রেলপথে আবু সালেমকে নাসিকে নিয়ে যাওয়া হচ্ছিল

Watch Video: ভয়ঙ্কর ঘটনা! ১৯৯৩ মুম্বই হামলার মূল অভিযুক্তের দেখা মিলল রেল স্টেশনে

মুম্বই: ১৯৯৩ সালের ভয়ঙ্করতম দিনের কথা নিশ্চয়ই অনেকের স্মরণে থাকবে৷ ভয়ঙ্কর বোমা বিস্ফরণে কেঁপে উঠেছিল মুম্বই শহর৷ সেই মামলাতেই আটক করা হয়েছিল প্রধান অভিযুক্ত গ্যাংস্টার আবু সালেমকে৷ সেই তাঁকেই কিনা দেখা গেল ভারতের স্টেশনে৷

এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে৷ এই কুখ্যাত ব্যক্তিকে৷ ঘটনাটি ঘটেছে নাসিকের মনমাদ স্টেশনে৷


আরও পড়ুন: কেরলে ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্ট, মৃত বিধায়কের ছেলে

আসলে তাঁর জেল স্থানান্তকরের সময় তাঁকে পুলিশি নিরাপত্তায় দিল্লি-বেঙ্গালুরু-কর্ণাটক এক্সপ্রেসের মাধ্যমে নাসিক কেন্দ্রীয় সংশোধানাগারে নিয়ে যাওয়া হচ্ছিল৷ তখনই কোনওভাবে তাঁর ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে৷

ফুটেজে দেখা যাচ্ছে সেলিম যখন ট্রেন থেকে নামছে প্রচুর সংখ্যক পুলিশ অফিসার তাঁকে ঘিরে রেখেছে, স্টেশনেও তাঁকে দেখে প্রচুর ভিড় জড়ো হয়েছে৷

আরও পড়ুন: ঝড়-বৃষ্টির মধ্যে আটঘণ্টার দুঃসাহসিক অভিযান, কেরলে রক্ষা পেল চার শিশুর প্রাণ

এরপর তাঁকে বাইরে অপেক্ষামান একটা পুলিশভ্য়ানে তুলে সড়ক পথে নাসিক কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়৷

বোমা হামলায় জড়িত থাকার কারণে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়৷ জানা গিয়েছে, তিনি গত মাসে বোম্বে হাইকোর্টে ‘নিরাপত্তার উদ্বেগ’ উল্লেখ করে ‘তালোজা কেন্দ্রীয় সংশোধনাগার’ থেকে তাঁর স্থানান্তর রোধ করতে চান৷ কিন্তু সেই আবেদন আদালতের তরফ থেকে খারিজ হয়৷

এই কারণেই রেলপথে তাঁকে নাসিকে নিয়ে যাওয়া হচ্ছিল৷ যদিও নিরাপত্তার কারণে এই বিষয়টি একেবারেই গোপন রাখা হয়েছিল৷