কর্মশালা বসিরহাট কলেজে 

North 24 Parganas News: পড়ুয়াদের সুন্দরবনের জীব বৈচিত্র্যে আগ্রহী করতে কর্মশালা বসিরহাট কলেজে

বসিরহাট: সুন্দরবনের জীব বৈচিত্র্য তুলে ধরতে কর্মশালা বসিরহাট কলেজে। সুন্দরবনের জঙ্গল জীবনে বড়ই বৈচিত্র। সুন্দরবনের জলা জঙ্গল জমি রহস্যে ভরা এক প্রকৃতি। জলের কুমির ডাঙ্গায় বাঘ- এমন পরিবেশের মধ্যে জঙ্গলের পাশাপাশি বসবাস স্থানীয় জঙ্গলের ওপরে জীবন ধারণ করে বেঁচে থাকা সাধারণ মানুষের।

সুন্দরবন থেকে কেউ মাছ কাঁকড়া ধরেন, আবার কেউবা মধু সংগ্রহে যান, সুন্দরবন এলাকায় একটা বড় অংশের মহিলারা মীন ধরে জীবিকা নির্বাহ করেন। সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি এলাকার মানুষ এবং বন্য প্রাণীর উপরে জলবায়ু পরিবর্তনের কী প্রভাব এবং তাঁদের জন্য কিভাবে বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে তা নিয়ে বিশেষ প্রদর্শনী এবং কর্মশালা আয়োজিত হলো উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট কলেজে।

সুন্দরবন নিয়ে আয়োজিত এই কর্মশালা ও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এর চেয়ারম্যান কল্যাণ রূদ্র। চারদিন ধরে আয়োজিত এই প্রদর্শনী এবং কর্মশালায় শুধুমাত্র কলেজ ছাত্রছাত্রী নয়, উপস্থিত ছিল স্কুল ছাত্রছাত্রীরাও। সুন্দরবন নিয়ে জানার পাশাপাশি পরবর্তীতে সুন্দরবন নিয়ে গবেষণা করার জন্য উদ্বুদ্ধ করা হয় এদের। এ কর্মশালার মাধ্যমে একদিকে যেমন সুন্দরবন নিয়ে ছাত্রছাত্রীদের জানার আগ্রহ বাড়ে, অপরদিকে আগামী দিনের সুন্দরবনের বাস্তুতন্ত্র কিভাবে রক্ষা হবে তার একটি বিশেষ রূপরেখা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন একাধিক স্কলাররা।

আরও পড়ুনঃ Murshidabad News: ভগবানগোলায় হনুমানের তান্ডব! আহত ২০জনের বেশি

এছাড়া বসিরহাট কলেজের অধ্যক্ষ ডক্টর অশোক কুমার মন্ডল জানান,”এই ধরনের প্রদর্শনী এবং কর্মশালের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুন্দরবন এর বৈচিত্র ও বাস্তুতন্ত্র সম্পর্কে জানার পাশাপাশি আগামী দিনে সুন্দরবনকে কিভাবে রক্ষা করা যাবে তা জানতে পারলছাত্র ছাত্রীরা।” সুন্দরবনে নদীর খাড়িতে মহিলা যাঁরা মীন ধরেন তাঁদের জীবন যাপন, অপরদিকে সুন্দরবনের রহস্যঘেরা জঙ্গল উদ্ভিদ বন্যপ্রাণী সম্পর্কে সম্পর্কে বিশেষ চিত্র যা আলোচনা মাধ্যমে ফুটে ওঠে। উল্লেখ্য সুন্দরবনের মতো লবণাক্ত এক ফসলি জমিতে কিভাবে সহজে কৃষিকাজ করা যায়, ও এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে দিশা দেখান।

জুলফিকার মোল্লা