আইপিএলকে বলা হয় ভারতের কোটিপতি লিগ। এই প্রতিযোগিতার নিলাম পর্ব থেকে শুরু করে গোটা টুর্নামেন্ট যে পরিমাণ টাকা ওড়ে তা পৃথিবীর কোনও ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যায় না।

IPL 2024: ১০ বছর আইপিএলে ফিরেছেন ভারতীয় তারকা! পাশে দাঁড়ালেন পরিবারের বিপদেও

এবার আইপিএলের অন্যন্য চমকগুলির মধ্যে অন্যতম হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুর কামব্যাক। ১০ বছর পর আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে ফিরেছেন তিনি।
এবার আইপিএলের অন্যন্য চমকগুলির মধ্যে অন্যতম হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুর কামব্যাক। ১০ বছর পর আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে ফিরেছেন তিনি।
ক্রিকেটকে বিদায় জানানোর পর ধারাভাষ্যকার হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন নভজ্যোৎ সিং সিধু। তারপর রাজনীতিতে যোগ দেওয়ায় এক দশক ধরে আর কমেন্ট্রি বক্সে দেখা যায়নি সিধুকে।
ক্রিকেটকে বিদায় জানানোর পর ধারাভাষ্যকার হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন নভজ্যোৎ সিং সিধু। তারপর রাজনীতিতে যোগ দেওয়ায় এক দশক ধরে আর কমেন্ট্রি বক্সে দেখা যায়নি সিধুকে।
১০ বছর পর কমেন্ট্রি বক্সে ফিরবেও সেই চেনা মেজাজেই পাওয়া গিয়েছে নভজ্যোৎ সিং সিধুকে। হিন্দিতে তার কমেন্ট্রি, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শায়েরি সকলের মন জিতে নিয়েছে।
১০ বছর পর কমেন্ট্রি বক্সে ফিরবেও সেই চেনা মেজাজেই পাওয়া গিয়েছে নভজ্যোৎ সিং সিধুকে। হিন্দিতে তার কমেন্ট্রি, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শায়েরি সকলের মন জিতে নিয়েছে।
কিন্তু আইপিএলে ফিরলেও সময়টা খুব একটা ভাল গেল না নভজ্যোৎ সিং সিধুর। কারণ আইপিএলের মাঝেই নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌরের স্তন ক্যানসারের অপারেশন হয়ে গেল।
কিন্তু আইপিএলে ফিরলেও সময়টা খুব একটা ভাল গেল না নভজ্যোৎ সিং সিধুর। কারণ আইপিএলের মাঝেই নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌরের স্তন ক্যানসারের অপারেশন হয়ে গেল।
ধারাভাষ্য হিসেবে কাদের মাঝেই স্ত্রীর পাশে দাঁড়াতে হাসপাতালে গিয়েছিলেন সিধুষ সেখান থেকে দুটি ছবিও শেয়ার করেছেন তিনি। একটি ছবিতে তাঁর স্ত্রী নভজ্যোত কৌর জুস পান করছেন এবং সিধু তাঁর পাশে দাঁড়িয়ে আছেন। অপর ছবিতে রয়েছে ডাক্তারও।
ধারাভাষ্য হিসেবে কাদের মাঝেই স্ত্রীর পাশে দাঁড়াতে হাসপাতালে গিয়েছিলেন সিধুষ সেখান থেকে দুটি ছবিও শেয়ার করেছেন তিনি। একটি ছবিতে তাঁর স্ত্রী নভজ্যোত কৌর জুস পান করছেন এবং সিধু তাঁর পাশে দাঁড়িয়ে আছেন। অপর ছবিতে রয়েছে ডাক্তারও।
ছবি পোস্ট করে সিধু লিখেছেন,"বিরল মেটাস্ট্যাসিসের অপারেশন সাড়ে তিন ঘণ্টা ধরে চলেছিল। আক্রান্ত ত্বক মুছে ফেলা হয়েছে এবং একটি ফ্ল্যাপ দিয়ে পুনর্গঠন করা হয়েছে। তার সংকল্প দৃঢ়, হাসি কখনও তাঁর মুখ ছেড়ে যায় না। সাহসের আর এক নাম হল নোনি।"
ছবি পোস্ট করে সিধু লিখেছেন,”বিরল মেটাস্ট্যাসিসের অপারেশন সাড়ে তিন ঘণ্টা ধরে চলেছিল। আক্রান্ত ত্বক মুছে ফেলা হয়েছে এবং একটি ফ্ল্যাপ দিয়ে পুনর্গঠন করা হয়েছে। তার সংকল্প দৃঢ়, হাসি কখনও তাঁর মুখ ছেড়ে যায় না। সাহসের আর এক নাম হল নোনি।”