পুরুলিয়া পৌরসভা

Purulia News : এবার থেকে অনলাইনের মাধ্যমে পৌরকর প্রদান , নয়া ব্যবস্থাপনা পৌরসভার!

পুরুলিয়া : প্রতিটি পৌর এলাকায় বাড়ির কর বা খাজনা প্রদান করতে হয় পৌরসভাকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পৌর নাগরিকরা কর প্রদান করে থাকেন। এবার পুরুলিয়া পৌরসভা নাগরিকদের কথা ভেবে এক অভিনব প্রক্রিয়া চালু করল।

এবার থেকে আর দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে বাড়ির কর প্রদান করতে হবে না শহরবাসীদের। পৌরসভার কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে অনলাইনের মাধ্যমে কর আদায় করবেন। শহরবাসীরা ইউ পি আই ডেবিট কার্ড এগুলি মাধ্যমে কর প্রদান করতে পারবেন। ইতিমধ্যেই পুরুলিয়া পৌরসভাএ বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে। সেই প্রশিক্ষণে পৌরকর্মীদের অনলাইন এর মাধ্যমে কর কীভাবে আদায় করতে হবে সে বিষয়ে বোঝানো হয়।

আরও পড়ুন : পুকুর ভরাট বন্ধ করতে হবে, কড়া হাতে ব্যবস্থা

এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নব্যেন্দু মাহালী বলেন , এতদিন পর্যন্ত শহরবাসীকে পৌরসভায় এসে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে কর প্রদান করতে হত। তাতে অনেকখানি সময় নষ্ট হত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ই ট্যাক্স , ই মিটেশন চালু করেছেন , বিল্ডিং ট্যাক্স , ট্রেড লাইসেন্স সহ একাধিক অনলাইন সিস্টেম চালু করেছেন। বাড়িতে গিয়ে পৌরকর্মীরা, এবার থেকে অনলাইনের মাধ্যমে ট্যাক্স আদায় করবেন।

আরও পড়ুন : লোকগীতি গেয়ে পথে-পথে ভিক্ষা! আর সেই টাকাতেই ৫০ অনাথ শিশুকে বড় করছেন শিল্পী

এই টেক্সট প্রদান করতে রোদে গরমে শহরবাসীদের অপেক্ষা করতে হত পৌরসভায়। এবার তা থেকে খানিকটা নিস্তার মিলল।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই প্রক্রিয়া চালু হাওয়ায় আগামী দিনে পৌর এলাকার নাগরিকদের অনেকখানি উপকার হবে বলে মনে করা হচ্ছে।

শর্মিষ্ঠা ব্যানার্জি