প্রিন্সিপাল অফিসে বসে রয়েছেন আরজিকরের চিকিৎসক

RG Kar Protest: পড়ুয়া চিকিৎসকদের প্রবল বিক্ষোভ! মালদহ থেকে ফিরে গেলেন আরজি করের চেস্ট বিভাগের প্রাক্তন প্রধান

মালদহ: আগে সমস্যার সমাধান, তারপর চিকিৎসকের যোগদান। এমন পরিস্থিতিতে আরজিকরের চিকিৎসককে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চাইছেন না জুনিয়র চিকিৎসকেরা। যার জেরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করতে এসে ঘুরে গেলেন আরজিকর হাসপাতালের চেস্ট বিভাগের প্রক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী।

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা জানিয়ে দেন, চিকিৎসক অরুণাভ দত্ত চৌধুরীর উপর তাঁদের কোনও ক্ষোভ বা অভিযোগ নেই। কিন্তু এমন পরিস্থিতিতে আরজিকর হাসপাতালের চিকিৎসককে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করিয়ে নতুন করে তাঁরা কোনও সমস্যায় পড়তে চান না। আরজিকর হাসপাতালের চেস্ট বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধানকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদানে বাধা দেন। জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ আন্দোলনের ফলে যোগদান না করেই ফিরে যেতে হয় আরজিকরের প্রাক্তন চিকিৎসককে।

আরও পড়ুন: তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় আসনা…? সাইক্লোন নিয়ে চরম সতর্কতা! কোথায় কোথায় ধ্বংসলীলার আশঙ্কা? কী হবে বাংলায়? জানিয়ে দিল আইএমডি

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক চিরঞ্জিত কুমার বলেন, এরকম পরিস্থিতিতে আমরা আরজি করের চিকিৎসককে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করতে দিতে চাই না। আরজি কর হাসপাতালেই এই ঘটনা ঘটেছে। যতদিন না কোনও সুরাহা হচ্ছে আমরা চিকিৎসককে যোগদান করতে দেব না। তবে চিকিৎসকের প্রতি আমাদের কোনও ক্ষোভ অভিযোগ নেই।

হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দাবি, আরজিকর হাসপাতালে চেস্ট বিভাগেই ঘটনা ঘটেছে। আর তিনি সেই সময় চেস্ট বিভাগেরই বিভাগীয় প্রধান ছিলেন। তাই আগে সমস্যার সমাধান হবে তারপর তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করতে পারবেন। তাতে তাঁদের কোনও সমস্যা নেই।‌ প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন করেন। তিনি যোগদান করতে পারেননি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি।’