ্য জুড়ে। ৪৬ হাজার ত্রিপল বিলি করা হয়েছে। বিভিন্ন জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বীরভূমের কিছু অংশ, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান– এই জেলাগুলিতে বন্যার মত পরিস্থিতি তৈরি হয়েছে। অতিরিক্ত বৃষ্টি ও ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার ফলেই এই পরিস্থিতি বলে জানাল রাজ্য।