ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং অভিনেতা সলিল অ্যাঙ্কোলার মায়ের রহস্যমৃত্যু। পুণের ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রাক্তন ক্রিকেটারের মায়ের মৃতদেহ।

Death mystery of ex cricketers mother: সচিনের সতীর্থ ভারতের প্রাক্তন ক্রিকেটারের মায়ের রহস্যমৃত্যু! ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ, তদন্তে পুলিশ

ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং অভিনেতা সলিল অ্যাঙ্কোলার মায়ের রহস্যমৃত্যু। পুণের ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রাক্তন ক্রিকেটারের মায়ের মৃতদেহ। (Image: Instagram)
ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং অভিনেতা সলিল অ্যাঙ্কোলার মায়ের রহস্যমৃত্যু। পুণের ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রাক্তন ক্রিকেটারের মায়ের মৃতদেহ। (Image: Instagram)
খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। সলিল অ্যাঙ্কোলা নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছেন। তিনি ক্যাপশানে লিখেছেন, ‘বিদায় মা’। (Image: Instagram)
খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। সলিল অ্যাঙ্কোলা নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছেন। তিনি ক্যাপশানে লিখেছেন, ‘বিদায় মা’। (Image: Instagram)
যদিও কী ভাবে সলিল অ্যাঙ্কোলার মায়ের মৃত্যু হল সেই বিষয় জানা যায়নি। তবে এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সলিলের মায়ের গলায় ক্ষত রয়েছে। (Image: Instagram)
যদিও কী ভাবে সলিল অ্যাঙ্কোলার মায়ের মৃত্যু হল সেই বিষয় জানা যায়নি। তবে এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সলিলের মায়ের গলায় ক্ষত রয়েছে। (Image: Instagram)
ক্রিকেট জীবনে ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে খেলা শুরু করেন সলিল অ্যাঙ্কোলা, ওই ম্যাচেই অভিষেক হয় সচিন তেন্ডুলকরেরও। ওই ম্যাচেই দুটো ইনিংসেই উইকেট নিয়েছিলেন সলিল। (Image: Instagram)
ক্রিকেট জীবনে ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে খেলা শুরু করেন সলিল অ্যাঙ্কোলা, ওই ম্যাচেই অভিষেক হয় সচিন তেন্ডুলকরেরও। ওই ম্যাচেই দুটো ইনিংসেই উইকেট নিয়েছিলেন সলিল। (Image: Instagram)
পরে ১৯৯৬ সালের বিশ্বকাপেও ভারতের হয়ে খেলেছেন সলিল অ্যাঙ্কোলা। পরে পায়ে টিউমার ধরা পড়ায় মাত্র ২৯ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিতে হয় সলিলকে। (Image: Instagram)
পরে ১৯৯৬ সালের বিশ্বকাপেও ভারতের হয়ে খেলেছেন সলিল অ্যাঙ্কোলা। পরে পায়ে টিউমার ধরা পড়ায় মাত্র ২৯ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিতে হয় সলিলকে। (Image: Instagram)