বড় দায়িত্ব পেতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। রাজ সিংহাসনের অধিকারী হতে চলেছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাডেজা। প্রতীকী ছবি।

Indian ex cricketer: রাজ সিংহাসনে বসতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার, সঙ্গে বিপুল সম্পত্তি! নাম জানলে চমকে উঠবেন

বড় দায়িত্ব পেতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। রাজ সিংহাসনের অধিকারী হতে চলেছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাডেজা। প্রতীকী ছবি।
বড় দায়িত্ব পেতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। রাজ সিংহাসনের অধিকারী হতে চলেছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাডেজা। প্রতীকী ছবি।
তাঁকে নাওয়ানগরের জামসাহেব (মহারাজ) ঘোষণা করা হয়েছে। গুজরাতর কচ্ছের রণের দক্ষিণে একসময় নাওয়ানগরের অবস্থান ছিল। বর্তমানে সেই এলাকার নাম জামনগর। প্রতীকী ছবি।
তাঁকে নাওয়ানগরের জামসাহেব (মহারাজ) ঘোষণা করা হয়েছে। গুজরাতর কচ্ছের রণের দক্ষিণে একসময় নাওয়ানগরের অবস্থান ছিল। বর্তমানে সেই এলাকার নাম জামনগর। প্রতীকী ছবি।
জামনগরের রাজ পরিবারের এক বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে। শুধু জাদেজা নন, ক্রিকেট নিয়ে জামনগরের রাজ পরিবারের আগ্রহ দীর্ঘ দিনের। প্রতীকী ছবি।
জামনগরের রাজ পরিবারের এক বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে। শুধু জাদেজা নন, ক্রিকেট নিয়ে জামনগরের রাজ পরিবারের আগ্রহ দীর্ঘ দিনের। প্রতীকী ছবি।
ভারতের দুই ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফি এবং দলীপ ট্রফিও জাদেজার দুই আত্মীয় কেএস রঞ্জিতসিংজি এবং কেএস দলীপসিংজির নামেই। প্রতীকী ছবি।
ভারতের দুই ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফি এবং দলীপ ট্রফিও জাদেজার দুই আত্মীয় কেএস রঞ্জিতসিংজি এবং কেএস দলীপসিংজির নামেই। প্রতীকী ছবি।
জাডেজার বাবা দৌলতসিংজি জাদেজা জামনগর লোকসভা কেন্দ্রের তিন বারের সাংসদ ছিলেন। জাদেজা ক্রীড়াজীবনে বিতর্কে জড়ালেও দীর্ঘ দিন ধরে সমাদৃত। এবার অজয় জাদেজা রাজ পরিবারের সিংহাসনে বসলেন। প্রতীকী ছবি।
জাডেজার বাবা দৌলতসিংজি জাদেজা জামনগর লোকসভা কেন্দ্রের তিন বারের সাংসদ ছিলেন। জাদেজা ক্রীড়াজীবনে বিতর্কে জড়ালেও দীর্ঘ দিন ধরে সমাদৃত। এবার অজয় জাদেজা রাজ পরিবারের সিংহাসনে বসলেন। প্রতীকী ছবি।