লোকগীতি গেয়ে পথে-পথে ভিক্ষা! আর সেই টাকাতেই ৫০ অনাথ শিশুকে বড় করছেন শিল্পী

 মনের ইচ্ছা যদি প্রখর হয় তা হলে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। তাতে পথে যতই বাধা-বিপত্তি আসে আসুক না কেন ইচ্ছা শক্তির সামনে সবটাই মলিন হয়ে পড়ে‌। আর সেই মনের জোরের সঙ্গে প্রতিদিনই লড়াই সংগ্রাম লড়াই করে চলেছেন পুরুলিয়ার আড়ষা ব্লকের বাসিন্দা নরেন হাঁসদা।

এক অদম্য লড়াই করে চলেছেন তিনি। জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে গান গেয়ে ভিক্ষা করে সেই টাকা দিয়ে অনাথ শিশুদের জন্য গড়ে তুলেছেন একটি আশ্রম। নাম ‘সিধো-কানহু মিশন’। অনাথ আবাসিকদের পাশাপাশি লেখাপড়া শেখাচ্ছেন এলাকার আরও শতাধিক ছেলে-মেয়েকে। স্বপ্ন একটাই, তাঁরা যেন মানুষ হয়ে সমাজ গড়ার কাণ্ডারি হতে পারে।