আবগারি দফতর সূত্রে খবর, রবিবার এবং সোমবার এই দুদিন তারাপীঠের মদের দোকানগুলিতে প্রায় ৫ কোটি ৯০ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। দফতর সূত্রে আরও খবর টাকার অংকের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। এখনও চূড়ান্ত রিপোর্ট এসে হাতে পৌঁছায়নি। তবে সব মিলিয়ে আমাবস্যার পূর্ণ তিথিতে ভক্তি রসের পাশাপাশি সুরার রসে ডুবে ছিলেন ভক্তরা। সৌভিক রায়

গরমে ঠান্ডা বিয়ার পছন্দ অনেকের! সঙ্গে এই খাবার খেলেই কিন্তু বিপদ, সাবধান

প্রচণ্ড গরমেও অনেকেই গলা ভেজানোর অভ্যেসে রাশ টানছেন না। তবে এই গরমে অনেকেই ঠান্ডা বিয়ারে স্বস্তি খুঁজছেন।
প্রচণ্ড গরমেও অনেকেই গলা ভেজানোর অভ্যেসে রাশ টানছেন না। তবে এই গরমে অনেকেই ঠান্ডা বিয়ারে স্বস্তি খুঁজছেন।
তীব্র দাবদাহের দিন শুরু। সারাদিন ঘামে নাজেহাল অবস্থা। মাথার উপর জ্বলন্ত সূর্য। এমন সময়ে অনেকেই রাত নামলে বিয়ারে আশ্রয় নেন। ঠান্ডা বিয়ার পান করলেই তীব্র গরমে সুখ, এমন ধারণা অনেকের। কিন্তু আপনারা কি জানেন মদের সঙ্গে কিছু খাবার একেবারেই খেতে নেই।
তীব্র দাবদাহের দিন শুরু। সারাদিন ঘামে নাজেহাল অবস্থা। মাথার উপর জ্বলন্ত সূর্য। এমন সময়ে অনেকেই রাত নামলে বিয়ারে আশ্রয় নেন। ঠান্ডা বিয়ার পান করলেই তীব্র গরমে সুখ, এমন ধারণা অনেকের। কিন্তু আপনারা কি জানেন মদের সঙ্গে কিছু খাবার একেবারেই খেতে নেই।
বিয়ারে অ্যালকোহলের পরিমাণ কম। কম পরিমাণে পান করলে শরীরে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। তাই অনেকেই গরমে বিয়ার পান পছন্দ করেন।
বিয়ারে অ্যালকোহলের পরিমাণ কম। কম পরিমাণে পান করলে শরীরে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। তাই অনেকেই গরমে বিয়ার পান পছন্দ করেন।
সাইট্রাস জাতীয় ফল বিয়ারের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয়। যেমন লেবু, আমলকি। এগুলি খেলে কিন্তু অম্বলের সমস্যা হতে পারে।
সাইট্রাস জাতীয় ফল বিয়ারের সঙ্গে একেবারেই খাওয়া উচিত নয়। যেমন লেবু, আমলকি। এগুলি খেলে কিন্তু অম্বলের সমস্যা হতে পারে।
গরমে বিয়ারের সঙ্গে একেবারেই মশলাদার খাবার খাবেন না। এই সময় হজমের গোলমাল হলে কিন্তু বিপদ।
গরমে বিয়ারের সঙ্গে একেবারেই মশলাদার খাবার খাবেন না। এই সময় হজমের গোলমাল হলে কিন্তু বিপদ।
এমনিতে অনেকই বাদামের সঙ্গে বিয়ার পান করেন। তবে যে সব বাদামে নুনের পরিমাণ বেশি সেগুলি এড়িয়ে চলাই ভাল।
এমনিতে অনেকই বাদামের সঙ্গে বিয়ার পান করেন। তবে যে সব বাদামে নুনের পরিমাণ বেশি সেগুলি এড়িয়ে চলাই ভাল।
কোনওরকম তেল চিটচিটে খাবার এই গরমে বিয়ারের সঙ্গে না খাওয়াই ভাল।
কোনওরকম তেল চিটচিটে খাবার এই গরমে বিয়ারের সঙ্গে না খাওয়াই ভাল।